A few moments in the early morning.

in blurt-188398 •  9 days ago 

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @akash001 from Bangladesh

LMC_20250125_074213_iPhone 14 pro RTTG Premium.jpg

Assalamu Alaikum I hope you are all well I am also very well Alhamdulillah God bless you. Today I am going to share with you some beautiful moments of the morning. If you look at the top of your screen you will see that I have shared with you a beautiful selfie picture of me taken on my phone Today I was at one of my friends house at night My friend's house is quite a distance from my house and my friend's house is in a village and next to my friend's house in another village. I went to eat then he met me and you did not let me come from his house he forced me to stay at his house. Then I stayed at night and after staying at night you can see when I came walking in the morning. I took this picture when I was walking towards home. I liked it a lot I hope you will like it a lot.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও সৃষ্টিকর্তা দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সকালের কিছু সুন্দর মুহূর্ত । আপনার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি আপনাদের মাঝে সুন্দর একটি আমার ফোনে তোলা আমার একটি সেলফি ছবি শেয়ার করেছি আজকে আমি রাতের দিকে ছিলাম আমার একটি বন্ধুদের বাসায় আমার বাসা থেকে আমার বন্ধুর বাসা বেশ কিছুটা দূরে আমার বাসায় এক গ্রামে আর এবং আমার বন্ধুটির পাশে আরেকটি গ্রামে। বলতো আমাকে খাইতে গিয়েছিলাম তারপরে সে আমার সাথে দেখা করল এবং তুই আমাকে তার বাড়ি থেকে আসতে দিয়েছিল না জোর করে সে জোর করে সে তার বাড়িতে আমাকে রেখেছিল। তারপর রাতে থাকলাম আর রাতে থাকার পরে সকালে যখন আমি হাঁটতে হাঁটতে আসার সময় লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি যখন হাটতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এই ছবিটি তুলেছিলাম। আমার কাছে বেশ ভাল লেগেছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG_20250125_074250.jpg

If you look again above, you can see that I have shared another picture with you. This picture is when I left my friend's house for my home. After taking my selfie, I saw something different. There has not been fog for several days, and today in the morning I woke up and saw that there is a lot of fog today. I left for my home. I saw that it was more visible when I was walking on the road. I took a picture at that time that you can see if you look at it. In the picture, the girls' fog is a natural thing. And when fog falls in winter, it looks quite good. It is a little bad. It is really late and the sun is already very sweet in winter and if it is late in between, it will be bad. Then I left for home after taking that picture. I hope you like this picture.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আপনার আবার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনার মাঝে আরো একটি ছবি শেয়ার করেছি। এই ছবিটি হল আমি যখন আমার বন্ধুর বাসা থেকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমার সেলফি ছবিটা তোলার পরে দেখলাম একটু অন্যরকম বেশ কয়েকদিন কুয়াশা পড়েনি, আর আজকে সকালে ঘুম থেকে উঠে বের হয়ে দেখলাম যে আজকে অনেকটা কুয়াশা আছে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম দেখলাম যে এটা বেশি দেখা যাচ্ছে রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম ওই সময় একটি ছবি তুলে রেখেছিলাম যে আপনার উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। ছবিটিতে মেয়েদের কুয়াশার ছবি কেনে কুয়াশা করবে এটা স্বাভাবিক বিষয়। আর শীতকালে কুয়াশা পড়লে বেশ ভালই লাগে একটু খারাপ সত্যি অনেকটা লেট হয় আর শীতকালে রোদ এমনিতেই অনেক মিষ্টি লাগে আর তার মধ্যে যদি দেরি করে তাহলে তো খারাপ লাগবে। তারপর ওই ছবিটি তুলতে তুলতে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আশা করি এই ছবিটা আপনার কাছে অনেক ভালো লাগবে।

IMG_20250125_074304.jpg

If you look at the above again, you can see that I have shared another picture with you. This picture is of the sun. When I left for my friend's house to go home and it is not available in the morning, so I had to walk and in winter, no one comes out in the morning with a car. I stood for a while for the car, but I also left the car for which I left and for several days there was no rush in the morning. Earlier, there was a walk for a few days, but after eating rice, there is no rush like that. So today, I felt very good after taking a little walk. And the picture above is of the sun rising when the fog was falling. It was very good to see that today the sun will rise in the morning. If there is fog, the sun rises quite late, but today the boy was a little different. Today, the sun rose at night in the fog, which I really liked to see. Then when I came home, the sun had just risen and when I reached home, the fog had completely cleared and the sun had come out. I really liked Dadi. I hope you like it.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আপনি যদি উপরের দিকে আবার তাকান, আপনি দেখতে পাবেন যে আমি আপনার সাথে আরেকটি ছবি শেয়ার করেছি। এই ছবিটি সূর্যের। আমি যখন আমার বন্ধুর বাসা থেকে বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম এবং সকালে পাওয়া যায় না, তাই আমাকে হাঁটতে হয়েছিল এবং শীতকালে সকালে কেউ গাড়ি নিয়ে বের হয় না। আমি গাড়ির জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি যে গাড়িটির জন্য রওনা দিয়েছিলাম সেটিও ছেড়ে দিয়েছিলাম এবং বেশ কয়েক দিন সকালের কোনও তাড়া ছিল না। আগে কয়েকদিন হাঁটাহাঁটি করলেও ভাত খাওয়ার পর সেরকম তাড়া নেই। তাই আজ একটু হাঁটাহাঁটি করে খুব ভালো লাগলো। আর উপরের ছবিটা হল সূর্য উঠার সময় যখন কুয়াশা পড়ছিল। আজ সকালে সূর্য উঠবে দেখে খুব ভালো লাগলো। কুয়াশা থাকলে সূর্য ওঠে বেশ দেরিতে, কিন্তু আজ ছেলেটা একটু অন্যরকম ছিল। আজ রাতে কুয়াশায় সূর্য উঠেছে, যা দেখতে আমার খুব ভালো লেগেছে। তারপর যখন আমি বাড়িতে আসি, সূর্য সবে উঠেছে এবং যখন আমি বাড়িতে পৌঁছলাম, তখন কুয়াশা সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে গেছে এবং সূর্য বেরিয়ে এসেছে। আমি সত্যিই দাদি পছন্দ করেছি. আমি আশা করি আপনি এটা পছন্দ করেন.

LMC_20250125_074723_iPhone 14 pro RTTG Premium.jpg

If you look at the top again, you can see that I have shared another picture with you. This picture is a picture of a flower. On my birthday, I was coming to my house. I saw a flower tree on the side of the road. These flower trees are often found on the side of the road. There are many flower trees on the road. So when I was walking, I saw that it was blooming upside down on the side of the road. Usually, every flower blooms. Now, since the fog falls a little more in winter, the water falls a little backwards. When the flowers are in full bloom, it looks beautiful. If you look at the top, you can see that the flower was almost white in color and the tree does not grow. These flowers grow in the middle of the day. Different types of flower trees can be seen on the side of the road, among which this flower tree looks very beautiful. I liked this flower very much and I kept looking at it. Then, after seeing the picture once, I started walking happily and singing songs. And after coming home, I felt even better that I came home a day later. After coming, I ate the one who would free me. I had a very good day today. If you liked the post, please let me know in the comment box.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আপনারা আবার উপরের লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনার মাঝে আর একটি ছবি শেয়ার করেছি। এই ছবিটা হল একটি ফুলের ছবি জন্মদিন আমার বাড়িতে আসছিলাম তখন আমি যে রাস্তার পাশে একটি ফুল গাছ বলতো এইসব ফুল গাছগুলো রাস্তার পাশে অনেকটা হয়ে থাকে আশেপাশে রাস্তায় অনেক ফুল গাছ দেখা যায় এরকম তাই আমি যখন হাটতে আসছিলাম তখন দেখলাম রাস্তার পাশে উল্টে ফুটেছে আর সাধারণত প্রতিটা ফুলে ফুটে আর এখন যেহেতু শীতকাল কুয়াশা একটু বেশি পড়ে একটু ফিরে করে পানি পড়ে সকালের দিকে গ্রাম অঞ্চলে নেহর বলে থাকে যখন ফুলের আগায় থাকে তখন সুন্দর লাগে। আপনার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ফুলটির ছিল প্রায় সাদা রঙের আর গাছ কেমন বড় হয় না এই ফুলের কাজগুলো ভাইটা নিয়ে বিয়ের বেড়ে ওঠে। রাস্তার পাশে বিভিন্ন ধরনের ফুল গাছ লক্ষ্য করা যায় যার মধ্যে এই ফুল গাছটি দেখতে অনেকটা সুন্দর লাগে। আমার কাছে এই ফুলটি অনেকটা সুন্দর লেগেছিল ছবি তুলে বারবার দেখতে লাগছে। তারপরে একবার ছবিটি দেখে গান লাগিয়ে আমি আনন্দে হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর বাড়িতে আসার পরে মনটা আরো বেশ ভালোই লাগলো যে একটা দিন পরে বাড়িতে আসলাম। আসার পরে যে মুক্ত করবে খেয়ে নিতে খেয়ে নিয়েছিলাম। আমার কাছে আজকের দিনটা অনেকটা ভালো কেটেছে বিচার করা পোস্টটি আপনার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।

My best wishes and congratulations to all the users who will visit this post of mine today.


Join Our Community blurt space


1000057252.jpg

my identity

-1_orig.jpeg

My name is Md Akash. I live in Kamarkhali Village of Matmara Union of Khulna Division, Gangni Police Station, Meherpur District, Bangladesh. I grew up in the village since childhood. I am currently a student of class XI. I am currently studying in Gangni Govt Degree College. I like to travel at different times and like to do photography. Ever since I was a child, I have dreamed of becoming a freelancer when I grow up. I have concluded my introduction in brief thanks to all of you.

💞Thank you for visiting my blog💞✨

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!