Daily reports from the Blurt platform's abuse watcher

in blurt-188398 •  3 days ago 

1000085068.png

There are some things we should all keep an eye on in order to run a platform well. I have noticed that there are some users who are constantly abusing the opportunity and slowly bringing this platform to harm. This account is created to keep them away from those misdeeds. We will constantly manage this account by our team and identify and punish those involved in the following activities. What we will be doing is described below.

Convert from English to Bengali

একটি প্ল্যাটফর্ম ভালোভাবে পরিচালনা করার জন্য আমাদের সকলের কিছু বিষয়ের উপর নজর রাখা উচিত। আমি লক্ষ্য করেছি যে কিছু ব্যবহারকারী আছেন যারা ক্রমাগত সুযোগের অপব্যবহার করছেন এবং ধীরে ধীরে এই প্ল্যাটফর্মটিকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন। এই অ্যাকাউন্টটি তাদের সেই অপকর্ম থেকে দূরে রাখার জন্য তৈরি করা হয়েছে। আমরা আমাদের টিম দ্বারা ক্রমাগত এই অ্যাকাউন্টটি পরিচালনা করব এবং নিম্নলিখিত কার্যকলাপের সাথে জড়িতদের সনাক্ত করে শাস্তি দেব। আমরা কী করব তা নীচে বর্ণনা করা হয়েছে।

1000084935.jpg

We fight against--

  • Plagiarism
  • Copyright
  • Abuse
  • Farming account
  • Spamming
  • Identity Theft
  • Copyright Infringement
  • Scamming or, any Financial fraud on blurt

Convert from English to Bengali

  • প্লাগারিজম
  • কপিরাইট
  • এবিউস
  • ফার্মিং অ্যাকাউন্ট
  • স্প্যামিং
  • পরিচয় চুরি
  • কপিরাইট লঙ্ঘন
  • জালিয়াতি বা, ব্লার্টে যেকোনো আর্থিক জালিয়াতি

1000084861.png

Abuse washer is being controlled by the Blurt Team. The users of the Blurt Team are constantly trying to decorate this platform beautifully. We would like to request all of you that if you see any copyright infringement post, please comment below this post and mention the name of that person. We will always take appropriate action against him. This account will be completely controlled by our Blood Team. We want this platform to be beautifully decorated and one day this platform will spread to people all over the world and be considered one of the most popular sites. If at some point many investors and bloggers come, they can see that this platform has been beautifully decorated and they should also express their enthusiasm to work. Actually, this is our plan, but later our plan may change more beautifully. You just need to be with us and cooperate with us. We will try to take this platform forward with your cooperation.

Convert from English to Bengali

abuse washer ব্লাড টিম থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ব্লাড টিমের ইউজাররা প্রতিনিয়ত চেষ্টা করছে এই প্লাটফর্মটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা যদি কোন কপিরাইট লংঘন পোস্ট দেখেন অবশ্যই এই পোষ্টের নিচে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন এবং সেই ব্যক্তির নাম তুলে ধরবেন। তার বিরুদ্ধে আমরা সব সময় যথাযথ উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। এই একাউন্ট সম্পূর্ণ আমাদের ব্লাড টিম থেকে নিয়ন্ত্রণ করা হবে। আমরা চাই এই প্লাটফর্মটাকে সুন্দরভাবে সাজিয়ে একদিন এই প্লাটফর্ম সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে পড়বে এবং অন্যতম একটা জনপ্রিয় সাঈট হিসাবে বিবেচিত হবে। যদি কোন সময় অনেক ইনভেস্টর এবং ব্লগার আসে তারা দেখতে পারে এই প্ল্যাটফর্মটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং তারাও কাজ করতে যেন উৎসাহ প্রকাশ করে। আসলে এই মূলত হচ্ছে আমাদের পরিকল্পনা তবে পরবর্তীতে আমাদের পরিকল্পনা আরও সুন্দর সুন্দর পরিবর্তন আসতে পারে আপনারা শুধুমাত্র আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করুন আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করে এই প্ল্যাটফর্মটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য।

1000084834.gif

We will always try from this account to post in the community that will be considered the number one community of the Blurt platform. Because different types of users and different types of bloggers always come and visit the number one community. They should come and see that different types of initiatives have been taken on our platform and what kind of misdeeds we do not support. In fact, since we started this plan, I have seen that several users have gone far away from copyright and other misdeeds. So we will always try to work together with everyone to decorate the platform beautifully and move forward. Congratulations to everyone.

Convert from English to Bengali

আমরা এই অ্যাকাউন্ট থেকে সব সময় চেষ্টা করব যেই কমিউনিটি ব্লাড প্ল্যাটফর্মের নাম্বার ওয়ান কমিউনিটি হিসেবে বিবেচিত হবে সেই কমিউনিটিতে পোস্ট রাখার জন্য। কারণ সব সময় বিভিন্ন ধরনের ইউজাররা এবং বিভিন্ন ধরনের ব্লগাররা এসে সব সময় নাম্বার ওয়ান কমিউনিটি ভিজিট করে। তারা এসে যেন দেখতে পারে আমাদের এই প্লাটফর্মে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং কোন ধরনের অপকর্মকে আমরা সাপোর্ট করিনা। আসলে আমাদের এই পরিকল্পনাটা শুরু করা হয়েছে তারপর থেকে আমি দেখেছি বেশকিছু ইউজার কপিরাইট এবং অন্যান্য যে সকল অপকর্ম রয়েছে সে সকল থেকে বেশ দূরে চলে গিয়েছে। তাই আমরা সবসময় চেষ্টা করব সকলকে সাথে নিয়ে কাজ করে সুন্দরভাবে প্ল্যাটফর্মটাকে সাজিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন।

1000084933.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!