Friends of my blurt space Community
I'm @akash001 from Bangladesh
Assalamu Alaikum everyone, you are all well, we are very well, God bless you. Today I am sharing with you some beautiful moments spent with friends. If you look at them, you can see that I have shared an artist's picture among them. This picture is of me and I sitting down when I took this picture. This morning I woke up and freshened up and had nothing to do, which is why I was sitting down, so my friend called me and said that I should go to his house, so after I went, Mashallah, he sat there and chatted for a while. After that, it was very cold, so we went to the field and sat in the sun. It is very nice to sunbathe in the sun and in winter, we all got the sun together and in my heart I took this picture that you can see if you look at it above. I really liked this selfie picture, I hope you will like it.
আসসালামু আলাইকুম সকলে আপনারা সকলে ভালো আছেন আমরা সৃষ্টিকর্তা দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনার মাঝে শেয়ার করতেছি বন্ধুদের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। ওদের উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি ওদের মাঝে শিল্পী ছবি শেয়ার করেছি। এই ছবিটা হল আমি এবং আমার বসে ছিলাম তখন এই ছবিটি তুলেছিলাম। আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কোন কাজ ছিল না যার কারণে বসেই ছিলাম তাই আমার বন্ধু আমাকে কল দিয়ে বলল যে তার বাড়িতে যেতে তাই আমি যাওয়ার পরে মাশাল্লাহ সে ওখানে বসে কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম আমরা তারপরেই খুব শীত লাগছিল কারণে মাঠের মধ্যে গিয়ে রোদে বসছিলাম রোদ আর শীতের সময় রোদ পোয়াতে অনেক ভালো লাগে আমরা সবাই মিলে রোদ পেয়েছিলাম আর মনের মাঝে আমি এই ছবিটি তুলেছিলাম যে আপনার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমার কাছে এই সেলফি ছবিটা অনেক ভালো লেগেছে আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে।
You can look at the top again, I have shared another picture with you. This picture is a group photo. When my friend and I were sitting and talking in the sun, we were doing something and we took a phone together in a frame, which you can see if you look at the top of it. We used to take pictures together, so today we also took a group photo and the photo was taken by our younger brother. While doing a photoshoot, I asked him to take the photo, so he took our phone and took a group photo of us beautifully. After opening it, we looked at the photo. It looked very beautiful to us. You will like it very much.
আপনার আবার উপরে লক্ষ্য করে দিতে পারবেন আমি আপনাদের মাঝে আরো একটি ছবি শেয়ার করেছি। এই ছবিটি হল একটি গ্রুপ ফটো। আমি এবং আমার বন্ধুরে যখন বসে রোদ বলছিলাম তখন আমরা কিছু করতে করতে দুই এক সাথে মিলে এক ফ্রেমে একটি ফোন তুলেছিলাম যার তার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমরা হই তখন আমরা একসাথে ছবি তুলি, তাই আজকেও আমরা একটি গ্রুপ ফটো তুলেছিলাম আর ছবিটা তুলে দিয়েছিল ছোট ভাই ফটোশুট করতে করতে তাকে বললাম যে ফটো তুলে দিতে তাই সে আমাদের ফোন নিয়ে সুন্দর ভাবে আমাদের একটি গ্রুপ ফটো তুলে দিল খোলার পরে আমরা ফটোটা দেখলাম দেখতে আমাদের কাছে বেশ সুন্দর লাগছিল আপনার কাছে অনেক ভালো লাগবে।
If you look above again, you can see that I have shared another picture with you. This picture is a picture of a flower, the name of the book is mustard flower. If I say it wrong, it will be wrong, then mustard is the flower of the field. And in winter, oil is extracted from mustard, which we use for eating, drinking, applying to the body, etc. When my friends and I were shooting a photo shoot, Tisha Hit was sitting in a field right next to where we were sitting, and I was taking some photos in it, so you can see that I am looking at one above you. This mustard is very popular in your region and in our area too, which is why many people fix this mustard again. And when the new flower comes, it looks very beautiful, the yellow yellow flower looks beautiful. And since the flower looks beautiful, I have taken the picture and now I will share it with you, we liked it very much, I hope you like it very much.
আপনার আবার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে আর একটি ছবি শেয়ার করেছি। এই ছবিটি হল একটি ফুলের ছবি বইটির নাম হল সরিষা ফুল। এটা ভুল বললে ভুল হবে তাহলে সরিষা ক্ষেতের ফুল। আর শীতের মধ্যে হয়ে থাকে সরিষা দিয়ে তেল বের করা হয় যে তেল আমরা খাওয়া দাওয়া গায়ে মাখা ইত্যাদি কাজে ব্যবহার করে থাকি। আমি এবং আমার বন্ধুরা যখন ফটো শুট করেছিলাম একটি মাঠের মধ্যে বসে আমরা যেখানে বসেছিলাম ঠিক তার পাশেই তিশ া হিট কিছু ফটো তার মধ্যে ছবি তুলছিল তখন আমি একটি আপনার ওপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। এই সরিষা খেয়ে তোমাদের অঞ্চলে অনেকটা আর আমাদের এইদিকেও সরিষাকে বেশ যার কারণে অনেক মানুষ এই সরিষাকে আবার ঠিক করে থাকে। আর যখন নতুন ফুল আসে তখন বেশ সুন্দর লাগে হলুদ হলুদ ফুল সুন্দর লাগে। আর ফুলটি সুন্দর লাগে বলে এখন ছবিটা আমি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে আমাদের কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
If you look again above, you can see that I have shared another picture with you. This picture is a picture of myself. When we were doing a photoshoot of milking, I asked my friend to take a nice picture of me, so he took a nice picture of me with his phone, which you can see if you look above. We did many more photoshoots, I took many photos, and I have posted this one. We did it almost every day, so today too, because we and our friends were together, the photoshoot was very good and it looked very beautiful. The weather was also very beautiful, which is why the photos came out very beautiful. I had a good day today, I had a great time with my friends, so I had a good time. I hope you like my post today. If you like it, please let me know in the comment box.
আপনার আবার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে আরো একটি ছবি সেয়ার করেছি। এই ছবিটা হল আমার নিজেরই একটা ছবি। আমরা যখন দুধ দাপানোর ফটোশুট করছিলাম আমার বন্ধুকে বললাম আমাকে একটি সুন্দরভাবে ছবি তুলে দিতে তাই সে তার ফোন দিয়ে সুন্দরভাবে আমার একটি ছবি তুলে দিয়েছিল যা আপনার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন।আমরা আরো অনেক ফটোশুট করেছিলাম আমি অনেক ফটো তুলেছিলাম তার মধ্যে এর মাঝে তুলে ধরেছি। আমরা প্রায় প্রতিদিন কমবেশি এ কারণে আজকেও করেছিলাম আমরা আর আজকে বন্ধুরা একসাথে হয়েছিলাম বলেই অনেক ভালোভাবে ফটোশুট করা গিয়েছিল আর অনেক সুন্দর লাগছিল ওয়েদারটাও বেশ সুন্দর ছিল যার কারণে ফটোগুলো অনেক সুন্দর এসেছিল। আজকের দিনটা আমার কাছে বেশ ভালো লেগেছে আজব বন্ধুদের সাথে খুব ভালোই কাটে তাই ভালো কেটেছে আশা করি আপনাদের তাতে আজকের আমার পোস্টটি ভাল লাগবে ভাল লাগলে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন।
Thank you very much for such a wonderful post.