Kushtia Trip - Part 3.

in blurt-188398 •  22 days ago 

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @akash001 from Bangladesh

LMC_20250109_200101_iPhone 14 pro RTTG Premium.jpg

Assalamu Alaikum I hope you all are well I am also trying to pray Alhamdulillah I am very well. Today I am going to share with you episode number three when I went to Kushtia and one night my friend and then after freshening up and having tea we walked for a while and after a while we had to go and the best biryani available in Kushtia is Kachchi Bhai's and it is the most viral name and biryani is for everyone I have never eaten before so my friend took me he is good at teaching so when me and my friend were sitting together after ordering food then we took a selfie together so if you look at the top you can see it. My friend said that I had come here two or three times before but I live at home and it was very easy to get close to him after studying but since I live at home it became very difficult for me to leave and when I went yesterday my friend took me to many places and this was one of them. When we took the picture, I saw many other people taking the picture here. Look at that, we liked it a lot. I liked this picture a lot. I hope you like it a lot.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও চেষ্টা করতে দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তিন নম্বর পর্ব আমি যখন কুষ্টিয়া ভ্রমণে গিয়েছিলাম আর কোন রাতে আমার বন্ধুর তারপর ফ্রেশ হয়ে চা খাওয়ার পরে আমরা মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম আর হাটাহাটি করার পরে যে যেতে হবে আর কুষ্টিয়ার মধ্যে সবচেয়ে বিরিয়ানি পাওয়া যায় হচ্ছে কাচ্চি ভাইদের আর এটা সবচেয়ে ভাইরাল একটি নাম আর বিরিয়ানি টা সবাই তার জন্য আমি এর আগে কোনদিন খাইনি তাই আমার বন্ধু আমাকে নিয়ে গেল সে কাজ শেখাইতে সুন্দর তাই আমি এবং আমার বন্ধু যখন দুইজন বসে ছিলাম খাবার অর্ডার করার পরে তখন দুজন মিলে একটা সেলফি ছবি ছবি তুলেছিলাম তো আপনার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমার বন্ধু বললো যে আমি এর আগে দুই থেকে তিন বার এসেছিলাম কিন্তু আমি বাড়িতে থাকি আর সে ম্যাচে পড়াশোনা করে কাছ থেকে চাটা খুব সহজে কিন্তু আমি যেহেতু বাড়িতে থাকি আমার কাছ থেকে যাওয়াটা খুব কঠিন হয়ে পড়ে আর কালকে যখন গিয়েছিলাম তখন আমার বন্ধু আমাকে অনেক জায়গা ঘুরিয়েছে তার মধ্যে এটা ছিল যখন আমরা ছবিটি তুলেছিলাম তখন দেখলাম আরো অনেক মানুষ এখানে ছবিটি তুলছিল ওটা দেখো আমাদের অনেক ভালো লাগছিল আমার কাছে এই ছবিটা অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG_20250109_195733.jpg

If you look again above, you can see that I have shared another picture with you. This picture is of me and my friend yesterday when I saw that the people there who serve the customers were neat and tidy. I liked it very much that the restaurant's customers were well dressed and their behavior was also very good. I was very impressed. I was basically in these barbaric restaurants because of which yesterday was my first meal there. The food was also very good. After eating, we sat for about 10 to 15 minutes. My friend and I took some photoshoots and took some photos with you. And I liked it because I had heard a lot of good news about this strange shop. I had heard about their behavior before and yesterday I called them face to face. When we were ordering, they greeted us as sir, which we liked to see. I hope you like the picture above.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আপনার আবার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে আরো একটি ছবি শেয়ার করেছি। এই ছবিটা হল আমি এবং আমার বন্ধু যখন কালকে তখন দেখলাম যে ওইখানকার লোকগুলো যারা কাস্টমারদের থাকে তাদেরকে দেখলাম পরিপাটি সুন্দরভাবে এই বিষয়টা দেখে আমার কাছে অনেকটা ভালো লাগলো যে রেস্টুরেন্টের কাস্টমারদের সার্ভিস দেয় তারা ভালোভাবে ড্রেস এবং তাদের ব্যবহার আচরণও খুব ভালো ছিল অনেক মুগ্ধ হয়েছিলাম আমি মূলত এসব বর্বর রেস্টুরেন্টে যার কারণে গতকাল ছিল আমার প্রথম খাওয়া ওখানে খাবারটাও বেশ ভালই লাগছিল আমরা খাবার করার পরে বসে ছিলাম প্রায় ১০ থেকে ১৫ মিনিট বসে থাকার মাঝে আমি এবং আমার বন্ধু কিছু ফটোশুট করেছিলাম কিছু ফটো আপনাদের মাঝে আমি।আর আমি এই বিরানী দোকানে অনেক ভালো ভালো সংবাদ শুনেছিলাম কারণে এটা ভালো লেগেছিল শুনে আগে খালি শুনেছিলাম তাদের ব্যবহার আচরণ কেমন আর গতকাল আমি তাদের আচরণগুলা সামনাসামনিরে ডেকেছি। অর্ডার করছিলাম তখন তারা আমাদেরকে স্যার বলে সম্বর্ধনা করেছিল যে বিষয়টি দেখতে আমাদের খুব ভালো লেগেছিল। আশা করি উপরের ছবিটা আপনার কাছে ভালো লাগবে।

IMG_20250109_200153.jpg

If you look again above, you can see that I have shared a picture of you in the market. This picture is a picture of the food. Yesterday I went to eat biryani. After ordering, we sat for a long time. Our food came and I was eating this biryani for the first time, which made me feel different. I asked my friend how the food was there. He said that you should try it first and see how it tastes. As promised, I started eating. I saw that the biryani here is very tasty. I had eaten biryani in many places but I have never eaten it like this before. I had heard before that many people come to Kashi to eat and drink, and after visiting it for a while, I understood why many people come from far and wide to this Kashi Bhai. And the quality and taste of their food was different. I liked it very much. I told my friend after eating this food that the food was very good. I have never eaten it before. I said that sometimes I come here and sometimes I will feed you like this food. So, okay, if you come here again, I will eat it again. I hope you will like this picture like the picture above.


|

Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩
|
|-----|

Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আপনার আবার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের বাজারে একটি ছবি শেয়ার করেছি। এই ছবিটা হল খাবারের ছবি ফোন গতকাল বিরিয়ানি খেতে গিয়েছিলাম অর্ডার করার পরে অনেকক্ষণ বসে ছিলাম আমাদের খাবারটি চলে আসলো আর আমি প্রথম এই বিরিয়ানি খাচ্ছিলাম যার কারণে আমার অনুভূতিটা অন্যরকম ছিল আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম যেখানকার খাবার কেমন বলল যে তুই আগে খেয়ে দেখ কেমন লাগে কথামতো যে খেতে শুরু করলাম দেখলাম যে এখানকার বিরিয়ানি অনেক সুস্বাদ তোমাকে অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছিলাম কিন্তু এখানকার মতো সু এর আগে কখনো খাইনি। এর আগে শুনেছিলাম যে কাশিতে নাকি অনেক লোক খাওয়া-দাওয়া করতে আসে আর কত কালকে গিয়ে আমি সেটা বুঝতে পারলাম যে কি কারনে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে এই কাচ্ছি ভাই তে আসে। আর তাদের খাবারের কোয়ালিটি এবং গুলার টেস্ট অন্যরকম ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি আমার বন্ধুকে এই খাবারটি খেয়ে বললাম যে খাবারটি অনেক ভালো হয়েছে আমি এর আগে কোনদিন খাইনি যে মাঝে মাঝে আমার এখানে আসিস এরকম খাবার মাঝে মাঝে তোকে খাওয়াবো বললাম তো আচ্ছা ঠিক আছে এর আবার গেলে আবার খাবো। আশা করি উপরের ছবিটির মতো এই ছবিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

LMC_20250109_201948_iPhone 14 pro RTTG Premium.PORTRAIT.jpg

If you look again above, you can see that I have shared another picture with you. This picture is of a friend of mine when I and my friend went to eat biryani yesterday. Kachchi brothers looked beautiful. My friend told me to take a beautiful picture of him with my phone. So, as he said, I also took a beautiful picture and after taking it, I saw that he looked very beautiful. After taking this picture, I also looked very beautiful to me. We also saw that many people were taking pictures of their bf and the place was also very beautiful. The pictures were very beautiful. There was a lot of lighting, which made the pictures look very good. I took a picture of him. And we took many pictures. The place was beautiful, which is why we and many boys were also taking pictures. After we did a lot of photoshoots, another elder brother came and said, "Brother, we have a little bit of a problem, let's do some photoshoots too." So after shooting some photos, we told them and we took many more photos. We took a lot of photos at that place. I liked the picture very much. I hope you like it.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আপনার আবার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে আর একটি ছবি শেয়ার করেছি। এই ছবিটা হল আমার একটি বন্ধুর আমি আর আমার বন্ধু যখন গতকাল বিরিয়ানি খেতে গিয়েছিলাম কাচ্চি ভাইদের একটা সুন্দর লাগছিল বেশ সুন্দর লাগছিল দেখে আমার বন্ধু আমাকে বলল যে আমার ফোন দিয়ে তার একটি সুন্দরভাবে ছবি তুলে দিতে তাই তার কথামতো আমিও একটি সুন্দরভাবে ছবি তুলে দিলাম আর তুলার পরে দেখলাম যে বেশ সুন্দর লাগছে আর এই ছবিটি তোলার পরে আমিও আমার কাছে অনেকটা সুন্দর লাগছিল। আমরা আরো দেখলাম তো অনেক মানুষ বিএফ ছবি তুলছে আর জায়গাটাও বেশ সুন্দর ছবিগুলো অনেক সুন্দর লাগছিল অনেক লাইট করা আছে যার কারণে ছবিগুলো দেখতে বেশ মানান লাগছিল তার ছবি তুলেছিলাম। আর আমরা অনেকগুলো ছবি তুলেছিলাম জায়গাটায় জায়গাটা দেখতে সুন্দর যার কারণে আমরা এবং অনেক ছেলেও ছবি তুলছিল। আমরা অনেক ফটোশুট করার পরে আরেকটি বড় ভাই এসে বলল যে ভাইয়া তোমাদের হলে আমাদের একটু বইলো আমরাও কিছু ফটোশুট করব তাই কিছু ফটো শুট করার পরে তাদেরকে আমরা বললাম আর অনেকগুলো ফটো শুট করেছিলাম আমরা ওই জায়গায় তার মাঝে তবে আপনাদের মাঝে শেয়ার করেছি ছবিটা আমার কাছে বেশ ভালো লেগেছে আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে।

IMG_20250109_210336.jpg

You can tell me the above goal again, I have shared another picture with you. This picture is a picture of myself when my friend went to Kachchi's house yesterday and had biryani and after eating biryani we shot some photos in the background. I noticed one thing that people were taking their phones in front of me, so I took my phone in front of the mirror like them, which you can see if you look at it. I also saw that many people were taking many types of pictures in front of the mirror, so I didn't take many pictures, I took only one picture which looks quite beautiful to me and my friend and I liked it a lot. We ate and drank, after eating and drinking, we did some photoshoots, after the photoshoot we left for his room. When I came to the room, I was fresh and sat down to write the post for you. Sir, I hope you like the post I shared. If you like it, please let me know in the comment box.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আপনার আবার উপরের লক্ষ্য বলে দিতে পারবেন আমি আপনাদের মাঝে আরেকটি ছবি শেয়ার করেছি। এই ছবিটা হল আমার একটি নিজের ছবি আমার বন্ধু যখন গতকাল কাচ্চি বাড়িতে গিয়ে বিরিয়ানি খেয়েছিলাম আর বিরিয়ানি খাওয়ার পরে আমরা রিসেন্ট এর মাঝে কিছু ফটো শুট করেছিলাম আমি একটি জিনিস খেয়াল করলে দেখলাম যে মানুষ সামনে ফোনটি নিয়ে তাই আমি তাদের মতো করে আয়নার সামনে আমার ফোনটা নিয়ে ছবি তুলেছিলাম যার তার উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আরো দেখলাম অনেক মানুষ আয়নার সামনে নিয়ে অনেক ধরনের ছবি তুলছে তাই আমি বেশি ছবি না তুলে একটি মাত্র ছবি তুলেছিলাম যা আমার কাছে বেশ সুন্দর লাগছে আর আমার কাছে এবং আমার বন্ধুর কাছে অনেক ভালো লেগেছে। আমরা খাওয়া-দাওয়া করলাম খাওয়া-দাওয়া শেষ করে কিছু ফটোশুট করলাম ফটোশুট করার পরে আমরা তার রুম উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রুমে এসে আমি ফ্রেস হয়ে আপনাদের মাঝে পোস্টটি লিখতে বসেছিলাম স্যারকে শেয়ার করা পোস্টটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।

My best wishes and congratulations to all the users who will visit this post of mine today.


Join Our Community blurt space


1000057252.jpg

my identity

-1_orig.jpeg

My name is Md Akash. I live in Kamarkhali Village of Matmara Union of Khulna Division, Gangni Police Station, Meherpur District, Bangladesh. I grew up in the village since childhood. I am currently a student of class XI. I am currently studying in Gangni Govt Degree College. I like to travel at different times and like to do photography. Ever since I was a child, I have dreamed of becoming a freelancer when I grow up. I have concluded my introduction in brief thanks to all of you.

💞Thank you for visiting my blog💞✨

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!