Friends of my blurt space Community
I'm @akash001 from Bangladesh
Assalamu Alaikum, I hope you are all well, Alhamdulillah, I am very well. Today I am going to share with you some beautiful moments while sitting at the printer shop in the market. Today I woke up in the morning, freshened up, finished breakfast, did some work at home, completed the work, and left for private in the morning. After finishing my private studies, I had a job at a computer shop, a printer shop, and my friend and I went there. He was doing his work and I was taking a selfie, so if you look at it, you can see it. I liked this selfie a lot, I hope you like it a lot.
আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি বাজারে প্রিন্টারের দোকানে বসে থাকার মাঝে কিছু সুন্দর মুহূর্ত। আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে বাড়িতে একটু কাজ ছিল কাজগুলো কমপ্লিট করে ভোর বেলায় প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রাইভেট পড়া শেষ করে একটা কম্পিউটার দোকানে প্রিন্টারের দোকানে কাজ ছিল আমি এবং আমার বন্ধু ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে সে তার কাজ করছিল আর আমি এদিকে সেলফি তুলে ছিলাম তো আপনার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমার কাছে এই সেলফিটা অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
You can see above that I have shared another picture. My friend was working in a printer shop when I took this picture that you can see above. After a few days, a mahfil was held in my friend's area, so he went to that shop to make banners. I was in that shop for a long time and my friends and another person was doing that work for some time. If you look above that you can see that he was printing and we were sitting and talking. I had a pretty good day today, I hope you like that picture too.
আপনার উপরের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন আমি আরেকটি ছবি শেয়ার করেছি। আমার বন্ধু তখন প্রিন্টারে দোকানে কাজ করছিল তখন এই ছবিটা তুলেছিলাম যে আপনার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমার বন্ধুর এলাকায় কিছুদিন পর মাহফিল তাই ব্যানার করার জন্য ওই দোকানে গিয়েছিল।আমার অনেকক্ষণ ওই দোকানে ছিলাম আমি এবং আমার বন্ধুরা কিছু সময় আরেকজন সেই কাজ করছিল। আপনার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রিন্ট করছিল এবং আমরা বসে বসে গল্প করছিলাম। আমার কাছে আজকের দিনটা বেশ ভালো কেটেছে আশা করি আপনার কাছে ওই ছবিটাও ভালো লাগবে।
You can see it above again, I have shared another picture with you. When my friend and I were talking, I saw a boy sitting and playing the Free Fire game, so I took this picture, which you can see if you look at it above. At one time, we also played the game, now I don't like it that much, but now there are many people. While we were talking, we watched the game for a while, he was playing well and I liked watching his game. I also liked his game. I hope you like my post today. If you like it, please let me know in the comment box.
আপনারা আবার উপরে লক্ষ্য করে দেখতে পারবেন আমি আপনার কাছে আর একটি ছবি শেয়ার করেছি। আমি এবং আমার বন্ধু যখন গল্প করছিলাম তখন দেখলাম একটি ছেলে বসে বসে ফ্রি ফায়ার গেম খেলছে তখন আমি এই ছবিটি তুলেছিলাম যা আপনার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন। একটা সময় আমরাও গেম খেলতাম এখন আর খেলিনা তেমন ভালো লাগেনা কিন্তু এখন অনেক মানুষও আছে। আমরা গল্প করতে করতে কিছুক্ষণ আর খেলা দেখছিলাম ভালোই খেলছিল সে এবং তার খেলা দেখতে বেশ ভালো লাগছিল। তার খেলা আমার কাছেও বেশ ভালো লেগেছে আশা করি আজকে আমার এই পোস্টটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।