Some of the best afternoon moments with friends

in blurt-188398 •  5 days ago 

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @akash001 from Bangladesh

LMC_20241019_161830_iPhone 14 pro RTTG Premium.jpg

Assalamu Alaikum hope you all are well. I am also well, thanks to God. Today I am going to share with you some of the most beautiful afternoon strolls. I have been very busy since morning. I woke up in the morning and finished my breakfast, I had some work at home so I finished the work. It was almost noon to finish the work. So I finished eating and drinking around noon and took a nap. I woke up around four in the afternoon. I asked where he is, he said he is at home. As I went I saw that the sun looked very beautiful so I
Took a picture which I shared with you above. Hope you like it. In the afternoon I went to my friend's house. After which I talked with him for some time. While talking, he said let's go around with a bike. Dhan Kishori went for some time and I said that I have not eaten Bara for a long time so come to Bara Chol. So I came home and took some money and I and my friend went to our house to eat Bara. My friend and I got on the bike and rode around for some time and then left for someone's land. We used to go for a snack sometimes. I've been thinking about going for a long time but I can't go, so today we went.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার দোয়াই ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সুন্দরতম বিকেলে কিছু সময় ঘোরাঘুরি। আজকে সকাল থেকে খুব ব্যস্ত সময় পার করছিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে বাড়িতে একটু কাজ ছিল তাই কাজটা শেষ করলাম। কাজটা শেষ করতে করতে প্রায় দুপুর হয়ে গিয়েছিলাম। তাই দুপুরের দিকে খাওয়া-দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিকেল চারটার দিকে আমি আমার। কোথায় আছে জিজ্ঞাসা করলাম বললো বাড়িতে আছি। আমি যাওয়ার সময় দেখলাম সূর্যটা দেখতে অনেক সুন্দর লাগছিল তাই আমি
একটি ছবি তুলেছি যা উপরে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বিকেলের দিকে আমি আমার বন্ধুর বাড়িতে গেলাম। যার পরে কিছু সময় তার সাথে গল্প করলাম। গল্প করার মধ্যে সে বলল একটু বাইক নিয়ে ঘোরাঘুরি করে আসি। ধান কিশোরী কিছু সময় যেতে আমি বললাম যে অনেকদিন বড়া খাওয়া হয়নি তাই বরাকে আসি চোল।তাই আমি বাড়িতে এসে কিছু টাকা নিয়ে আমি আর আমার বন্ধু চলে গেলাম আমাদের বাড়ি গিয়ে বড়া খাওয়ার উদ্দেশ্যে। বাইকে উঠে আমি আর আমার বন্ধু কিছু সময় ঘোরাঘুরি করলাম তারপরে কারো দেশে চলে গেলাম। আমরা মাঝে মাঝে যেতাম বড়া খাওয়ার জন্য। অনেকদিন ধরে ভাবছি যাব কিন্তু যাওয়া হচ্ছে না তআই আজকে আমরা গিয়েছিলাম।

IMG_20241019_171010.jpg

If you look above you can see that me and my friend Bara Khaar took the picture that I shared with you. After we wandered around for a while, he went there and waited there for about 20-25 minutes. After waiting we went to another place instead of eating there. I went to a place far away and my wife and I ate and talked. I have shared the picture of that beautiful moment with you, I hope you will like it. After reading, we told various stories and chatted for some time. We stayed there till almost evening. It's nice to spend time with friends and we are almost always together. From my house to his house that's me and my friend are always together. So I go to his house every day and chat with him. Earlier we used to go somewhere or the other every day to eat bread. But not since the start of college. Now the college is closed so me and my friend were roaming around for some time. We like it very much. And the weather there was very good so it was very good so it feels very nice to eat with the weather. We had a good time in the afternoon.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আপনার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আর আমার বন্ধু বরা খাওয়ার মধ্যে ছবি তুলেছিলাম যা আপনাদের মধ্যে শেয়ার করেছি। আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি পর সে সেখানে গিয়ে দেখলাম ২০-২৫ মিনিট মতো ওইখানে ওয়েট করলাম। ওয়েট করার পরে ওইখানে না খেয়ে আমরা অন্য জায়গায় চলে গেলাম। কিছুটা দূরে গিয়ে জায়গায় গিয়ে আমি আর আমার বিয়ে করা খাইলাম আর গল্প করলাম। সে সুন্দর মুহূর্তের ছবি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে। পড়া কেটে কেটে আমরা নানান ধরনের গল্প করলাম আড্ডা দিলাম কিছু সময়। আমরা প্রায় সন্ধ্যা পর্যন্ত ওইখানে ছিলাম। বন্ধুর সাথে সময় কাটাতে বেশ ভালই লাগে আর আমরা সব সময় প্রায় একসাথেই থাকি। আমার বাসা থেকে ওর বাসায় এটাই আমি আর আমার বন্ধু সবসময় একসাথেই থাকি। তাই তার বাড়িতে প্রতিদিন এগিয়ে আমি তার সাথে আড্ডা দিয়ে গল্প করি। আমরা এর আগে প্রতিদিনে কোথাও না কোথাও ঘুরতে যেতাম বরড়া খেতে যেতাম। কিন্তু কলেজ শুরু হওয়ার পর থেকে আর হয় না। এখন কলেজ বন্ধ তাই আমি আর আমার বন্ধু কিছুটা সময় ঘুরাঘুরি করছিলাম। আমাদের বেশ ভালই লেগেছে। আর ওইখানকার ওয়েদারটা ছিল অনেক ভালো তাই বেশ ভালো ছিল তাই ওয়েদারের সাথেও খেতে অনেক সুন্দর লাগছে। সময়টা আমাদের ভালোই কেটেছে বিকেলে।

LMC_20241019_171119_iPhone 14 pro RTTG Premium.jpg

Once again I have shared a natural picture with you. I liked it very much. Hope you like it. Where we stopped for refreshments. The place was quite beautiful. a road On one side there was a pond and on the other side there was a garden which looked very beautiful. If there were some cars that were always empty. The place is very beautiful. We stood here for a while and chatted. I saw many more people coming and talking here. And eating the air of nature. There was a pond next to it. The pond looked very beautiful. After we leave, we see some boys bringing Pelera drums. They came with us and sat in a little open space between the trees and we were singing. One is playing the drum and one is listening and all three are singing along to the song. It was nice to hear the song in their voice. They were singing so beautifully. Me and my friend were listening to their music for a while. We felt pretty good. We have been here for a long time and they have been there for a long time. I asked them do you come here every day yes we come here every day and spend some time chatting and singing with friends. It was nice to hear them talk some friends together and chat and swear. The phone hangs up.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

মাথার উপর এদিকে লক্ষ্য করলে দেখতে পাবে না আবারও আমি আপনাদের মাঝে একটি প্রাকৃতিক ছবি শেয়ার করেছি। জা আমার কাছে বেশ ভালো লেগেছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা যেখানে বড়া খাওয়ার জন্য থেমেছিলাম। জায়গাটা ছিল বেশ সুন্দর। একটি একটি রাস্তা। এক পাশে ছিল পুকুর আর আরেক পাশে ছিল বাগান এগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। যদি কিছু গাড়ি যা তাছাড়া সব সময় ফাঁকা থাক ছিল। জায়গাটা অনেক সুন্দর আমরা কিছুক্ষণ এই জায়গায় দাঁড়িয়ে গল্প করলাম আড্ডা দিলাম। দেখলাম আরো অনেক মানুষ আসছে এখানে বসে গল্প করছি। আর প্রকৃতির হাওয়া খাচ্ছি। পাশে পুকুর ছিল পুকুরটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আমরা জাওয়ার পরে দেখছি কিছু ছেলে পেলেরা ঢোল নিয়ে আচ্ছে। তারা আমাদের সাথে এসে একটু ফাঁকা জায়গায় গাছপালার মধ্যে বসে দেখছি গান করছি। একজন ঢোল বাজাচ্ছে এবং একজন কান বসে আর তিনজন মিলে সেই গানের সাথে সাঈদ দিছে। গানটা শুনতেও বেশ ভালো লাগছিল তাদের কন্ঠে।এত সুন্দর করে গান বলছিল তারা। আমি আর আমার বন্ধু কিছুক্ষণ তাদের গান শুনছিলাম। বেশ ভালো লাগছিল আমাদের। আমরা অনেকক্ষণ এখানে ছিলাম তারাও অনেকক্ষণ ওইখানে ছিল। তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা কি এখানে প্রতিদিন আসো হ্যাঁ আমরা এখানে প্রতিদিনই আসি এসে কিছু সময় আড্ডা দিয়ে আর বন্ধুদের সাথে গান বলি। তাদের কথা শুনে বেশ ভালোই লাগলো যে কিছু বন্ধু মিলে একসাথে বসে আড্ডা দেয় আর গালি গাই।ফোনটা কেটে দিয়েছে।

IMG_20241019_171209.jpg

If you look above, you will see that I have shown you another full picture. Well I liked it, hope you like it too. While we were chatting between meals. Then I saw a huge pond next to us. The pond looked like a river. The pond looks very beautiful as it is very big. We asked some of the locals and they said there are people from far away to see this pond. So me and my friend thought to go another day and do some photo shoot there. Friend tells me to go there another day and do a photoshoot. Your friend and I really like to shoot photos so we sometimes go to some places and shoot photos. We love doing photoshoots. I saw from the road that there was a huge pond next to it. I went down a bit and saw that Koti looked much nicer. So I stood there for a while and saw small fishes going around to buy. It was very nice to see. I saw another person walking around with a boat. Beside the pond was a large banyan tree that looked like a banyan tree many years ago. I left my friend on the road and sat for a while. I saw small waves in the pond. They looked very nice. I had a good afternoon today. I came home in the evening and had dinner and shared the photos. Hope you like it.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আপনারা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি আপনাদের মাঝে আবার একটি পুরের ছবি তুলে ধরেছি। আচ্ছা আমার কাছে বেশ ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমরা যখন বড়া খাওয়ার মাঝে মাঝে গল্প করছিলাম। তখন দেখলাম আমাদের পাশে একটি বিশাল বড় একটি পুকুর। পুকুরটি দেখতে একদম নদীর মতো ছিল। পুকুরটি দেখতে অনেক সুন্দর লাগছে তো যেহেতু অনেক বড়। আমরা ওখানকার কয়েকটা লুকিয়ে জিজ্ঞাসা করলাম তারা বলে এই পুকুরটি দেখতে অনেক দূর থেকে লোকজন আছে। তাই আমি আর আমার বন্ধু চিন্তা করলাম অন্য আরেকদিন গিয়ে ওইখানে কিছু ফটোশুট করতে হবে। বন্ধু আমাকে বলছে অন্যদিন ওখানে গিয়ে ফটোশুট করতে হবে। তোমার বন্ধু আর আমি এমনিতে ফটো শুট করতে বেশ পছন্দ করি তাই আমরা মাঝে মাঝে কোন না কোন জায়গায় গিয়ে ফটোশুট করি। ফটোশুট করতে আমাদের বেশ ভালই লাগে। আমি রাস্তা থেকে দেখলাম যে পাশে একটি বিশাল বড় পুকুর। আমি কিছুটা নিচে নেমে গিয়ে দেখলাম যে কোটি দেইখা আরো অনেক সুন্দর লাগছে। তাই আমি কিছুক্ষণ ওইখানে দাঁড়িয়ে দেখলাম ছোট ছোট মাছ কিনতে কিলবিল করে বেড়াচ্ছে। দেখতে অনেক ভালো লাগছিল। আরেকজন দেখলাম নৌকা নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। পুকুরের পাশে ছিল একটি বড় বটগাছটি দেখে মনে হল অনেক বছর আগে বটগাছ। আমি আমার বন্ধুকে রাস্তার উপর রেখে আমি কিছুক্ষণ বসে থাকলাম। পুকুরে দেখলাম ছোট ছোট ঢেউ বসে। এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল।আমার কাছে আজকের বিকেলটা বেশ ভালোই কেটেছে। সন্ধ্যার দিকে বাড়িতে এসে রাতের খাওয়া দাওয়া করে ফটোগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

My best wishes and congratulations to all the users who will visit this post of mine today.


Join Our Community blurt space


1000057252.jpg

my identity

-1_orig.jpeg

My name is Md Akash. I live in Kamarkhali Village of Matmara Union of Khulna Division, Gangni Police Station, Meherpur District, Bangladesh. I grew up in the village since childhood. I am currently a student of class XI. I am currently studying in Gangni Govt Degree College. I like to travel at different times and like to do photography. Ever since I was a child, I have dreamed of becoming a freelancer when I grow up. I have concluded my introduction in brief thanks to all of you.

💞Thank you for visiting my blog💞✨

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!