Friends of my blurt space Community
I'm @akash001 from Bangladesh
Assalamu Alaikum Ashra everyone is fine, Alhamdulillah, I am very well. Today I want to share with you some beautiful moments of going to work in the morning. If you look at the top, you can see that I have shared with you a beautiful selfie picture of myself taken on my phone. Today I woke up in the morning and left for them and when I was suddenly going, I took this picture while going, which you can see by looking at the top. I posted that I have a lot of pressure from tobacco work every day. I woke up tomorrow morning to freshen up and go to work and today when I went, I took this picture. And today it was very cold unlike other days, so today I also felt very cold, which is why I took the picture like this. After taking the picture, I saw that it looked very good. It will be very good.
আসসালামু আলাইকুম আশরা সকলে ভালো আছেন আমার সৃষ্টিকর্তার দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি সকালে কাজে যাওয়ার কিছু সুন্দর মুহূর্ত। আপনার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনার মাঝে একটি সুন্দরভাবে আমার ফোনে তোলা আমার সেলফি ছবি শেয়ার করেছি। আজকে সকালে ঘুম থেকে উঠে তাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর যখন আমি হঠাৎ যাচ্ছিলাম তখন আমি যাওয়ার সময় এই ছবিটা তুলেছিলাম যে আপনার উপর দিকে লক্ষ্য বলে দেখতে পারবেন। আমি পোস্ট করেছিলাম যে তামাকের কাজের অনেক চাপ আমার প্রতিদিন কাজে চাওয়া লাগে কাল সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে কাজে যাওয়ার উদ্দেশ্যে আর আজকে যখন গিয়েছিলাম তখন আমি এই ছবিটা তুলেছিলাম। আর আজকে অন্যদিনের ছাড়া অনেক শীত লাগছিল তার জন্য আজকে আমারও অনেক সুচ্ছেদ লাগছিল যার কারণে এভাবে আমি ছবিটি তুলেছিলাম ছবিটি তোলার পর দেখলাম বেশ ভালই লাগছিল অনেক ভালো লাগবে।
If you look again above, you will see that I have shared another picture with you. This picture is a picture of fog. I woke up in the morning and was going to work. When I got on the road, I saw that apart from other things, it was very cold today and there was a lot of fog. I took this picture to share with you today. I went to the field around 8 am and it was still very foggy. I had to go to the field in this fog and in the cold, so it was difficult to work. There was nothing to do. I hope you like this picture.
আপনার আবার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাথায় আরো একটি ছবি শেয়ার করেছি। এই ছবিটি হল কুয়াশার ছবি সকালে ঘুম থেকে উঠে কাজে যাচ্ছিলাম রাস্তায় উঠে দেখলাম অন্য জিনিস ছাড়া আজকে শীত বেশি লাগছে এবং কুয়াশাও অনেকটা বেশি পড়ছে এই ছবিটি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে আজকে শেয়ার করব বলে আমি প্রায় আটটার দিকে মাঠে গিয়েছিলাম তারপরও অনেক কুয়াশা লাগছিল। এই কুয়াশার মধ্যে এবং শীতের মধ্যে আমাকে মাঠে যাইতে হয়েছিল তাই কষ্ট হয়েছিল কাজ করতে। কাউ কিছু করার নাই। আশা করি আপনাদের কাছে এই ছবিটি ভালো লাগবে।
If you look again above, you can see that I have shared a picture of your area. When I was going to work this winter, I thought I was the first in that field, but when I went into the field, I saw one of my grandfathers giving me water in the field. I then talked to him and picked him up. Then he gave you water. You can see that if I don't give you this water in the tobacco field, you will suffer a lot, as long as it takes. I liked it, I hope you will like it a lot.
আবার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের এলাকার একটি ছবি শেয়ার করেছি। আমি যখন এই শীতের মধ্যে কাজে যাচ্ছিলাম তখন আমি মনে করেছিলাম সেই মাঠে আমি প্রথম কিন্তু আমি মাঠের মধ্যে গিয়ে দেখলাম আমার একটি দাদা আমাকে জমিতে পানি দিচ্ছে আর আমি তারপরে তার সাথে কিছু কথা বললাম এবং তুলে নিয়েছিলাম তখন সে তোমাকে পানি দিয়েছিল বলে দেখতে পারবেন যে তামাকের জমিতে আমি তো এই পানিগুলা না দিলে তোমাকে অনেক ক্ষতি হবে সময় যত নিতে হয়। আমার কাছে ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
You can see above that I have shared another picture with you. This picture is when I was working in the field and saw the sun rising through the fog. It looked very beautiful, so I took a picture. I thought it was very beautiful at that moment, so I took this picture. I had to work a lot later, so it seemed a little too much. Today was a good day for me. I hope you will like the post I am sharing today. If you like it, please let me know in the comments.
আবার উপরে লক্ষ্য করে দেখতে পারবেন আমি আপনার সাথে আরেকটা ছবি শেয়ার করেছি। এই ছবিটা হল আমি যখন মাঠে কাজ করেছিলাম তখন দেখলাম কুয়াশার মধ্যে রোদ সূর্য উঠছিল তখন দেখতে অনেকটা সুন্দর লাগছিল তাই আমি একটি ছবি তুলে রেখেছিলাম। আমার কাছে এই মুহূর্তে অনেক সুন্দর লেগেছিল তার জন্য আমি এই ছবিটি তুলেছিলাম। অনেকটা পরে ডিউটি উঠেছিল একটু বেশি লাগছিল তাতে।আজকের দিন আমার কাছে বেশ ভালো কেটেছে আশা করি আজকে শেয়ার করার পোস্ট আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন।