Friends of my blurt space Community
I'm @akash001 from Bangladesh
Assalamu Alaikum I hope you are all well, I am also doing well in creation, Alhamdulillah. Today I am going to share with you some beautiful moments of chatting with friends. Today I woke up in the morning, freshened up, slept for some time in the afternoon, woke up and called my friend and said that he came with his bike to chat. We three friends went to a small park and chatted for a while. My friend asked me to take a picture of your sister-in-law, so I took a picture beautifully as he said. My friend liked the picture I took. I hope you like it.
আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও সৃষ্টি করতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কিছু সুন্দর মুহূর্ত। আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুপুরবেলায় কিছু সময় ঘুমিয়ে ঘুম থেকে উঠে আমি আমার বন্ধুকে কল দিয়ে বললাম আড্ডা দেওয়ার জন্য সে তার বাইক নিয়ে চলে আসলো আমরা তিন বন্ধু মিলে চলে গিয়েছিলাম একটি ছোট্ট পার্কে এগিয়ে সময় আড্ডা দিয়েছিলাম আমার বন্ধু বলল তার তোর ভাবি ছবি তুলে দিতে তাই আমি তার কথামতো সুন্দরভাবে একটি ছবি তুলে দিলাম আমার বন্ধুর কাছে আমার তোলা ছবিটা অনেক সুন্দর লেগেছে আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে।
If you look at me, you can see that I have shared some more pictures with you. When we three friends were chatting together, another friend asked me to send him one, so I took my phone and sent him a beautiful picture, which you can see above. The place where we were sitting was very beautiful, where my friend was sitting and taking pictures, it was very beautiful and the pictures were coming out very beautifully while sitting on the swing. We sat there and chatted for a long time. My friend liked the pictures I took, I hope you will like them.
আপনারা আমার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে আরও একটু ছবি শেয়ার করেছি। আমরা যখন তিন বন্ধু একসাথে মিলে আড্ডা দিয়েছিলাম তখন আরেকটি বন্ধু বলল তার তুলে দিতে তাই আমি আমার ফোন দিয়ে তাকে একটি সুন্দর ছবি তুলে দিয়ে এলাম যার তার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমরা যেখানে বসেছিলাম সেই জায়গাটা অনেক সুন্দর ছিল যেখানে বসে আমার বন্ধু ছবি তুলছিল বসে অনেক সুন্দর ছিল এবং দোলনায় বসে ছবিগুলো অনেক সুন্দর আসছিল। আমরা অনেকক্ষণ সেখানে বসে আড্ডা দিয়েছিলাম। আমার তোলা ছবি আমার এই বন্ধুর অনেক পছন্দ হয়েছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
If you look again above, you can see that I have shared another picture with you. When we three friends were sitting together and chatting, we ordered tea. We ordered it at the time of Asa and he gave it to us while we were sitting together and chatting. I have a lot of tea made by them. We sometimes have their tea in the park. In some jobs, people come from far away and there are also beautiful places to have tea and chat together. When we were sitting together and having tea, I took a little picture to share. Today was a very good day for me. I hope you like the picture above.
আপনারা আবার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে আরও একটি ছবি শেয়ার করেছি। আমরা যখন তিন বন্ধু একসাথে বসে আড্ডা দিয়েছিলাম তখন আমরা চা অর্ডার করেছিলাম। আমরা আশার সময়ে অর্ডার করে এসেছিলাম কোন একসাথে বসে আড্ডা দিয়েছিলাম তিনি দিয়ে দিল। তাদের বানানো চাও আমার আমাদের কাছে অনেক। আমরা মাঝে মাঝেই পার্কে ওনার চা খেতে। কোন চাকরিতে আরো অনেক দূর থেকে মানুষ আসে সুন্দর জায়গাও আছে একসাথে চা খায় এবং আড্ডা দেয় । আমরা যখন একসাথে বসে চা খাচ্ছিলাম তখন আমি একটু ছবি তুলে রেখেছিলাম শেয়ার করব বলে। আজকের দিনটা আমার কাছে বেশ ভালোই কেটেছে। আশা করি উপরে ছবিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
If you look again above, you can see that I have shared another picture with you. When my friends were taking pictures, I asked them to take a picture of me beautifully. When they were asking for their pictures, I asked them to take a picture of me, so they took a picture of me with my phone. I liked the picture very much, my friend liked it very much. And today I had a very good day. If you like my post today, please let me know in the comment box.
আপনারা আবার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে আরও একটি ছবি শেয়ার করেছি। আমার বন্ধুরা যখন ছবি তুলছিল তাদেরকে বললাম একটি সুন্দরভাবে আমার একটি ছবি তুলে দিতে। ওরা যখন ওদের ছবি দিতে বলছিল তাদেরকে বলছিলাম আমার একটি ছবি তুলে দিতে তাই সে আমার ফোন দিয়ে আমার একটি ছবি তুলে দিয়েছিল। ছবিটি আমার কাছে বেশ ভালো লেগেছে আমার বন্ধুর কাছে অনেক ভালো লেগেছে। আর আজকের দিনটা আমার কাছে অনেক ভালোই কেটেছে আমার আজকের পোস্টটি আপনার কাছে বেশ ভালো লাগবে বসে কমেন্ট বক্সে জানাবেন।