I went to Ratankandi market for shopping.

in blurt-188398 •  yesterday 
1000015050.jpg

Hello dear friends! How are you all? I hope you are very well by the infinite mercy of the Creator, I am also very well and healthy by the infinite mercy of the Creator, Alhamdulillah.

I would like to express my gratitude to the Almighty Allah, who has gifted me another new day. Our day begins with the name of Allah, our day begins with the Fajr prayer and ends with the Ashar prayer. After performing the Fajr prayer, it is a habit to recite the Quran, but when we go home, it cannot be continued. Because the environment at home is one way and the environment at the madrasa is different, many times we have to blend in with our environment and even if we want, it is not possible to do much, but if we try, we can. However, that day was our Ratankandi Haat day.

1000015048.jpg

A big haat is held in our village every Wednesday. First, you need to understand what a haat is and what a bazaar is. A market is a place where people gather in one place every morning or afternoon to buy and sell. And a hat is a place where people gather in a large area for one or two days every week to buy and sell different things. So, in our village, there is a market once a week, we call that market Wednesday. The market is called Ratankandi. This market is the biggest market in our Kazipur. People from different places come to this market to buy and sell.

1000015049.jpg

After breakfast in the morning, I was busy with my phone for some time. Then I asked my father when I would go to the market? My father said I would go after noon. Because that day there was a job at the border market, the job was that my younger brother had called from Dhaka to make a mattress. So after noon, we went there to talk about making a mattress. But when we went there, I saw that there was no one to make it for me, so I talked to another shop to make it. After talking to the shop, I ordered a mattress and went to the market. Ratankandi market is very big.

1000015051.jpg1000015052.jpg

After going to the market, we first went to the vegetable market to buy vegetables, there are various types of vegetables available. Very few vegetables are available in the market, but if you go to the market, you can get a lot of vegetables and the prices are also very low. So we do most of our shopping at the market. All kinds of vegetables are available in our Ratankandi market, such as potatoes, brinjals, gourds, pumpkins, and all kinds of raw vegetables. We finished the raw vegetable market to buy biscuits. Although the price of biscuits is a little high, the quality of the biscuits is also very good. So we bought half a kilo of biscuits from there for 100 taka.

1000015053.jpg

While going to the mosque for Maghrib prayers, I saw that the sun had set and the call to prayer for Maghrib prayers was being heard. While passing by the fields, I collected a photo of the fields. Then, when I went to the mosque to offer Maghrib prayers, I saw that the prayers had not started yet, so I turned off the phone and put it in my pocket and sat for some time. After a while, the Imam came and the prayers started. After offering prayers, I was sitting in the Eidgah field of the mosque and typing on the phone, I wanted to have breakfast so I went to Golap Bazar.

1000015055.jpg

Jhal Muri

I went to Golap Bazar and ate Jhal Muri, the Jhal Muri of that day was very delicious. Before making Jhal Muri, I told him not to put Kalai stuffing in the Jhal Muri, and to add a little more Chanachur, green chilli and onion so that it looks like Jhal Muri. He made it exactly as I said and I was enjoying it very much. This was my entire day's activities on the 27th.

I am leaving here for today, see you in the next post. Allah is Hafez.
DeviceName
AndroidRealme 12 Pro
Camera50MP 32MP 8MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin

হ্যালো প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে অনেক ভালো আছি সুস্থ আছি।

সর্বশক্তিমান মহান আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করব, যিনি আমাকে আরেকটি নতুন দিন উপহার দিয়েছেন। আল্লাহতালার নাম নিয়েই শুরু হয় আমাদের দিন, ফজরের সালাত নিয়ে শুরু হয় আমাদের দিন এশারের সালাত আদায় করে শেষ হয় আমাদের দিন। ফজরের সালাত আদায় করে অভ্যাস হলো কুরআনুল কারীম তেলাওয়াত করা, কিন্তু বাড়িতে গেলে তা আর কন্টিনিউ করা যায় না। কেননা বাড়ির পরিবেশ একরকম আর মাদ্রাসার পরিবেশ অন্যরকম, অনেক সময় আমাদের পরিবেশের সাথে মিশে থাকতে হয় চাইলেও বেশি কিছু করা সম্ভব হয় না তবে চেষ্টা করলে পারা যায়। যাইহোক সেদিন ছিল আমাদের রতনকান্দি হাটের দিন।

আমাদের গ্রামে প্রতি বুধবারে একটি বড় হাট লাগে প্রথমে আপনাদেরকে বুঝতে হবে হাত কাকে বলে আর বাজার কাকে বলে? বাজার বলা হয় যেটি দৈনন্দিন সকালে অথবা বিকেলে এক স্থানে বসে ক্রয় বিক্রয় করে সেটিকে বাজার বলা হয়।আর হাট বলা হয় যেখানে প্রতি সপ্তাহে একদিন বা দুইদিন বড় পরিসরে সবাই একত্রিত হয়ে বসে বিভিন্ন জিনিসপত্র ক্রয় বিক্রয় করে সেটিকে হাট বলা হয়। তো আমাদের গ্রামের সাপ্তাহে একদিন হাট লাগে, আমরা সেই হাটকে বুধবারের হাট বলি। হাটটি লাগে রতনকান্দি। আমাদের কাজীপুরে এই হাটটি সবচেয়ে বড় হাট। বিভিন্ন জায়গা থেকে আমাদের এই হাটে ক্রয় বিক্রয় করার জন্য আসে।

সকালে নাস্তা করে কিছু সময় ফোন নিয়ে ব্যস্ত ছিলাম। এরপরে আমি আমার বাবাকে বললাম হাটে যাবে কখন? আমার বাবা বলল দুপুরের পরে যাব। কেননা সেদিন সীমান্ত বাজারে একটা কাজ ছিল, কাজটা হলো ছোট ভাই ঢাকা থেকে ফোন করেছিল একটা তোষক বানানোর জন্য। তাই দুপুরের পরে আমরা সেখানে গিয়েছিলাম তোষক বানানোর কথা বলতে। কিন্তু সেখানে গিয়ে দেখি যার কাছে বানাবো সে নেই তাই অন্য দোকানে বানানোর জন্য কথা বললাম। দোকানে কথা বলে তোষক বানানোর অর্ডার করে আমরা হাটে চলে গেলাম। রতনকান্দি হাট অনেক বড়।

আমরা হাটে যাওয়ার পরে প্রথমে সবজি কেনার জন্য সবজির বাজারে গিয়েছিলাম, সেখানে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। বাজারে তো খুবই কম সবজি পাওয়া যায় কিন্তু হাটে গেলে অনেক সবজি পাওয়া যায় এবং দামও অনেক কম রাখে। তাই আমরা বেশি বাজার হাটে থেকেই করি। আমাদের রতনকান্দি হাটে সব রকমের সবজি পাওয়া যায় যেমন আলু, বেগুন, লাউ, কুমড়া সহ যত প্রকারের কাঁচা সবজি আছে সব পাওয়া যায়। আমরা কাঁচা সবজির বাজার শেষ করে গিয়েছিলাম বিস্কিট কেনার জন্য। যদিও বিস্কিটের দাম একটু বেশি কিন্তু বিস্কিটের মানও অনেক ভালো। তাই আমরা সেখান থেকে আধা কেজি বিস্কিট ১০০ টাকা দিয়ে কিনেছি।

মাগরিবের নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় দেখলাম সূর্য ডুবে গিয়েছে মাগরিবের নামাজের আজান হচ্ছে, ক্ষেতের পাশে দিয়ে যাওয়ার সময় ক্ষেত সহ একটি ফটো সংগ্রহ করলাম। এরপরে মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়ে দেখি এখনো নামাজ শুরু হয়নি তাই ফোনটা বন্ধ করে পকেটে রেখে কিছু সময় বসে ছিলাম। একটু পরে ইমাম সাহেব আসলো এবং নামাজ শুরু হল। নামাজ আদায় করে মসজিদের ঈদগাহ মাঠে বসে ফোন টিপতে ছিলাম, মন চাচ্ছিল নাস্তা করি তাই গোলাপ বাজারে চলে গেলাম।


গোলাপবাজার গিয়ে ঝাল মুড়ি খাইলাম, সেদিনের ঝাল মুড়িটা অনেক সুস্বাদু হয়েছিল। আমি ঝাল মুড়ি বানানোর আগেই তাকে বলে দিই ঝাল মুড়ির মধ্যে কালাই ভর্তা দেবেন না, এবং চানাচুর, কাঁচা মরিচ ও পিয়াজ একটু বেশি করে দেবেন যাতে করে ঝাল মুড়ির মতোই মনে হয়। যেভাবে বললাম ঠিক ওই ভাবেই বানিয়ে দিল খেয়ে খুবই মজা পাচ্ছিলাম। এই ছিল আমার ২৭ তারিখের পুরো দিনের কার্যক্রম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  yesterday  ·  

আলহামদুলিল্লাহ বন্ধু তোমার ফটোগ্রাফি গুলা অনেক সুন্দর হয়েছে এবং তুমি যে বাজারের অভিজ্ঞতা গুলা শেয়ার করেছ তা দেখে আমার অনেক ভালো লেগেছে । সেখানে অনেক শেকার কিছু আছে আমি সেগুলো থেকে কিছু অভিজ্ঞতা নিয়েছি।

  ·  yesterday  ·  

Very beautiful market Photography shared with us