ইসলামি বইমেলায় গিয়েছিলাম বই কেনার জন্য।

in blurt-188398 •  29 days ago 

ইসলামি বইমেলায় গিয়েছিলাম বই কেনার জন্য।

1000012297.png Edit by canva

হ্যালো বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি।

🌸ডাইরি গেম🌼

বন্ধুরা আমি ২৭ শে অক্টোবর রোজ রবিবার দিন সম্পর্কে লিখতে যাচ্ছি, রবিবার দিন আমাদের যথা নিয়মিত ক্লাস চলতেছিল। ক্লাসের ফাঁকে ফাঁকে বন্ধুদের সাথে একটা পরামর্শ করলাম, তা হচ্ছে, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে ইসলামি বইমেলার আয়োজন করা হয়েছে। এই বই মেলাটি প্রতিবছর একবারই অনুষ্ঠিত হয়ে থাকে। প্রায়ই ১৫ দিনব্যাপী এই বইমেলা অনুষ্ঠান চলতে থাকে। এবছরও 15 দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে, আমরা ষষ্ঠতম দিনে সেখানে উপস্থিত হয়েছিলাম।

1000011949.jpg

প্রথমে বন্ধুদের সাথে পরামর্শ করে নিলাম কিভাবে সেখানে যাওয়া যায় এবং আমরা সেখানে কয়জন যাব। যেহেতু ছুটির পরে মাদ্রাসা খোলার পরে সব বন্ধুরা এখনও মাদ্রাসায় উপস্থিত হয়নি তাই আমি আমার এক বন্ধুকে বললাম চলো আমরা দুজন এখান থেকে বের হব, যখনই বের হতে ছিলাম তখন আর একজন বন্ধুর সাথে দেখা হল আমাকে জিজ্ঞেস করল কোথায় যাচ্ছো? আমি বললাম বায়তুল মোকাররমে যাবো, আমার বন্ধু আমাকে বলল আমাকে আগে বলতে, আমিও যাইতাম! আমি বললাম আমি জানতাম না তুমি সেখানে যাবে।

1000011947.jpg

এরপরে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি তাড়াতাড়ি বের হও। কেননা ২:৩০ মিনিটে গেট তালাবদ্ধ করে দেবে এজন্য দ্রুত বের হতে হবে। আমরা সবাই ২:৩০ এর মধ্যেই বের হলাম। গেটের বাহিরে গিয়ে কিছু সময় দাঁড়ালাম যখন সবাই একত্রিত হলাম তখন বায়তুল মোকাররম মসজিদের দিকে রওনা হলাম। সেখানে গিয়ে আরেক বন্ধুর সাথে দেখা হলো, আমরা মোট চারজন হলাম। আরো দুইজন বন্ধুর সাথে দেখা হয়েছিল কিন্তু পরে তারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিন্তু আমরা বই মেলাতে অনেক সময় অবস্থান করেছি।

1000012112.jpg
1000012040.jpg

বই পড়লে জ্ঞান বাড়ে এ কথাটা কিন্তু সবাই জানে, তাইতো বিভিন্ন সময় বিভিন্ন বই পড়া আমাদের জন্য খুবই জরুরী। ইসলামিক বই পড়া সবার জন্য জরুরী, ইসলামিক বই পড়ার দ্বারা ইসলামিক অনেক জ্ঞান আমাদের অর্জন হয়। বিশেষ করে যারা স্কুল, কলেজ, ভার্সিটিতে লেখাপড়া করেন তাদের জন্য ইসলামিক বই পড়ে জ্ঞান অর্জন করা খুবই জরুরী। আর যারা মাদ্রাসায় লেখাপড়া করেন তারা সাধারণত ইসলামের বিষয়ে অনেক জ্ঞান অর্জন করেন তাদেরও পড়া উপকারী। আমি বইমেলাতে গিয়ে দুটি বই কিনে আমার বন্ধুদেরকে হাদিয়া (উপহার) দিয়েছি।

1000011954.jpg
1000011966.jpg

লেখক জগতের একজন পছন্দের লেখক হচ্ছে আরিফ আজাদ। আমি ওনার বই পড়েছি, ওনার বইগুলো অনেক জ্ঞানগর্ভ ময়। আমি আমার বন্ধুদের যে দুটি বই উপহার দিয়েছি একটি নাম হচ্ছে বেলা ফুরাবার আগে লেখক আরিফ আজাদ। আরেকটি বই আমার আরেক বন্ধুকে দিয়েছি বইটির নাম হচ্ছে "আই লাভ ইউ" লেখক আতিকুল্লাহ সাহেব। দুটি বই কিনে দুই বন্ধুকে পড়ার জন্য উপহার দিয়েছি আশা করি তারা এখান থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবে। আমার অনেক বই কেনা আছে তাই এবার বইমেলা থেকে নিজের জন্য কোন বই কিনি নাই।

1000012045.jpg
1000011920.jpg
1000012056.jpg
1000012048.jpg

বইমেলায় ইসলামিক বই বিক্রির পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। শানে সাহাবা (রা:) সংগঠন থেকে ওলামায়ে কেরাম এসেছিলেন এবং বিভিন্ন কথাবার্তা বলেছেন। সেই সাথে বই কেনার গুরুত্ব বুঝিয়েছেন। এরপর আমরা সেখান থেকে রাত্রে মাদ্রাসায় চলে আসি।

প্রতিবছর বাইতুল মোকাররমে ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয় ইতিপূর্বে অনেকবার সেখানে বইমেলা অনুষ্ঠিত হয়েছে কিন্তু স্বৈরাচার সরকার এমন এমন ব্যক্তিকে সেখানে রেখেছিল যাদের দ্বারা বইমেলার সম্মান নষ্ট হয়েছে বলে আমরা মনে করি তাই এবছর কঠোর থেকে কঠোর হুঁশিয়ারি ও সাবধান করার পরে শেষ পর্যায়ে যারা নাস্তিক পর্যায়ে ছিল তাদেরকে ইসলামী বইমেলার ব্যানার থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ফলে আমরা ইসলামী বইমেলা অনেক সুন্দর ভাবে উদযাপন করতে পেরেছি এবং সেখানে আমরা অসংখ্য ইসলামিক বই উঠাতে পেরেছি এবং সেখান থেকে বাংলাদেশের অনেক মানুষ বই ক্রয় করতে পেরেছে।

ইসলামিক বইমেলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয় তবে বায়তুল মোকাররমের আন্তর্জাতিকভাবে ইসলামিক বই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে আমরা প্রতিবছর সেখানে অংশগ্রহণ করি আমাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে প্রতি বছর বইমেলা হয় খুবই মনোমুগ্ধকর। তো বন্ধুরা এই ধরনের ইসলামিক বইমেলা গুলো যাতে প্রতিবছর হয় সেজন্য সকলের সহযোগিতা করতে হবে এবং বইমেলা থেকে ন্যূনতম একটি বই হল ক্রয় করতে হবে। তো বন্ধুরা এই ছিল বই কিনা নিয়ে আমার সংক্ষিপ্ত কিছু কথা আশা করি আপনারা বুঝতে পেরেছেন।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

DeviceName
AndroidRealme 12 Pro
Camera50MP 32MP 8MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin

I went to the Islamic Book Fair to buy books.

Hello friends! How are you all? I hope everyone is well, I am also very well and healthy, Alhamdulillah.

🌸Diary Game🌼
Friends, I am going to write about Sunday, October 27th, our regular classes were going on Sunday. In between classes, I consulted with my friends, that is, the Islamic Book Fair has been organized by the Islamic Foundation in Baitul Mukarram. This book fair is held once every year. This book fair program usually lasts for 15 days. This year too, the 15-day book fair has started, we were there on the sixth day.

First, I consulted with my friends how to go there and how many of us will go there. Since all the friends have not yet arrived at the madrasa after the holidays, I told one of my friends that let's go out of here, whenever I was about to go out, I met another friend and asked me where are you going? I said I will go to Baitul Mukarram, my friend told me to tell him first, I would have gone too! I said I didn't know you were going there.

Then I said okay then you should leave quickly. Because the gate will be locked at 2:30 so we have to leave quickly. We all left by 2:30. We stood outside the gate for some time when we all gathered, then we headed towards Baitul Mukarram Mosque. We met another friend there, we were four in total. We met two more friends but later they got separated from us. But we stayed for a long time to exchange books.

Everyone knows that reading books increases knowledge, that's why it is very important for us to read different books at different times. Reading Islamic books is important for everyone, we gain a lot of Islamic knowledge by reading Islamic books. Especially for those who study in schools, colleges, universities, it is very important to gain knowledge by reading Islamic books. And those who study in madrasas usually gain a lot of knowledge about Islam. Reading is also beneficial for them. I bought two books at the book fair and gave them to my friends as gifts.

In addition to selling Islamic books, Islamic cultural programs are also organized at the book fair. Ulama from the Shane Sahaba (RA) organization came and gave various talks. They also explained the importance of buying books. After that, we went to the madrasa at night.

Every year, the Islamic book fair is held in Baitul Mukarram. Book fairs have been held there many times in the past, but the authoritarian government kept such people there who we think have ruined the honor of the book fair. Therefore, after strict warnings and cautions this year, those who were at the atheist stage at the last stage have been removed from the banner of the Islamic book fair. As a result, we were able to celebrate the Islamic book fair in a very beautiful way and we were able to raise numerous Islamic books there and many people in Bangladesh were able to buy books from there.

Islamic book fairs are held in different places in Bangladesh, but the international Islamic book fair is held in Baitul Mukarram. We participate there every year. With the participation of all of us, the book fair is very attractive every year. So friends, everyone should cooperate so that such Islamic book fairs are held every year and at least one book should be purchased from the book fair. So friends, I hope you have understood my brief words about this book.

I am saying goodbye here like today. May everyone be well and healthy, may Allah Hafez.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  28 days ago  ·  

Apni ki amader discord server a join asen??

  ·  27 days ago  ·  


** Your post has been upvoted (15.10 %) **