Moments of field work and agricultural mechanization

in blurt-188398 •  2 days ago 

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @akash001 from Bangladesh

Assalamu Alaikum I hope you all are well. I am very well by God.
If you look above, you can see that I have shared with you agricultural machinery for farming. This machine is known as part trailer in our region. With it the fish ground is cultivated and the soil is made very rough. If you want to grow vegetables, it is best to use a power tiller. Today I woke up in the morning and went to the field. We had onions planted so I went there. Going here, I see that the onion planting room is not yet completed, so I finished the work of the onion field with the tiller of the mother. Today after a long time I went to the field. After a long time I also worked and it felt good to go to the field after a long time. Hope you will like this agricultural work mechanical picture above.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

IMG_20241021_084356.jpg

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভাল আছেন আমার সৃষ্টিকর্তা ধরে অনেক ভালো আছি।
আপনার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে কৃষিকাজের কৃষি যন্ত্র আপনাদের মাঝে শেয়ার করেছি। এই যন্ত্রটির নাম আমাদের অঞ্চলের পার্ট ট্রিলার নামে পরিচিত। এটি দিয়ে মাছ মাটি চাষ করা হয় এবং মাটি অনেক ঝুরঝুরে করা হয়। সবজি আবাদ করতে হইলে পাওয়ার টিলার দেওয়া চাষ ভালো হয়। আজকে আমি সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম মাঠের উদ্দেশ্যে। আমাদের পেঁয়াজ লাগানো হয়েছিল তাই আমি ওইখানে গিয়েছিলাম। এখানে গিয়ে দেখছি পেঁয়াজ লাগানোর রুমে এখনো সম্পূর্ণ হয়নি তাই আমি মাতার টিলার দিয়ে পিয়াসের জমি সম্পন্ন কাজ শেষ করলাম। আজকে অনেকদিন পর আমি মাঠের দিকে গিয়েছিলাম। অনেকদিন পরে আমি কাজও করেছিলাম বেশ ভালই লাগছিল অনেকদিন পর মাঠে গিয়ে। আপনাদের আশাকরি উপরের এই কৃষি কাজে যান্ত্রিক ছবিটি ভালো লাগবে।

IMG_20241021_094357.jpg

If you look above it, you will see that I have shared another picture with you. What happened was that there was an onion, so I took a picture to share it with you. Seven to eight people were taken to put up our page, five people sat and in another place there were 2 to 3 people, not everyone was photographed together, four to five people were photographed. The front has a great sprinkling of onions. My job today was to sprinkle. It was hard work but it felt good. The fun of working is different from talking to everyone. They were very funny people, they talked to me very smiling and happy, I had a great time today. Today I had a good time with them. I was thinking for a long time that I should plant onions, so my father said to wake up tomorrow morning and have breakfast and leave for the field, so I had some breakfast and left for the field. The field is far from us so I left with a bicycle. It was almost like taking the bicycle and after reaching the field I saw that there were many tasks so Apu told me to complete these tasks. Today is a little difficult for me, but I had a good time. You will like the pictures too.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

তার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি আপনাদের মাঝে আরও একটি ছবি শেয়ার করেছে। যেটা হলো তখন পেঁয়াজ লাগা ছিল একটি ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। সাত থেকে আট জন নিয়েছিল আমাদের পেজ লাগানোর জন্য থেকে পাঁচজন বসেছিল আর অন্য জায়গায় ছিল 2 থেকে 3 জন একসঙ্গে সবার ছবি তোলা হয়নি চার-পাঁচজন নিয়ে ছবি তোলা হয়েছে। সামনের পেঁয়াজের ভীষণ ছিটানো রয়েছে। আজকে আমার কাজ ছিল ছিটানো।এই কাজটা কঠিন ছিল তারপরও অনেক ভালো লাগছিল। সবার সাথে গল্প করতে করতে কাজ করার মজাই আলাদা। তারা অনেক মজার লোক ছিল তারা তারা আমার সাথে খুব হাসি খুশি ভাবে কথা বলছিলাম আমার খুব ভালো লাগছিল আজকে। তিনটা আজকে আমার ভালই কেটেছে তাদের সঙ্গে থেকে।অনেকদিন ধরে ভাবছিলাম যে পেঁয়াজ লাগাতে হবে তাই আব্বু বলল যে কাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে চলে যাও মাঠের উদ্দেশ্যে তাই আমি একটু নাস্তা করে মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এখান থেকে মাঠটা দূরে তাই আমি একটা সাইকেল নিয়ে রওনা দিলাম। সাইকেল নিয়ে যেতে প্রায় লাগছিল আর মাঠে পৌঁছানোর পরে আমি দেখলাম অনেক কাজ ছিল তাই আপু আমাকে বলল এই কাজগুলো কমপ্লিট করতে কমপ্লিট করলাম। আজকে আমার কাছে দিনটা একটু কষ্টের হলেও খুব ভালো কেটেছে ছবিগুলো আপনাদেরও ভালো লাগবে।

My best wishes and congratulations to all the users who will visit this post of mine today.


Join Our Community blurt space


1000057252.jpg

my identity

-1_orig.jpeg

My name is Md Akash. I live in Kamarkhali Village of Matmara Union of Khulna Division, Gangni Police Station, Meherpur District, Bangladesh. I grew up in the village since childhood. I am currently a student of class XI. I am currently studying in Gangni Govt Degree College. I like to travel at different times and like to do photography. Ever since I was a child, I have dreamed of becoming a freelancer when I grow up. I have concluded my introduction in brief thanks to all of you.

💞Thank you for visiting my blog💞✨

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!