A meal with a friend at a Hollywood restaurant.

in blurt-188398 •  last month 

Better Life With blurt || The Diary Game ||:-

বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

পরম করুনাময় আল্লাহ তায়ালার নামের শুরু করছি। হ্যালো প্রিয় বন্ধুরা! আশা করি আপনারা সবাই নিজ নিজ নিজ পরিবার নিয়ে আনন্দের সাথে দিনগুলো অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ আনন্দের সাথে হাসি খুশি অবস্থায় দিনগুলো অতিবাহিত করছি।

আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের দিনের কার্যক্রম গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আলহামদুলিল্লাহ প্রতিদিনের মত আজকেও ফজরের আগে ঘুম থেকে উঠেছি কিন্তু আজকে উঠেছি আরেকটু আগে অর্থাৎ ৪ টা ৪৫ মিনিটে, যখন ফজরের নামাজের আজান হচ্ছে। ঘুম থেকে উঠে অজু করে ফজরের সালাত আদায় করেছি। ফজরের নামাজের পরে একটি ক্লাস ছিল তাই ক্লাসে উপস্থিত হই। ক্লাসটি হয়েছে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট। এরপরে সাড়ে সাতটায় ক্লাস শেষ হলো, আমরা আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম ৯ঃ৩০ মিনিটে, কারণ দশটা থেকে আবার ক্লাস শুরু। তাই ৯:৩০ মিনিটে উঠে সকালের নাস্তা করে নিলাম।

20231024_151803.jpg
20231024_151809.jpg

সকালের নাস্তায় ছিল;
• ভাত।
• আলু ভর্তা।
• ডিম ভাজি।
• ও মরিচ ভর্তা।

সকালের নাস্তা শেষ করে দশটার সময় আবার ক্লাসে উপস্থিত হই, ধারাবাহিকভাবে দুপুর ১ টা ২০ মিনিট পর্যন্ত ক্লাস হয়েছে। ক্লাস শেষ করে নামাজের বিরতি দিয়েছে, ১ টা ৩৫ মিনিটে জোহরের নামাজের জামাত হয়েছে। এরপরে দুইটা ৩০ মিনিট পর্যন্ত দুপুরের খাবারের বিরতি। তাই আমরা এই সময়ের মধ্যে দুপুরের খাবার সম্পন্ন করে নিলাম। দুপুরের খাবার শেষ করে পুনরায় ক্লাসে উপস্থিত হই ধারাবাহিকভাবে ৪:১০ মিনিট পর্যন্ত ক্লাস চলে। অতঃপর আসরের নামাজের বিরতি দেওয়া হল, তখন আমি আমার বন্ধুর সাথে যোগাযোগ করলাম। এক পর্যায়ে কথাবার্তা হল আমরা শনির আখড়া যাব কিছু খাওয়ার জন্য।

20231024_173150.jpg
1698155863935.jpg

যেমন কথা তেমনি কাজ, আমার বন্ধু বললো ঠিক আছে তাহলে আমি আসতেছি। আমি বললাম তাহলে যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে আসো। আমার বন্ধুর বাসা যাত্রাবাড়ী থেকে একটু দূরে। তাই ও আসরের পরেই চলে আসলো। দুজনে হাঁটতে হাঁটতে শনির আখড়া পর্যন্ত চলে গেলাম, শনির আখড়া গিয়ে আমার বন্ধু আমাকে বলতেছে এখন কি করবে? আমি বললাম এখানে যাওয়ার মত তো কোন জায়গা দেখছি না! তাই আমার বন্ধু আমাকে বলল ঠিক আছে তাহলে আমরা কিছু খেয়ে নিই। আমি বললাম কি খাবে? ও বলল ফুচকা খাব অথবা অন্য কিছু। কিন্তু আমার এক বন্ধু শনির আখড়া হলিউড রেস্টুরেন্টে থাকে। হঠাৎ করে ওর কথা মনে পড়ে এবং আমি ওর সাথে যোগাযোগ করি, তখন আমার বন্ধু বলল তোমরা আমাদের রেস্টুরেন্টে চলে আসো। ওই রেস্টুরেন্টে আমরা আগেও গিয়েছিলাম, রেস্টুরেন্টের নাম হচ্ছে "হলিউড"

IMG-20231024-WA0005.jpg
IMG-20231024-WA0002.jpg
1698156083491.jpg

আমরা দুইজন রেস্টুরেন্টের ভিতরে গিয়ে আমার বন্ধুর সাথে দেখা করলাম। তখন আমাদেরকে সিটে বসিয়ে দিল। সিটে বসানোর পরে বলল তোমরা কি খাবে? আমি আমার বন্ধুকে বললাম কি খাবে বলো, আমার বন্ধু আমাকে বলতেছে তুমি এখানে নিয়ে আসবে তা তো আমি জানি না। তুমি অর্ডার করো কি খাবে, তখন আমার বন্ধুকে বললাম সুন্দর করে ভিআইপি করে একটি পিজ্জা বানিয়ে নিয়ে আসো। তখন স্পেশাল করে একটি পিজ্জা বানিয়ে নিয়ে আসলো। তখন সেই পিজ্জাটি পাঁচ ভাগ করে কাটা হলো, আমরা তিন বন্ধু তিন পিস খাইলাম। আর দুই পিস আমাদের দুইজনকে দিয়ে ও উঠে গেল, বললো আমি আর খাব না।

1698207893228.jpg
IMG-20231024-WA0009.jpg
IMG-20231024-WA0007.jpg
IMG-20231024-WA0008.jpg

এরপরে আমারটা আমি খেয়ে নিলাম এবং আরেক পিস আমাকে দিয়েছিল ওইটাও খেয়ে নিলাম। কিন্তু আমার বন্ধু একপিস খাওয়ার পরে আরেক পিস মোটেও খেতে পারছি না। বলছিলো আমি এই পিস খেতে পারব না, এরপরে আমি বললাম জোর করে খাওয়ার আর দরকার নেই। কারণ জোর করে অতিরিক্ত খাওয়ার কারণে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এরপরে আমার বন্ধুকে ডাক দিলাম এবং ওরে দিয়েই আরেক পিস খাওয়ালাম। পরিশেষে বিল টা কিন্তু আমিই দিয়েছি। এরপরে আমরা আরো কয়েকটি ফটোগ্রাফি সংগ্রহ করলাম।

IMG-20231024-WA0011.jpg
IMG-20231024-WA0012.jpg
1698207960560.jpg
IMG-20231024-WA0002.jpg

এই ফটোগ্রাফি গুলো আমার বন্ধুর ফোন দিয়ে উঠানো হয়েছে কারণ আমার ফোনে চার্ট ছিল না। আর আমার বন্ধুর ফোনের ক্যামেরাটা অনেক ভালো ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়। তাই আমার বন্ধুর ফোন দিয়ে উঠিয়ে হোয়াটসঅ্যাপে এই ফটোগুলো নিয়েছি।

বন্ধুরা! আমার আজকের সারাদিনের রুটিন পরে আপনাদের কেমন লেগেছে? অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন।

Bismillahir Rahmanir Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.
In the name of Allah, the Most Gracious, the Most Merciful. Hello Steam dear friends! I hope you all are spending your days happily with your families. Alhamdulillah, I am also spending my days happily and happily.

I am here again to share today's activities with you. Alhamdulillah, like every day, I woke up before Fajr, but today I woke up a little earlier, that is, at 4:45 am, when the call for Fajr prayers is being given. I woke up and performed ablution and performed Fajr prayers. There was a class after Fajr prayers, so I attended the class. The class lasted for about 1 hour and 30 minutes. Then the class ended at 7:30 pm, and we fell asleep again. I woke up at 9:30 am, because classes started again at 10 am. So I got up at 9:30 am and had breakfast.

Breakfast consisted of;
• Rice.
• Potatoes.
• Fried eggs.
• And chili paste.

After breakfast, I returned to class at 10:00, classes continued until 1:20 pm. After the class, there was a prayer break, and at 1:35 pm, there was a congregational prayer for Zuhr. Then there was a lunch break until 2:30 pm. So we finished our lunch during this time. After lunch, I returned to class again, classes continued until 4:10 pm. Then there was a break for Asr prayers, then I contacted my friend. At one point, we talked about going to Shanir Akhra to eat something.

As it is, so it is, my friend said okay, then I am coming. I said then come in front of Jatrabari Madrasa. My friend's house is a little far from Jatrabari. So he left after Asr. We both walked to Shani Akhra, after going to Shani Akhra my friend was asking me what to do now? I said I don't see any place like going here! So my friend told me okay then let's eat something. I said what do you want to eat? He said I'll eat fuchka or something else. But a friend of mine lives in Shani Akhra Hollywood restaurant. Suddenly I remembered him and I contacted him, then my friend said you come to our restaurant. We had been to that restaurant before, the name of the restaurant is "Hollywood"

We both went inside the restaurant and met my friend. Then he made us sit. After making us sit, he asked what do you want to eat? I asked my friend what do you want to eat, my friend is telling me that you will bring it here, I don't know. You order what you want to eat, then I told my friend to make it a VIP and make a pizza for you. Then he made a special pizza and brought it. Then the pizza was cut into five pieces, three of us ate three pieces. And he gave two pieces to the two of us and left, saying I won't eat anymore.

Then I ate mine and the other piece he gave me also ate it. But after my friend ate one piece, I couldn't eat the other piece at all. He said I couldn't eat this piece, then I said there's no need to force him to eat anymore. Because there's a high chance of stomach problems due to overeating. Then I called my friend and forced him to eat another piece. Finally, I paid the bill. After that, we collected a few more photographs.

These photographs were taken with my friend's phone because I didn't have a chart on my phone. And my friend's phone's camera is very good, the photographs are very beautiful. So I took these photos with my friend's phone and shared them on WhatsApp.

Friends! How did you feel after my daily routine today? Be sure to let me know by leaving a comment.

DeviceName
AndroidRealme 8
Camera64MP 8MP 2MP 2MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  29 days ago  ·  


** Your post has been upvoted (11.56 %) **