Hello dear friends? First of all I want to ask about your body condition, how are you all? I hope you are all very well and healthy. Alhamdulillah I am also very well and healthy with the grace of Allah and your prayers and love. So let's get started.
I come to you with my day's activities, since I am writing yesterday's diary game today, I have to use the word yesterday. Yesterday was 30th October 2024. I don't understand how the time is passing, the night turns into the morning, the day ends without doing anything, now the day is very short so the day is ending even faster. Fajr prayer at 5:25. It was almost five forty before the end of the prayer. It was almost six o'clock to finish the ritual. Then after sleeping for one to one and a half hours, the class starts at 7:30.
Since I have to stay in madrasa all the time, so I have to follow madrasa rules, whenever I follow madrasa rules, the system can be the same in my diary game. For example, I get up in the morning and take classes, then have breakfast, then take classes again until noon, pray at noon and eat, and take classes again until Asr, and then go out a little! It's done, the time until my Asar is over. After coming, I couldn't sit inside the madrasa anymore, so I went out with my friends. Because it is necessary to take a little walk, if you just sit, the body becomes bad.
After Asr, three friends went out for a little walk, after going out, my friend said let's have breakfast first, I said no, let's walk first and then have breakfast! Friends said ok ok let's walk then. After that we walked to Jatrabari Dholaipar Dept Gali Madrasa, I used to listen to Koranul Kareem there last five or six years ago in Hefzkhana. I haven't been to that madrasa for a long time, today I went to that madrasa while walking with my friends and collected a photo. The name of the madrasa is Hazi Mujibur Rahman Darul Uloom Qaumi Madrasa.
Since there is very little time after Asr, from there we left for our Madrasah again quickly, as we have to enter the Madrasah before the Maghrib prayer. After coming to the front of the madrasa, I was saying to three people, can we have breakfast? Each of them spoke about a different kind of breakfast, another said about a different kind of breakfast, I told about a different kind of breakfast, all in all I said that I will not have breakfast today. That's fun with friends. Last time I came to Madrasa, I bought Muri, Chanachur, Chhola, Piyaju, Beguni etc. and ate it in Madrasa.
While going to class after Maghrib, I saw Sheikh Allama Mahmudul Hasan of Jatrabari Madrasa standing in the field to come to class. While he was standing in the field with a stick and another person was talking to him, I secretly took a photo. Then I went to class. After dinner I sat down with my phone to spend time on the Steem platform. This is how my Wednesday went.
I am leaving here as of today, everyone will be fine and healthy, see you in the next post. Allah is Hafez. |
---|
আসসালামু আলাইকুম।
হ্যালো প্রিয় বন্ধুরা? সর্বপ্রথম আমি আপনাদের শরীরের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করতে চাই, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া ও ভালবাসায় অনেক ভালো আছি সুস্থ আছি। তো চলুন শুরু করা যাক।
ডাইরি গেম
আমি আমার সারাদিনের কার্যক্রম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আমি যেহেতু আজকে গতকালকের ডায়েরি গেম লিখছি তাই আমাকে গতকালকে শব্দটিই ব্যবহার করতে হবে। গতকালকে ছিল ৩০ শে অক্টোবর ২০২৪। সময় কিভাবে চলে যাচ্ছে বুঝতে পারছি না, রাত পোহালে সকাল হয়, কিছু করতে না করতেই দিন শেষ হয়ে যায়, এখন তো দিন খুবই ছোট তাই দিন আরও বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। ফজরের নামাজ ৫ঃ২৫ মিনিটে। নামাজ শেষ হতে হতে প্রায় পাঁচটা চল্লিশ বাজে। আমল শেষ করতে করতে প্রায় ছয়টা বেজে যায়। এরপরে এক থেকে দেড় ঘন্টা ঘুমানোর পরেই সাড়ে সাতটায় ক্লাস শুরু হয়।
যেহেতু আমাকে প্রতিনিয়ত মাদ্রাসায় থাকতে হয়, তাই আমাকে মাদ্রাসার নিয়ম কানুন গুলোই ফলো করে চলতে হয়, যখনই আমি মাদ্রাসার নিয়ম কানুন ফলো করে চলবো তখন আমার ডায়রি গেম এর মধ্যে সিস্টেমটা একই রকম হতে পারে। যেমন সকালে উঠে ক্লাস করি এরপরে নাস্তা করি এরপর আবার দুপুর পর্যন্ত ক্লাস করি দুপুরের সময় নামাজ পড়ে খাবার খেয়ে আবার ক্লাস করি আসর পর্যন্ত, এরপরে না হয় একটু বাহিরে যায়! হয়ে গেল তো আমার আসর পর্যন্ত সময় শেষ। আসার পরে তো আর মাদ্রাসার মধ্যে বসে থাকা যায় না তাই বন্ধুদের সাথে বাহিরে বের হয়ে যাই। কেননা একটু হাঁটাহাঁটি করারও প্রয়োজন আছে, শুধু বসে থাকলে শরীর খারাপ হয়ে যায়।
আসর পরে তিন বন্ধু মিলে একটু হাটাহাটি করার জন্য বের হলাম, বের হওয়ার পরেই আমার বন্ধু বলতেছে চলো আগে নাস্তা করি, আমি বললাম না আগে হাটাহাটি করে আসি তারপরে নাস্তা করব! বন্ধুরা বলল আচ্ছা ঠিক আছে চলো তাহলে হেঁটে আসি। এরপর আমরা হাঁটতে হাঁটতে যাত্রাবাড়ী ধোলাইপার ডিপটির গলি মাদ্রাসায় গিয়েছিলাম, আমি সেখানে গত পাঁচ ছয় বছর আগে হেফজখানায় কোরআনুল কারীম শুনানি করেছি। অনেকদিন হলো ওই মাদ্রাসায় যায় না, আজকে বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে সেই মাদ্রাসায় গিয়ে একটি ফটো সংগ্রহ করেছি। মাদ্রাসার নাম হচ্ছে হাজী মজিবুর রহমান দারুল উলুম কওমি মাদ্রাসা।
যেহেতু আসরের পরে সময় খুবই কম থাকে তাই সেখান থেকে আমরা আবার তাড়াতাড়ি আমাদের মাদ্রাসার দিকে রওনা হলাম, কেননা মাগরিবের নামাজের আগেই আমাদের মাদ্রাসায় ঢুকতে হবে। এরপরে মাদ্রাসার সামনে এসে তিনজন তিনজনকে বলছিলাম কি নাস্তা করা যায়? একেকজন একেক রকম নাস্তার কথা বলল, আরেকজন আরেকরকম নাস্তার কথা বলল, আমি আরেক রকম নাস্তার কথা বললাম, সব মিলিয়ে বলেছি আজকে নাস্তা করব না। বন্ধুদের সাথে এটাই মজার। সর্বশেষ মাদ্রাসায় আসার সময় মুড়ি, চানাচুর, ছোলা, পিয়াজু, বেগুনি ইত্যাদি কিনে নিয়ে এসে মাদ্রাসায় খেয়ে নিলাম।
মাগরিবের পরে ক্লাসে যাওয়ার সময় দেখলাম যাত্রাবাড়ী মাদ্রাসার শায়েখ আল্লামা মাহমুদুল হাসান সাহেব ক্লাসে আসার জন্য মাঠের মধ্যে দাঁড়িয়ে আছেন। উনি যখন লাঠি হাতে মাঠের মধ্যে দাঁড়িয়ে ছিলেন সাথে আরেকজন ছিলেন উনার সাথে কথা বলছিলেন, তখন আমি লুকিয়ে লুকিয়ে একটি ফটো উঠিয়েছি। এরপরে আমি ক্লাসে চলে যাই। রাতের খাবার খেয়ে ফোন নিয়ে বসে যাই Steem প্ল্যাটফর্মে সময় দেওয়ার জন্য। এভাবেই আমার বুধবার দিনটি অতিবাহিত হয়েছে।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে। আল্লাহ হাফেজ।
Device | Name |
---|---|
Android | Realme 12 Pro |
Camera | 50MP 32MP 8MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
** Your post has been upvoted (15.86 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan