Introduction

in blurt-188398 •  8 days ago 

Post my introduction.
IMG_20250110_193359.jpg
গোধূলি সন্ধ্যায় জবা ফুলের জুড়ি মেলা ভার । আজকে আমি গোধূলি সন্ধ্যায় কিছু ফুলের সমারোহ নিয়ে কথা বলব। সন্ধা লাগনে জবা ফুল অনেক সুন্দর লাগে। এই সন্ধ্যা আমার কাছে জবাব ফুল অনেক ভালো লাগে। দেখতে অনেক সুন্দর লাগে মন খারাপ থাকলে। জবা ফুলের বাগানে আসলে নিমিষেই আমাদের মনটাকে ভালো করে দেয় ।আমার জানা মতে জবা ফুল অনেক ধরনের হয় ঠিকই জবাব রক্ত জবা।
Twilight evening jaba flower judi mela var Today I will talk about twilight evening some flower ceremony Jaba flower looks very beautiful in the evening this evening moment for me Reply Flowers are very nice to look at it is very beautiful If you are sad, coming to Jaba flower garden instantly makes us feel better According to my knowledge, there are many types of jaba flowers. The correct answer is blood jaba

![IMG_20250110_193436.jpg)
()

গাঁদা ফুল অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর একটা ফুল ।এই ফুল দিয়ে আমরা অনেক কিছু করে থাকি। বিশেষ করে গায়ে হলুদের কাজে এই ফুলটা অনেক বেশি কাজে লাগে ।এই গাধা ফুলের বাগান করে অনেকেই অনেক টাকা আয় করে ।এই ফুল আমরা সহজেই পেয়ে থাকি এবং সহজলভ্য। গাঁদা ফুলের বাগান করে আমরা অনেক টাকা আয় করতে পারি ।অনেকেই গাধা ফুলের বাগান করে অনেক লাভবান হয়েছে। আমারও ইচ্ছে আছে।
Marigold is a very beautiful and charming flower. We do many things with this flower. This flower is very useful especially for turmeric. Many people earn a lot of money by gardening this donkey flower. We can earn a lot of money by doing marigold garden. Many people have benefited a lot by doing marigold garden. I want too.

এবার আসি ফুলের রানী গোলাপকে নিয়ে কিছু কথা বলতে। গোলাপ হচ্ছে অনেক মূল্যবান একটা ফুল ।এই ফুলটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। একেকটা গোলাপ ৫ থেকে ১০ টাকা পর্যন্ত হয়ে থাকে ।অনেক প্রকার গোলাপ আছে। যেমন সাদা গোলাপ লাল গোলাপ কালো গোলাপ বেগুনি গোলাপ সবচাইতে মূল্যবান গোলাপ হচ্ছে কালো গোলাপ এই গোলাপটা আমরা সহজেই দেখতে পাই না। গোলাপ চাষের বাগান করে অনেকেই প্রত্যেক বছর অনেক টাকা আয় করছে। এ আয় থেকে তারা নিতে চাহিদা মিটিয়ে বিদেশ পর্যন্ত রপ্তানি করে থাকে ।এ গোলাপের বাগান থেকে অনেকেই সাবলম্বী হয়েছে ।আমারও ইচ্ছা আছে একটা গোলাপের বাগান করব।
IMG_20250110_193501.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  8 days ago  ·  

Very beautiful some photos of flowers you captured.

  ·  8 days ago  ·  

Welcome to Blurt! 🙂

I invite you to take part in our survey to tell us how did you find a blurt:

https://blurt.blog/blurt/@khrom/3syb5c-how-did-you-come-across-blurt-leave-a-reply-and-get-a-strong-upvote-round-2