Pleasant train journey from Dhaka to Sirajganj.
Hello friends, how are you all? I hope everyone is well, I am also very well, Alhamdulillah, by the grace of Allah.
Today I am here with a post about my enjoyable train journey, I travel in different places at different times in different vehicles, just like that journey I had on 22nd November 2024 in English, a train journey from Dhaka to Sirajganj. Travel is always enjoyable for us, but if that journey is for a village home, then it is even more enjoyable. I traveled on the Silk City train, the Silk City train travels from Dhaka to Rajshahi and from Rajshahi to Dhaka. Since I will travel on the Silk City train, I often booked the ticket 7 to 8 days in advance.
My ticket cost was 140 taka, I paid 20 taka VAT due to online payment, totaling 160 taka, I collected a ticket. I will get down at the station on the east side of the Jamuna Bridge, so I booked the ticket till that. But by the time I reached there, it was already evening, so I did not get down there, but got down at Sirajganj Shaheed M Mansur Ali station. So let's discuss with you the details of my train journey. My train was at 2:40 pm, so I left the madrasa at 12:30 pm.
Because it was Friday, I had to offer Friday prayers, so my thought was to go to the Jama Masjid at Kamalapur station and offer prayers. But after getting into the car, the driver dropped me off at the wrong place, so I could have argued with the driver, but I suppressed my anger by looking at the ground and let him go. After that, I walked from there with great difficulty to Kamalapur station. Just then, I saw that the sermon had started in the mosque, so I performed ablution and offered prayers. After offering prayers, I came out and saw that it was two o'clock.
My train is at two forty minutes, so I have another 40 minutes in my hand, after offering prayers, I collected two photos of Kamalapur station. Then I slowly tried to enter, since it was a little crowded on Friday, so after entering, I looked at the screen on the platform to see the train schedule. Because the schedule is written there and the directions are given as to which platform the train stops and at what time it will leave are also clearly written. I looked at the train schedule carefully, I also saw which platform the train stops on and went to that platform and stood.
Since I will travel by Silk City train, I went to platform number three and stood. Standing on platform number three, I saw that the train was being cleaned nicely and some people were climbing on the roof and pouring water into the train with the help of a pipe because there are bathrooms in the train to relieve natural needs, they have to be filled with water at the right time, so they are filling the train tanks and cleaning the train nicely. So I sat outside for some time and when the cleaning of the train was finished, I got on the train.
My ticket was in (J) compartment, seat number 53 in J compartment was my seat. I reached my seat and saw that another person was sitting in my seat, I asked him, brother, is this your seat? He told me, no. I said, I have booked this seat, he told me, okay, you sit down. Then I sat down in my seat and that person got up and sat down in another seat. The person who got up also booked a seat but later due to booking he could not get a seat from Kamalapur so he booked a ticket from Jamuna Setu to Rajshahi.
I was sitting in my seat and was typing on the phone, a little later I saw the train's ticket coming, asking everyone, where is your ticket? Everyone is showing their own ticket, whoever does not have a ticket is buying a ticket with money. However, it is a little better now than before, that earlier they used to charge a lot of money but now it has reduced a lot, tickets are being given to passengers, which means that corruption has reduced a little from before. Earlier, they used to embezzle a huge amount of money from the train instead of giving it to the government. That situation seems to have eased a bit now.
Anyway, I had bought a ticket and was sitting in my seat but I was not asked about the ticket. The train had to stop at various stations as it moved. Sometimes we would fall at the crossing, because the Silk City train is not very VIP, so any VIP train, including Silk City, had to wait at any station. After that train went to the destination, our train would be released. So it was a long night before we reached our destination. Anyway, in this way, I was able to travel safely and reach my destination, Alhamdulillah.
I am leaving here for today, see you in the next post. Allah is Hafez. |
---|
Device | Name |
---|---|
Android | Realme 12 Pro |
Camera | 50MP 32MP 8MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে আমার আনন্দদায়ক ট্রেন ভ্রমণ সম্পর্কে লেখা নিয়ে উপস্থিত হয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন যানবাহনে ভ্রমণ করি, ঠিক তেমনি একটি ভ্রমণ হয়েছে আমার ২২ শে নভেম্বর ২০২৪ ইংরেজিতে, ঢাকা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে ট্রেন ভ্রমণ। ভ্রমণ আমাদের জন্য সব সময় আনন্দদায়ক হয় কিন্তু সেই ভ্রমণটি যদি গ্রামের বাড়ির উদ্দেশ্য হয় তাহলে তো তা হয় আরো ব্যাপক আনন্দদায়ক। আমি ভ্রমণ করেছি সেল্কসিটি ট্রেনে, সিল্কসিটি ট্রেন ঢাকা থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে ঢাকা যাওয়া আসা করে। যেহেতু আমি সিল্ক সিটি ট্রেনেই ভ্রমণ করব তাই আমি প্রায়ই ৭ থেকে ৮ দিন আগে টিকিট কেটে রেখেছিলাম।
আমার টিকিটের দাম নিয়েছিল ১৪০ টাকা, অনলাইনে কাটার কারণে আরো ২০ টাকা ভ্যাট সর্বমোট 160 টাকা দিয়ে আমি একটি টিকিট সংগ্রহ করেছিলাম। আমি যমুনা সেতুর পূর্ব পাশের স্টেশনে নামবো তাই ওই পর্যন্তই আমি টিকিট কেটেছিলাম। কিন্তু সেখান পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা পার হয়ে যাওয়াই আমি সেখানে নামি নি বরং সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী স্টেশনে নেমেছিলাম। তো চলুন আমার ট্রেনে ভ্রমণ সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করি। আমার ট্রেন ছিল ২ঃ৪০ মিনিটে তাই আমি মাদ্রাসা থেকে ১২:৩০ মিনিটে বের হয়েছিলাম।
কেননা সেদিন ছিল শুক্রবার, জুমার নামাজ আদায় করতে হবে তাই আমার চিন্তা ধারা ছিল কমলাপুর স্টেশন জামে মসজিদে গিয়ে নামাজ আদায় করব। কিন্তু গাড়িতে ওঠার পরে গাড়িওয়ালা আমাকে ভুল একটি জায়গায় নামিয়ে দিল এর দ্বারা আমি গাড়ি ওয়ালার সাথে তর্ক-বিতর্ক করতে পারতাম কিন্তু মাটির দিকে তাকিয়ে রাগকে দমন করে তাকে ছেড়ে দিয়েছি। এরপর আমি সেখান থেকে অনেক কষ্ট করে হেঁটে হেঁটে কমলাপুর স্টেশন পর্যন্ত পৌঁছায়। ঠিক তখনই দেখলাম মসজিদে খুতবা দেওয়া শুরু হয়েছে তখন আমি অজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে বের হয়ে দেখি দুইটা বাজে।
আমার ট্রেন হচ্ছে দুইটা চল্লিশ মিনিটে তাই আরো ৪০ মিনিট সময় আমার হাতে আছে, নামাজ পড়ে বের হয়ে কমলাপুর স্টেশন এর দুটি ফটো সংগ্রহ করেছি। এরপর আমি ধীরে ধীরে ভিতরে ঢোকার চেষ্টা করলাম, যেহেতু শুক্রবার সামান্য একটু ভিড় ছিল তাই ভিতরে ঢুকে আমি ট্রেনের সময়সূচী দেখার জন্য প্ল্যাটফর্মের পর্দার দিকে তাকালাম। কেননা সেখানে সময়সূচী লেখা আছে এবং ট্রেন কোন প্লাটফর্মে থামানো আছে সেই দিকনির্দেশনা ও দেওয়া আছে এবং কোনটি কয়টার সময় ছাড়বে সেটিও স্পষ্ট করে লেখা আছে। আমি ট্রেনের সময়সূচি ভালো করে দেখি, কোন প্লাটফর্মে ট্রেন থামানো আছে সেটিও দেখে নিলাম এবং সেই প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম।
যেহেতু আমি সিল্ক সিটি ট্রেনে ভ্রমণ করব তাই আমি তিন নাম্বার প্লাটফর্মে গিয়ে দাঁড়ালাম। তিন নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখলাম ট্রেন সুন্দর করে পরিষ্কার করতেছে এবং কয়েকজন ছাদের উপর উঠে পাইপের সাহায্যে ট্রেনে পানি ঢুকাচ্ছে কেননা ট্রেনের মধ্যে প্রাকৃতিক জরুরত সারার জন্য বাথরুম রয়েছে, সেগুলোকে যথাসময়ে পানি উঠাতে হয় তাই তারা ট্রেনের টাংকি গুলোতে পানি উঠাচ্ছে এবং ট্রেন সুন্দর করে পরিষ্কার করছে। তাই আমি বাহিরে কিছু সময় বসে ছিলাম যখন ট্রেন পরিষ্কার করা শেষ হলো তখন আমি ট্রেনে উঠে পড়লাম।
আমার টিকিট ছিল (ঞ) বগিতে, ঞ বগিতে ৫৩ নাম্বার সিট ছিল আমার বসার আসন। আমি আমার সিট পর্যন্ত পৌঁছে গেলাম এবং দেখতে পেলাম আমার সেটে আরেকজন বসে রয়েছে, আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই এই সেট কি আপনার? উনি আমাকে বললেন, না। আমি বললাম এই সিটটি আমি কেটেছি, উনি আমাকে বললেন আচ্ছা ঠিক আছে আপনি বসেন। এরপর আমি আমার সিটে বসে পড়ি এবং সে ব্যক্তি উঠে অন্য সিটে বসে পড়ে। যে ব্যক্তি উঠে গেল সেও সিট কেটেছে কিন্তু পরে কাটার কারণে কমলাপুর থেকে সিট পাইনি তাই সে যমুনা সেতু থেকে রাজশাহী পর্যন্ত টিকিট কেটেছে।
আমি আমার সিটে বসে ফোন টিপতে ছিলাম, একটু পরে দেখলাম ট্রেনের টিটি আসলো, সবাইকে জিজ্ঞেস করতেছে, আপনার টিকিট কোথায়? সবাই যার যার মত টিকিট দেখাচ্ছে যার কাছে টিকিট নেই সে টাকা দিয়ে টিকিট কাটছে। তবে আগের চাইতে এখন একটু ভালো হয়েছে এটা যে, আগে খুব বেশি টাকা মেরে দিত কিন্তু এখন অনেকটাই কমে গেছে যাত্রীদেরকে টিকিট দেওয়া হচ্ছে এর মানে আগের থেকে দুর্নীতি একটু কমেছে। আগে ট্রেন থেকে ব্যাপক পরিমাণ অর্থ তারা সরকারের খাতে না দিয়ে তারা নিজেরাই আত্মসাৎ করতো। সেই পরিস্থিতি এখন একটু কমেছে দেখে মনে হল।
যাইহোক আমি টিকিট কেটেছিলাম এবং সিটে বসা ছিলাম কিন্তু আমাকে টিকিটের কথা জিজ্ঞেস করেনি। ট্রেন চলতে চলতে বিভিন্ন স্টেশনে থামতে ছিল। কোন কোন সময় আমরা ক্রসিং এ পড়ে যেতাম, কেননা সিল্ক সিটি ট্রেনটি খুব বেশি ভিআইপি নয় তাই ভিআইপি যে কোন ট্রেন আসলে সিল্কসিটি যে কোন স্টেশনে অপেক্ষা করতে হতো সেই ট্রেনটা গন্তব্যের দিকে যাওয়ার পরে আমাদের ট্রেনটা ছাড়া হতো। তাইতো আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। যাইহোক এভাবেই আমি সুস্থতার সাথে সুন্দর ভাবে ভ্রমন করে আমার গন্তব্যে পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ।
আজকে এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
X promotion
https://x.com/Monarul265535/status/1868351635078225955?t=I1_Ras7P8mzP4UHMAVwUeA&s=19