Friends of my blurt space Community
I'm @akash001 from Bangladesh
Assalamu Alaikum, I hope you are all well, I am also very well with the blessings of God. If you look above, you can see that I have shared a beautiful selfie taken with our phone. Today, I woke up in the morning, freshened up, and was coming outside the house to brush my teeth. Then I saw that the sun had risen, so I was sitting on the side of the road in the sun and brushing my teeth. I liked that moment very much. I hope you like it very much.
আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও সৃষ্টিকর্তার দোয়ায় অনেক ভালো আছি।আপনার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের ফোন তোলা সুন্দর ভাবে একটি সেলফি ছবি শেয়ার করেছি। আজকে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করতে করতে বাড়ির বাইরের দিকে আসছিলাম। তখন দেখলাম রোদ উঠেছে তাই আমি রাস্তার পাশে রোদে বসে বসে ব্রাশ করছিলাম। ওই মুহূর্তটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে।
You can see above that I have shared another picture with you. I woke up and brushed my teeth around 8 am and saw that the sun had risen. The sun is a bit sweet in winter. So I was brushing my teeth sitting on the side of the road and soaking up the sweet sunshine. I brush my teeth almost every day sitting on the side of the road so today too I was brushing my teeth sitting on the side of the road. I liked this day a lot more than usual. This morning was a little different for me. You will also like this picture I shared.
আপনার আবার উপরে লক্ষ্য করে দেখতে পারবেন আমি আপনার মাঝে আরো একটি ছবি শেয়ার করেছি। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আটটার দিকে এসে দেখলাম কিন্তু রোদ উঠেছে। শীতের সময় রোদটা একটু মিষ্টি লাগে। তাই আমি রাস্তার পাশে রোদে বসে বসে ব্রাশ করছিলাম আর মিষ্টির রোদ পোয়াচ্ছিলাম।আমি প্রায় প্রতিদিন রাস্তার পাশে বসে ব্রাশ করি তাই প্রতিদিনের মতো আজকেও আমি রাস্তার পাশে বসে ব্রাশ করছিলাম। প্রতিদিনের থেকে আজকের দিনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আজকের সকালটা আমার কাছে একটু অন্যরকম কেটেছে আপনার কাছেও অনেক ভালো লাগবে আমার এই শেয়ার করা ছবিটি।
If you look again above, you will see that I have shared another picture with you. When I was sitting and brushing my teeth, I took a picture of our road, which you can see above. Our road has been broken for a long time, but it has potential in a few days. So we all wake up in the morning, brush our teeth, sit on the side of this road and chat during the winter. This time is quite good for us. Today has been a very good day for me. I hope you will like the pictures posted today.
আপনারা আবার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনার মাঝে আর একটি ছবি শেয়ার করেছি। আমি যখন ছিলাম আর বসে বসে ব্রাশ করছিলাম তখন আমাদের রাস্তার একটি ছবি তুলেছিলাম যে আপনার উপরে লক্ষ্য করে দেখতে পারবেন। আমাদের রাস্তাটা অনেকদিন যাবত ভাঙ্গা অথচ কিছুদিনের মধ্যেই সম্ভাবনা আছে। আমরা তাই সবাই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করি এই রাস্তার পাশে বসে এবং বসে আড্ডা দেই শীতের সময়। এই সময়টা আমাদের কাছে বেশ ভালোই কাটে। আজকের দিনটা আমার কাছে বেশ ভালো কেটেছে। আশা করি পোস্ট করা ছবিগুলো আজকে আপনাদের কাছে ভালো লাগবে।