Friends of my blurt space Community
I'm @akash001 from Bangladesh
Assalamu Alaikum I hope you are all well, I am also very well, Alhamdulillah. Today I am going to share with you some beautiful moments of the afternoon. If you look at this, you will see that I have shared a picture of a school with you. When I went to my friend's house for a walk in the afternoon, he went home for some work and I was standing on the road and on the side of the road there is a primary school and you can see that cricket is being played on the primary school field. I was standing and enjoying their game. Until my friend came, I was enjoying their game. I saw on a site that it was a game night or badminton was played. It was very good to hear that the school is a little small but it looks very big and beautiful, a little less grass. I am beautiful. There is a beautiful mosque in front of it, which makes the environment of this school even more beautiful. I was standing for a long time, so I called my friend and asked him to come quickly, after a while he left and we left for a walk. I hope you like the picture above.
আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও সৃষ্টিকর্তায় দায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বিকালের কিছু সুন্দর মুহূর্ত। আপনার উপর এদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনার মাঝে একটি স্কুল এর ছবি শেয়ার করেছি। আমি যখন বিকালে হাটাহাটির জন্য আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম তখন একটু কাজের জন্য বাড়িতে গিয়েছিল এবং আমি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম আর রাস্তার পাশেই প্রাইমারি স্কুল আর দেখতে পারবেন যে প্রাইমারি স্কুলের ফিল্ডে ক্রিকেট খেলছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খেলা উপভোগ করছিলাম। আমার বন্ধু যতক্ষণ আসছিল না ততক্ষণ আমি তাদের খেলা উপভোগ করছিলাম একটি সাইটে দেখলাম যে এটি কোন খেলার রাতে নাকি ব্যাডমিন্ট খেলা হয় এটা শুনে বেশ ভালোই লাগলো স্কুলটি একটু ছোট হলেও দেখতে অনেকটাই বেশ বড় দেখতে ভালই সুন্দর আছে, একটু ঘাস কম আমি সুন্দর সামনে আছে একটি সুন্দর মসজিদ যার কারণে এই স্কুলটির পরিবেশটি আরো অনেক বেশি সুন্দর লাগে। অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে ছিলাম তাই আমার বন্ধুকে আমি কল দিয়ে বললাম যেন সে তাড়াতাড়ি আসে কিছুক্ষণ পরে সে চলে আসে এবং আমরা হাঁটাহাঁটি করার জন্য রওনা দিয়েছিলাম। আশাকরি উপরে ছবিটা আপনার কাছে ভালো লাগবে।
If you look again above, you can see that I have shared another picture with you. When I was calling him to come quickly, he came quickly, then we went to a road for a walk. When we went there, we saw that the previous road was there, which is why they are building a new road. You can see in this picture that soil was placed on both sides and small bricks were placed on the side of the road, and because of the heavy objects, the road was a little bit crushed, which is why I saw that the road was working. We went for a walk after a long time and I couldn't see properly while going. After a long time, we could see the road well because we were coming. We felt very good seeing it. It was very good to think that the road in the village will be done well. The work on this road has started for a few days. It is hoped that it will be completed in a few days and it will look as beautiful as before. We are also sitting in that hope that when the road will be fixed, I hope that you will like this picture very much like the picture above.
আপনার আবার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে আর একটি ছবি শেয়ার করেছি। আমি যখন কল দিয়ে বলছিলাম সে যেন তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি আসলো তখন হাটাহাটির জন্য একটি রাস্তার দিকে গিয়েছিলাম আমরা যেখানে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে আগের রাস্তাটি ছিল যার কারণে নতুনভাবে রাস্তাটি তৈরি করছেন বললে দেখতে পারবেন এই ছবিটিতে দুইপাশে মাটি দেওয়া আর পাশে ইট দিয়ে গাধা বাচ্চাদের উপরে ইটের ছোট টু গ্রাম দেওয়া আর ওইটা দিয়ে ভারী জিনিস দিয়ে দেওয়াতে রাস্তাটি টুকরা ইট গুলো একটু চেপে গিয়েছে যার কারণে দেখতে সময়ও দেখলাম যে রাস্তাটি কাজ। আমরা অনেকদিন পর হাটাহাটি করতে গিয়েছিলাম আর যাওয়াতে কি ঠিকভাবে দেখতে পারছিলাম না অনেকদিন পর যা আসছি বলে আমরা রাস্তাটি ভালোভাবে দেখতে পারছিলাম দেখে আমাদের বেশ ভালই লাগছিল গ্রামের রাস্তাটি ভালোভাবে হয়ে যাবে ভাবতে খুব ভালো লাগছিল। কিছুদিন ধরে এই রাস্তাটির কাজ শুরু হয়েছিল মধ্যেই কাজ অনেকটা এগিয়ে গেছে আশা করা যায় কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং আগের মতো দেখতে সুন্দর লাগবে আমরাও ওই আশাতেই বসে আছি যে কবে রাস্তাটি ঠিক করবে আশা করি উপরের ছবিটির মতো এই ছবিটা আপনার কাছে অনেক ভালো লাগবে।
If you look at this, you can see that I have shared another picture with you. This picture is a picture of a bike, the name of this bike is Honda CD80. The bike is red in color and the bike is a little small and I noticed that the bike is a very old car. When we went to Raghati in the afternoon, when we were leaving for home, I saw that the person on the bike had a Honda CD. I told those guys that a friend saw one and he liked it very much and said that he sat on that bike and asked me to take a picture of it, so I took a picture of it beautifully. We don't buy these bikes easily here. We were looking at this book after a long time. My friend was sitting on that bike and taking pictures. We liked it very much and the bike looked very beautiful, even though it was an old car, it looked a little shiny. The bike is kept as clean as possible. It looked like before. My friends and I laughed a lot after seeing the bike. We had a great time and enjoyed it very much. We also liked it a lot, which is why I took a picture. I hope you like this picture among the pictures above.
আপনার উপর এদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে আরেকটি ছবি শেয়ার করেছি। এই ছবিটা হল একটি বাইকের ছবি এই বাইকটির নাম হল Honda CD80।বাইকটি দেখতে লাল কালারের আর বাইকটি একটু ছোট এবং খেয়াল করে দেখলাম যে বাইকটি অনেক পুরনো গাড়ি। আমরা যখন বিকেলে রাঘাটি করতে গিয়েছিলাম ওই রাস্তার দিকে করার যখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন দেখলাম যে বাইক রাস্তায় ওই ব্যক্তির ছিল হণ্ডা সিডি আমি ওই ছেলেদের বললাম কথা একটি বন্ধু একটি দেখে তার খুব পছন্দ হলেও বলে সেই বাইকের উপর বসে বলল তার ছবি তুলে দিতে তাই আমি সুন্দরভাবে তার একটি ছবি তুলে দিয়েছিলাম । আমাদের এইদিকে এসব বাইক সহজে চায়না আমরা এই বইটা অনেকদিন পরে দেখছিলাম আমার বন্ধু ওই বাইকের উপর বসে ছবি তুলছিল আমাদের বেশ ভালো লাগছিল এবং বাইকটি দেখতে বেশ সুন্দরী ছিল পুরনো গাড়ি হলেও দেখতে একটু চকচকে লাগছিল। বাইকটি যত সম্ভব খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। আগের মতই লাগছিল । বাইকটা দেখে আমি এবং আমার বন্ধুরা অনেক ইয়ার্কি হাসি ঠাট্টা করেছিলাম আমাদের সময়টা বেশ ভালো কেটেছিল এবং বেশ ভালো লেগেছে এটাও আমাদের কাছে অনেক ভালো লেগেছিল যার কারণে আমি একটি ছবি তুলে রেখেছিলাম আশা করি উপরে ছবিগুলোর মধ্যে এই ছবিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
If you look above, you can see that I have shared another picture with you. This picture is when it was evening and the sun was setting and I noticed that the sun was setting at that time. I took a picture. You can see it if you look at the top of the roof. When my friends and I went to Phati to come home, I was restless. WhatsApp was sinking. I took out the picture and took a beautiful picture to share. It is nice to see when the sun sets. My friends were not paying attention at first. I called them and now the sun is setting. We often went for a walk and for a few days due to some problems, we could not go for a walk. I went for a walk because of which I felt very good. Yesterday afternoon was quite beautiful. It was almost evening until I came home. After coming home, I had dinner. I hope you will like the post shared today. If you like it, please comment.
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে আর একটি ছবি শেয়ার করেছি। এই ছবিটি হল যখন সন্ধ্যা হয়ে নাম ছিল সূর্যটি অস্ত যাওয়ার সময় খেয়াল করে দেখলাম যে সূর্য ডুবছে ওই সময় আমি একটি ছবি তুলে রেখেছিলাম ছাদ্দার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি এবং আমার বন্ধুরা যখন ফাটি করতে গিয়েছিলাম বাড়িতে আসার ওকে আমি অস্থির আসছে হোয়াটসঅ্যাপ ডুবে যাচ্ছে এখনটি বের করে সুন্দরভাবে একটি ছবি তুলেছিলাম শেয়ার করব বলে। যখন সূর্য অস্ত যায় তখন দেখতে ভালো লাগে বন্ধুরা আমার বন্ধুরা প্রথমে খেয়াল করছিল না আমি তাদেরকে ডেকে এখন সূর্য অস্ত যাচ্ছে ওই দেখতে উপভোগ করতে লাগলো। আমরা প্রায়ই হাটাহাটি করতে যেতাম আর কয়দিন একটু সমস্যার কারণে আমরা হাঁটাহাঁটি করতে যেতে পারি নাই হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম যার কারণে মনটা বেশ ভালো লাগছিল কালকে বিকালটা বেশ সুন্দর লেগেছে। বাড়ি আসা পর্যন্ত প্রায় আর সন্ধ্যা আরে বাড়িতে এসে আমি রাতের খাবার খেয়ে আপনাদের মাঝে পোস্টটি আশা করি আজকের শেয়ার করা পোস্টে আপনাদের কাছে অনেক ভালো থাকবে। ভালো লাগলে বসে কমেন্ট করছে জানাবেন।