Jhal Tela moment.

in blurt-188398 •  2 months ago 

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @akash001 from Bangladesh

IMG_20241111_075947.jpg

Assalamu Alaikum. Hope everyone is well. I am also very much blessed by God's grace. Today I am going to share with you some beautiful moments of Jhal. This morning the local lady woke up and said today in our rice field. So I left without delay to fetch water. I saw that our land has grown very well. So I took a picture when my dad was doing the shielding as you can see above. Hope you like it


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার দয়া অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি ঝাল তোলার কিছু সুন্দর মুহূর্ত। আজকে সকাল লোকাল আপু ঘুম থেকে ডেকে বলল আজকে আমাদের চালের জমিতে। তাই আমি আর বেশি দেরি না করে চলে গেলাম জল তোলার উদ্দেশ্যে। ঝাল তুলতে তুলতে দেখলাম যে আমাদের জমিতে অনেক ভালো ঝাল ধরেছে। তাই যখন আমার আব্বুরা ঝাল তুলছিলি তখন আমি একটি ছবি তুলে রেখেছিলাম জা আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে

IMG_20241111_075941.jpg

If you look above you can see that I have shared another picture with you. When we were picking up a few plants, our pot filled up. It was mildly cold in the morning but after a while we were getting very hot. So we all quickly packed up and left for home. Today was spent on work. I liked it. I hope you like it too.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে আরো একটি ছবি শেয়ার করেছি। আমরা যখন ঝাল তুলছিলাম আমি তখন অল্প কিছু গাছ তুললে আমাদের গামলা ভর্তি হয়ে গিয়েছিল আমি ঝাল নিয়ে আচ্ছিলাম একটা জাইগাই রাখার জন্য আর তখনই আমি এই ছবিটি তুলেছিলাম যা আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন। সকালে হালকা হালকা শীত লাগছিল কিন্তু তার একটু পরেই বলছিল আমাদের অনেক গরমও ধরেছিল। তাই আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি করে ঝাল তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আজকের দিনটা কাজের উপর দিয়ে গেছে পড় আমার কাছে ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

IMG_20241111_110558.jpg

If you look above you can see that I have shared another picture with you. When we were picking up and coming home, everyone took a little rest, finished eating and drinking, and started living. There were weeds and leaves in the brush and had to be done. If those pages were not cleaned, it would have been a little trouble. So we all chose the words with some difficulty. It took us a long time to do this. After the jhalbasa, all the jhals in sacks left home for sale. Hope you like my post.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আপনার উপরে লক্ষ করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে আরও একটি ছবি শেয়ার করেছি। আমরা যখন তুলে বাড়ি আসছিলাম সবাই একটু রেস্ট নিয়ে খাওয়া-দাওয়া শেষ করে বাঁচতে শুরু করেছিল সবাই। ঝালের মধ্যে আগাছা এবং ঝালের ঝাল গাছের পাতা ছিল আর করতে হয়েছিল। ওই পাতাগুলো পরিষ্কার না করলে গেলে একটু ঝামেলা হতো। তাই আমরা একটু কষ্ট করে সবাই মিলে কথাগুলো বেছে ফেলে দিয়েছিলাম। আমাদের এই কাজটি করতে অনেক দেরী লেগেছিল। ঝালবাসার পরে বস্তার মধ্যে সব ঝাল পুরে বেচার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়ে দিল। আশা করি আপনাদের কাছে আমার পোস্টটি ভাল লাগবে।

My best wishes and congratulations to all the users who will visit this post of mine today.


Join Our Community blurt space


1000057252.jpg

my identity

-1_orig.jpeg

My name is Md Akash. I live in Kamarkhali Village of Matmara Union of Khulna Division, Gangni Police Station, Meherpur District, Bangladesh. I grew up in the village since childhood. I am currently a student of class XI. I am currently studying in Gangni Govt Degree College. I like to travel at different times and like to do photography. Ever since I was a child, I have dreamed of becoming a freelancer when I grow up. I have concluded my introduction in brief thanks to all of you.

💞Thank you for visiting my blog💞✨

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  

অন্যের পোস্টে কমেন্ট না করার কারণে ব্লাটটিম থেকে আপনাকে আবারো ব্লাট বুস্টারের বাইরে নিয়ে এসেছে আপনি যদি এখন থেকে প্রতিনিয়ত কমেন্ট করতে থাকেন তাহলে আপনাকে আবারও যুক্ত করে দেয়া হবে। যদি সম্ভব হয় আজকে অন্তত দশজন ইউজার কে কমেন্ট করুন আর প্রতিদিন চার-পাঁচটা করে কমেন্ট করবেন। আর বেশি বেশি ইউজারদেরকে ফলো করুন।

  ·  2 months ago  ·  

প্রতিদিন কমেন্ট করলে ব্লুাট বুস্টারে যোগ হইতে কতদিন লাগতে পারে।

  ·  2 months ago  ·  

প্রতিদিন কমেন্ট করতে থাকুন তাহলে খুব তাড়াতাড়ি যুক্ত করে দেয়া হবে।

  ·  2 months ago  ·  

আজকেরটা আমি সব কম্পলিট করে দিয়েছি। একটু তারাতারি অ্যাড করে দেন। এখন থেকে সব কম্পলিট করব।

  ·  2 months ago  ·  

এই কথা যদি আপনি আগে থেকে করতেন তাহলে আজকে আর আপনাকে রিমুভ করে দিত না।

  ·  2 months ago  ·  

আমি জানতাম না ভাই। এখন কি অ্যাড হইছে।

  ·  2 months ago  ·  

দুই একদিন এভাবে কাজ করতে থাকুন তারপরে এড করে দিব। কেননা আজকে আপনাকে রিমুভ করেছে আজকেই আমি তো আর এড করতে পারছি না। আর আপনার আইডিতে অন্যরা ফলো করেনি তাদের আইডি থেকে আপনাকে ফলো করে নেন। অন্তত দশটা ফলোয়ার নিয়ে আসেন।

  ·  2 months ago  ·  

আপনার কথা মতো আমি সব কাজ গুলো কম্পলিট করেছি। আশা করি অবার আমাকে blurt boster অ্যাড করে দিবেন।

  ·  2 months ago  ·  

Just wondering, do you usually go for really spicy food, or are these chilies more on the milder side?

  ·  2 months ago  ·  

আমাদের কমিউনিটির ইউজারদের জন্য একটা ডিসর্কড় সার্ভার চালু করা হয়েছে। এখানে আপনারা যে কোন প্রশ্ন করতে পারবেন এবং তার সঠিক উত্তর পাবেন। একই সাথে একজন ইউজার আর একজন ইউজারের সাথে সহজে পরিচিত হতে পারবেন এই সার্ভারের মাধ্যমে। তাই আমি মনে করি আপনাদের কাজের মান বৃদ্ধি করার জন্য এই সার্ভারে যুক্ত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় আপনারা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেন যেগুলো সমাধান কোনভাবেই করতে পারেন না, সেই সমস্যা গুলা ও এই সার্ভারের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হবে।

Join discord: https://discord.gg/hdH3GGvD