বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
পরম করুণাময় আল্লাহ তায়ালার নামে শুরু করছি। হ্যালো প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে এবং আপনাদের দোয়া ও ভালবাসায় অনেক ভালো আছি সুস্থ আছি।
বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে আজকে সকাল থেকে আমি যে কার্যক্রম গুলো করেছি তা আপনাদের সাথে লেখার মাধ্যমে প্রকাশ করব এবং ফটোগ্রাফির মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ। প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠেছি সকাল ৫ঃ১০ মিনিটে, কারণ গতকালকে আমাদের মসজিদের ইমাম সাহেব আমাকে বলেছিল ফজরের নামাজ আপনার পড়াতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপরে রাত্রে ঘুমানোর সময় আমি ফোনে এলার্ম দিয়ে রেখেছিলাম, তাই সময় মত ফজরের জামাতে উপস্থিত হই। কিন্তু হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি ইমাম সাহেব হাজির, আমি বললাম আপনি বাসায় যান নি? হুজুর আমাকে বললেন, না যায়নি। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। এরপর আমি বাসায় গিয়ে সূর্য ওঠা পর্যন্ত নদীর পাড়ে বসে রইলাম। যখন সূর্য উদিত হল তখন একটি ফটো সংগ্রহ করলাম।
সূর্য উদিত হওয়ার পরে আবার ঘুমিয়ে পড়লাম, অতঃপর ঘুম থেকে উঠলাম সকাল ৯ঃ০০ সময় কেননা আজকে আমি গ্রামের বাড়ি থেকে ঢাকায় চলে যাবো। তাই ঘুম থেকে উঠে ব্রাশ করে সকালের নাস্তা করে নিলাম, আজকের সকালের নাস্তা ছিল "রুটি সাথে মুরগির মাংস ভুনা"আজকের মুরগির মাংস ভুনা অনেক সুস্বাদু হয়েছিল, কারণ মায়ের হাতের রান্না, তাই পরিতৃপ্ত ভাবে নাস্তা করলাম।
এরপরে আমার চাচাতো বোনের মেয়ে অর্থাৎ আমার ভাগ্নি গতকালকের রাত্রে আমাদের বাসায় এসেছে, এই কথাটি আমি রাত্রে জানতে পেরেছি। তাই রাত্রে বাসায় যাওয়ার সময় দুইটি চকলেট নিয়ে গিয়েছি, চকলেটের নাম হচ্ছে ডাইরি মিল্ক। ১০ টাকা করে দুইটি চকলেট ২০ টাকা দিয়ে কিনে নিয়ে গিয়েছিলাম। সকালে যখন আমি আমার ভাগ্নিকে দেখলাম তখন আমার ভাগ্নি আমাকে মামা বলে ডাক দিল, আমিও মামা বলে ডাক দিলাম। আমার ভাগ্নি তখন আমাকে সালাম দিল, আমি সালামের উত্তর নিলাম, এবং বললাম তুমি কেমন আছো? সুন্দর ভাষায় উত্তর দিল আমি ভালো আছি। মামা তুমি কেমন আছো? আমি বললাম আমিও ভালো আছি।
তখন আমার ভাগ্নিকে সেই চকলেট দিলাম এবং ফটো উঠানোর চেষ্টা করলাম কিন্তু কোন ভাবেই সুন্দর করে ফটো উঠাতে পারলাম না। মোটামুটি দুই তিনটি ফটো সংগ্রহ করেছিলাম। এরপরে কিছু সময় ফোনটা হাতে নিয়ে স্টিমিট প্লাটফর্মে ঢুকে কিছু পোস্ট পড়লাম এবং কমেন্ট করলাম। এরপরে যখন ১২ঃ০০ বাজল তখন ঢাকা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম।
সবকিছু গুছিয়ে ব্যাগের মধ্যে উঠালাম। গোসল করে নিলাম এবং দুপুরের খাবার প্রস্তুত করে দুপুরের খাবার খেয়ে নিলাম।
দুপুরের খাবারে বেশি কিছু ছিল না।
• ভাত।
• মুরগির মাংস।
যেহেতু ঢাকায় চলে আসবো তাই খাওয়ার প্রতি রুচি হলো না। এমনটাই হয়ে থাকে, আপনি খেয়াল করে দেখবেন যখন ছুটিতে বাড়িতে যাবেন তখন অনেক ভালো লাগে। কিন্তু যখন বাড়ি থেকে চলে যেতে হবে তখন অনেকটাই খারাপ লাগে, তখন খাওয়ার প্রতি কোন রুচি থাকে না, খেতেও মন চায় না।
আমি বেশিরভাগ ভ্রমণ ট্রেনে করে থাকি। তাইতো আজকেও ট্রেনের খবর নিয়েছিলাম, দেখলাম একটি ট্রেন দুপুরে যাবে। আমি সেই ট্রেনে যেতে চেয়েছিলাম। কিন্তু পথের মধ্যে অনেক দেরি হয়ে গেল তাই তো ট্রেন মিস করে ফেললাম। এই বিষয়ে আগামীকালকে কথা বলব ইনশাআল্লাহ।
কেমন লাগলো আজকে আমার সারাদিনের কার্যক্রম? অবশ্যই আপনার মূল্যবান একটি কমেন্ট করে আমাকে পরবর্তী পোস্টের জন্য উৎসাহিত করবেন।
আজকের মত এই পর্যন্তই সমাপ্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পোস্টে।
Bismillahir Rahmanir Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.
Starting in the name of Allah, the Most Gracious. Hello Steam dear friends! How are you all? I hope you are very well by the grace of God. I am also very well and healthy, Alhamdulillah by the grace of God and your prayers and love.
Friends, let's start the main discussion without further ado. The topic I will discuss with you today is the activities I have done since this morning. I will publish them with you in writing and show them through photography, Insha Allah. Like every day, today I woke up at 5:10 am, because yesterday the Imam of our mosque told me that you have to lead the Fajr prayer. I said, okay. Then, while sleeping at night, I had set an alarm on my phone, so I attended the Fajr congregation on time. But suddenly I looked back and saw the Imam present. I said, "Didn't you go home?" Huzoor told me, "No, you didn't go." I said, "Okay." Then I went home and sat on the bank of the river until the sun rose. When the sun rose, I took a photo.
After the sun rose, I fell asleep again, then woke up at 9:00 am because today I will leave my village home for Dhaka. So I woke up, brushed my teeth and had breakfast. Today's breakfast was "roti saath murkhir manus bhuna." Today's murkhir manus bhuna was very delicious, because it was cooked by my mother, so I had breakfast with satisfaction.
Then I came to know that my cousin's daughter, that is, my niece, came to our house last night. So when I went home at night, I took two chocolates with me, the name of the chocolate is Dairy Milk. I bought two chocolates for 20 taka each. When I saw my niece in the morning, my niece called me uncle, and I also called her uncle. My niece greeted me, I answered her greetings, and said, "How are you?" She replied in a nice way, "I'm fine." "How are you, uncle?" I said, "I'm fine too."
Then I gave my niece the chocolate and tried to take a photo, but I couldn't take a good photo. I collected about two or three photos. After that, I took my phone for some time and entered the Steemit platform, read some posts and commented. Then, when it was 12:00, I prepared to go to Dhaka.
I packed everything and put it in my bag. I took a bath and prepared lunch and ate lunch.
There wasn't much for lunch.
• Rice.
• Chicken.
Since I'm moving to Dhaka, I didn't feel like eating. This is what happens, you'll notice that when you go home on vacation, you feel great. But when you have to leave home, you feel really bad, you don't feel like eating, you don't even want to eat.
I mostly travel by train. So today I checked the train news, I saw that a train would leave at noon. I wanted to go by that train. But it got very late on the way, so I missed the train. I will talk about this tomorrow, God willing.
How was my day's activities today? Of course, you can leave a valuable comment and encourage me for the next post.
Today is the end of the day, everyone, stay well and healthy, see you in the next post.
চমৎকার পোস্ট ভাই।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
** Your post has been upvoted (30.51 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan