Friends of my blurt space Community
I'm @akash001 from Bangladesh
Assalamu Alaikum I hope you are all well Alhamdulillah I am very well. If you look at the top of your page you can see I have shared a picture with you today I was sitting in the afternoon when my friend called me and said that I told my friend to bring his bike and he will come to my house and we left to keep it We almost always want to eat bara so I am going to eat bara. Apart from many other things, there was a lot to say today so I had a very good day I hope you like this picture.
আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে একটি ছবি শেয়ার করেছি আজকে বিকেলে বসেছিলাম তখন আমার বন্ধু আমাকে কল দিয়ে বলল যে আমার বন্ধুকে আমি বললাম তার বাইক নিয়ে আসতে তার কিছু আমার বাড়ির কাছে চলে আসবে এবং আমরা রাখার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমরা প্রায় মাঝে মাঝেই বড়া খেতে চাই তাই আমি বরা খাওয়ার উদ্দেশ্যে। অনেক অন্য জিনিস ছাড়া আজকে বলাটা অনেক ছিল তাই দিনটা আমার অনেক ভালোই কেটেছিল আশা করি আপনাদের কাছে এই ছবিটা ভালো লাগবে।
You can see above that I have shared another picture with you. This picture is of me and my friend standing on the side of a beautiful road while we were studying and thinking about what that road looked like, so I took this picture. I found the place very beautiful, so my friend and I sometimes go there and sit and chat for a while, and it is a bit crowded and there are not many cars around, so it is very nice to sit there. I hope you like this picture.
আপনারা আবার উপরের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন আমি আপনার মাঝে আরেকটি ছবি শেয়ার করেছি। এই ছবিটা হল আমরা যখন পড়া খেতে ছিলাম তখন আমরা একটি সুন্দর রাস্তার পাশে আমি এবং আমার বন্ধু দাঁড়িয়ে ভাবছিলাম তখন ওই রাস্তা লাগছিল তাই আমি এই ছবিটি তুলেছিলাম। জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে তাই আমি এবং আমার বন্ধু মাঝে মাঝেই যাই ওখানে গিয়ে কিছুক্ষণ বসে আড্ডা দেই এবং মতে কিছুটা ফাঁ লোকজন আসেনা এবং গাড়ি ঘোরাও তত চলে না তাই ওইখানে বসে থাকতে অনেক ভালো লাগে। আশা করি এই ছবিটা আপনাদের কাছে ভালো লাগবে।
Well, if you look up again, you can see that I have also shared another picture with them. This holiday is a picture of a big pond like a river. I can see that the two pictures I shared with you were eating when I saw a big pond on the side of the road. At first, anyone who sees the pond will say that it is a river, but in fact, it is not a river, it is a big pond. The road looks quite beautiful because of that big pond and the place was very famous. At one time, when we were young, we used to go there a lot and before it was very beautiful, many people used to come to see that place. I still chat sometimes. I really enjoyed this afternoon. I hope you like this picture too. If you like it, let me know in the comment box.
আবারো উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমিও তাদের মাঝে আর একটি ছবি শেয়ার করেছি। এই ছুটি হল একটি নদীর মত বড় পুকুরের ছবি। আমি আপনার উপর দিকে লক্ষ্য করে দেখতে পারবেন আমি আপনার মাঝে যে দুটি ছবি শেয়ার করেছি খাইছিলাম তখন রাস্তার পাশে একটি বড় পুকুর পুকুরটি প্রথমে যে কেউ দেখলে নদী বলবে কিন্তু আসলে এটা নদী নয় একটু বড় পুকুর। ওই বড় পুকুরটি জন্য রাস্তাটা বেশ সুন্দর লাগে এবং জায়গাটা অনেক ফেমাস ছিল একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন একটা সময় আমরা অনেক যেতাম ওইখানে এবং আগে অনেক সুন্দর ছিল অনেক লোকজন আসতো ওই জায়গায় দেখতে। এখনো মাঝে মাঝে আমি আড্ডা দি আমার কাছে আজকের বিকালটা বেশ ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও এই ছবি।ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন।
Veerry nicce