হ্যালো প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি আমার নতুন আরেকটি দিন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে ৮ ই নভেম্বর ২০২৪ ইংরেজি তারিখ। আজকের দিনটি ছিল শুক্রবার। শুক্রবার মানেই আমাদের ছুটির দিন, যদিও আমাদের ছুটি বৃহস্পতিবার বিকাল থেকেই শুরু হয় কিন্তু শুক্রবারে সারাদিন আমাদের জন্য ছুটির দিন তাই খুবই আনন্দের একটি দিন মনে হয়। ছুটির দিনে কোথাও ঘুরতে বের হওয়া কোথাও যাওয়া বন্ধুদের সাথে আনন্দ বিনোদন করা এটা অনেক আনন্দের। কিন্তু এ সপ্তাহ সেই আনন্দটুকু থেকে বাদ পড়তে হয়েছে।
সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আবার ঘুমিয়ে পড়লাম, যেহেতু আজকে ক্লাস ছিল না তাই ঘুম থেকে উঠার জন্য কেউ একবারও ডাক দেয়নি। আমিও তো নিশ্চিন্তাই ঘুমিয়ে রয়েছি কোন আওয়াজ নাই ঘুমাইতেই আছি ঘুমাইতেই আছি।ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে যখন দশটা বাজে তখন খাবার খাওয়ার জন্য আমার বন্ধু ফোন করল, চোখটা খুলে ফোনটা ধরে কানের সাথে লাগানোর সাথে সাথেই একটা ধমক শুনলাম, কি করার বাজে তো দশটা সকালের নাস্তা তো এখনো করা হয়নি, আমি ঘুমিয়ে রয়েছি তাই আমার বন্ধুও নাস্তা করতে পারেনি, আমার জন্য অপেক্ষা করছে।
দশটার সময় ঘুম থেকে উঠে দ্রুত নাস্তা করার জন্য গেলাম। সকালে দিয়েছিল ভাত, ডাল ও সিদ্ধ আলু। আমাদের মাদ্রাসায় ছাত্র অনেক বেশি হওয়ার কারণে আলু ভর্তা করে দেওয়া সম্ভব হয় না, আলু সিদ্ধ করে দিয়ে দেয় যার যার মত ভর্তা করে খেয়ে নেয়। সকালের নাস্তা খেয়ে উপরে রুমে চলে আসলাম, স্টিমেট প্ল্যাটফর্মে সময় দিচ্ছিলাম, একটু পরে আমার এক বন্ধুর সাথে মেসেঞ্জারে কথা হল ও নাকি যাত্রাবাড়ী আসতেছে, তাই ওর সাথে দেখা করে অনেক গল্পস্বল্প করলাম। তারপরে তাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য যাত্রাবাড়ী চৌরাস্তা গিয়েছিলাম।
মাদ্রাসায় এসে গোসল করে জুমার নামাজ আদায় করলাম, দুপুরের খাবার খাওয়ার জন্য আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম আজকে কি খাওয়া যায়? আমার বন্ধু বলল দেখো তোমার যেটা ভালো মনে হয় সেটাই নিয়ে আসো। তাই আমি হোটেল থেকে তেলাপোয়া মাছ ভুনা কিনে নিয়ে আসলাম। একটি মাছ দাম নিয়েছিল ৫০ টাকা। যেহেতু আমরা দুজন ছিলাম তাই একটি মাছ নিয়ে আসাই যথেষ্ট ছিল। সাথে আলু ভর্তা ও ডাউল ছিল তাই আর কিছু আনতে হয় নাই। আজকে দুপুরের খাবারটা মোটামুটি ভালোই ছিলো।
আসরের পরে হালকা নাস্তা করার জন্য বাইরে চলে গেলাম। যাওয়ার সময় আমার বন্ধুকে মেসেজ দিয়েছিলাম, বললাম চলো বাইরে যাই নাস্তা করব, কিন্তু আমার বন্ধু বলল মাদ্রাসায় খাবারের টাকা দিতে হবে তাই এখন বাহিরে যেতে পারবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাহির থেকে ঘুরে আসি। আজকে বাহিরে গিয়ে আবারো জিলাপি কিনেছিলাম, যেহেতু মাদ্রাসার সামনের দোকানগুলো অল্প টাকায় সবকিছু বিক্রি করে এবং পাওয়া যায়, তাই আমি ১০ টাকার জিলাপি কিনেছিলাম। সত্যিই আপনারা জেনে অবাক হবেন যে ১০ টাকারও জিলাপি পাওয়া যায়? আমি বলবো অন্য কোথাও পাওয়া যায় না শুধুমাত্র আমাদের মাদ্রাসার সামনের দোকান থেকেই পাওয়া যায়। নাস্তা শেষ করে কিতাবের দোকানে গিয়েছিলাম।
মাগরিবের নামাজ মাদ্রাসায় এসে আদায় করলাম। রুমে চলে এসে মাদ্রাসার সানসেটে থাকা ফুলগুলো সহ মাদ্রাসার একটা ফটো উঠালাম, সন্ধ্যার ফটো দেখে মোটামুটি ভালোই লাগলো। মাগরিবের নামাজের পর থেকে স্টিমেট প্ল্যাটফর্মে সময় দিয়েছি। এভাবেই আমার দিনটি অতিবাহিত হলো।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। |
---|
Assalamu Alaikum.
Hello Steam dear friends! How are you all? I hope everyone is doing well, I am also doing well, Alhamdulillah.
🌅Diary Game 🌄
I have come to you with another new day. Today is November 8, 2024 English date. Today was Friday. Friday means our holiday, although our holiday starts from Thursday afternoon, but Friday is a holiday for us all day, so it seems like a very happy day. It is a great pleasure to go out and have fun with friends during the holiday. But this week I had to miss out on that joy.
I woke up early in the morning, prayed Fajr prayer and fell asleep again, since there were no classes today, no one called me to wake up. I am also sleeping peacefully, there is no sound, I am sleeping, I am sleeping. When the clock struck ten, my friend called me to eat food. As soon as I opened my eyes, I grabbed the phone and put it to my ear, I heard a scolding, what should I do, breakfast is not done at ten, I am sleeping so my friend could not have breakfast either, he is waiting for me.
I woke up at ten and went to have breakfast quickly. They gave me rice, dal and boiled potatoes in the morning. Since there are too many students in our madrasa, it is not possible to make potato stew, they boil the potatoes and eat them as they like. After breakfast, I went upstairs to my room, I was spending time on the Steam platform, a little later I talked to a friend on Messenger and he said that he was coming to Jatrabari, so I met him and chatted a lot. Then I went to Jatrabari intersection to pick him up in the car.
I came to the madrasa, took a bath and offered Friday prayers. I asked my friend what I could eat for lunch today. My friend said, "Bring whatever you like." So I bought roasted tilapia fish from the hotel and brought it. One fish cost 50 taka. Since there were two of us, one fish was enough. It came with potato bharta and daul, so I didn't have to bring anything else. Today's lunch was pretty good.
After Asr, I went out for a light snack. While leaving, I sent a message to my friend, saying, "Let's go out for breakfast," but my friend said that I have to pay for the food at the madrasa, so I can't go out now. I said, "Okay, then I'll go outside." Today, I went out and bought jilapi again, since the shops in front of the madrasa sell everything for a small amount of money and are available, so I bought jilapi for 10 taka. You will be really surprised to know that you can get jilapi for 10 taka. I will say that it is not available anywhere else, only from the shop in front of our madrasa. After breakfast, I went to the bookstore.
I performed the Maghrib prayer at the madrasa. After going to the room, I took a photo of the madrasa with the flowers in the sunset, I felt quite good after seeing the evening photo. After the Maghrib prayer, I spent time on the Steemit platform. This is how my day passed.
I am saying goodbye here like today, everyone will be well and healthy, may Allah Hafez.
Device | Name |
---|---|
Android | Realme 12 Pro |
Camera | 50MP 32MP 8MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
** Your post has been upvoted (16.77 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan
Looks like you have photography experience. Very nice picture. Looks very nice too.