Friends of my blurt space Community
I'm @akash001 from Bangladesh
Assalamu Alaikum I hope you are all well, I am also very well, Alhamdulillah, by the grace of God. Today I am going to share with you some beautiful moments of cleaning the bike. If you look at the top, you can see that I have shared a picture of the motorcycle with you. This bike is my friend's bike. Today, he was cleaning the bike well. He was cleaning everything with water. Then I took a picture while talking to him, which you can see if you look at the top. I hope you like this picture.
আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও সৃষ্টিকর্তার দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বাইক পরিষ্কার করার কিছু সুন্দর মুহূর্ত। আপনার ওপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনার মাঝে মোটরসাইকেলের ছবি শেয়ার করেছি। এই বাইকটি হলো আমার বন্ধুর বাইক তখন আজকে বাইকটি পরিষ্কার করছিল বাইকটি ভালো করে। পানি দিয়ে সব পরিষ্কার করছিল তখন আমি আর সাথে গল্প করতে করতে একটি ছবি তুলেছিলাম যে আপনার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন করি এই ছবিটা আপনার কাছে ভালো লাগবে।
If you look at me above, you can see that I have shared another picture with you. This picture is of my friend cleaning every corner and using the wheel cloth, I took a picture that you can see if you look at the picture above. While my friend was doing this, I sat with him and talked for a while. We talked a lot, which was very nice to hear. He bought this bike as a hobby and took great care of it. I really liked it. I hope you will like this picture.
আপনারা আমার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে আরো একটি ছবি শেয়ার করেছি। এই ছবিটা হল আমার বন্ধু যখন কানায় কোনায় সব জায়গায় যখন একটি পরিষ্কার করছিল এবং হুইল এর কাপড় দিয়ে যখন সে ভালোভাবে ময়লা গুলো পরিষ্কার করছিল থেকে একটি ছবি তুলেছিলাম যে আপনার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমার বন্ধু তখন করছিল তখন বসেছিলাম তার সাথে কিছুক্ষণ গল্প করছিলাম অনেক কথা বলেছিলাম যে কথাগুলো শুনতে বেশ ভালই লাগছিল। তার খুব শখের এই বাইকটা শখ করে এই বাইকটা কিনেছিল চেয়ে অনেক যত্ন করে দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে আশা করি এই ছবিটা আপনার কাছে অনেক ভালো লাগবে।
If you look above again, you can see that I have shared another picture in the market. This picture is of my friend cleaning his bike when he finished cleaning it, he started the motor for a while, he started the bike with water to wipe everything off, so I took this picture at that time, you can see if you look above. I saw that he was cleaning his bike with water and water, after washing the bike with water, he wrote for a while when the water dried, then he wiped the water with a dry cloth, after a while he sprayed the car with a sprayer, the bike looked much better. I had a good day today, I hope you like it, definitely comment today.
আপনার আবার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অতএব বাজারে আরেকটি ছবি শেয়ার করেছি। এই ছবিটি হল আমার বন্ধু বাইক পরিষ্কার করতে করতে যখন তার পরিষ্কার করা শেষ হয়ে গিয়েছিল খেয়েছি যে কিছুক্ষণ সে মোটরটা স্টার্ট করতে গেল বাইকে পানি দিয়ে সব মুছে ফেলার জন্য তাই স্টার্ট দিয়ে আসছিল তা তো ওই সময় আমি এই ছবিটি তুলেছিলাম যে আপনার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি দেখলাম যে সে করে তার বাইটি এবং পানি দিয়ে পরিষ্কার করছেন বাইকটির পানি দিয়ে ধোয়ার পরে কিছুক্ষণ লিখে দিয়ে যখন পানি গুলো শুকিয়েছিল তারপরে সে একটি শুকনা কাপড় দিয়ে ওই পানি গুলো মুছে দিয়েছিল মোশার পরে তার কিছুক্ষণ পরে স্প্রে দিয়ে গাড়িটি আরো পরে বাইটি দেখতে আরো অনেক সুন্দর লাগছিল আমার কাছে আজকের দিনটা ভালই কেটেছে আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে অবশ্যই আজকে কমেন্ট করে জানাবেন।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.