Bismillahir Rahmanir Rahim
This is @abdulmomin from #Bangladesh.
Hello Blurt dear friends! How are you all? I hope you are very well by the grace of Allah. I am also very well and healthy, Alhamdulillah, by the grace of Allah and your prayers and love. Today I will present my introductory post to you. Although I have been working on this platform for a long time, I am forced to submit my introductory post to verify my authenticity. I want to verify my authenticity through this post so that no kind of effect falls on me in the future, so I want to be clear in advance.
My scheduled year to appear on the blurt platform is 2021, since I started writing on this platform in 2021, I had high hopes but before I reached my goal, the token price dropped to the bottom, so I was very worried about how to move forward with my work, finally the token price is increasing little by little and everyone's attention is increasing towards the work, we hope that the token price will go up even more soon InshaAllah. I am presenting my introductory post to you on this platform to verify my authenticity.
My name is Md. Monarul Islam, my username is @abdulmomin, we are three brothers, we have no sisters. We have a happy family with three brothers and parents. I am the eldest among the brothers, my younger brother has completed marine engineering, now he works in my uncle's generator company. And the youngest, his name is Abdul Alim, younger brother Abdul Alim completed his education from IST and works at Bangladesh Special Hospital. That is, there is Bangladesh Special Hospital in Shyamoli, where I work, which is the largest VIP hospital in Bangladesh. I studied in the Madrasa line, I studied in Qawmi Madrasa.
I completed my primary education in my village, then I expressed my interest in taking admission in the Madrasa line, then my father admitted me in a Madrasa, the name of the Madrasa is Alampur Darul Uloom Hafiziya Madrasa, which is located in our Kazipur. I spent most of my educational life there, starting from Noorani Nazr, I became a Hafiz there, I spent about five years there. When I was studying there, I used to eat food in the lodging house, after eating food in the lodging house, I used to come to the Madrasa and study. Those days were very bright, then I used to study, play sports, do various things, but what happened now, I am always busy with my phone, the days are much different than before.
Then I came from there to study the Quran and got admitted to Dattabari Darul Hifz Islamia Madrasa, which is located in Sirajganj. I studied the Quran for two years there. After spending two years, I got admitted to Dhaka to study better. After studying for a year in Dhaka, I mastered the Quran and I got admitted to the book department. I studied in the book department at Hajibari Madrasa, Sirajganj for two years and then I moved to Dhaka to pursue higher education. Then, in the middle of a year, when all institutions were closed due to the coronavirus, I got admitted to Noorani Talimul Quran Mahius Sunnah Madrasa, located in Sirajganj. I studied there for a few months and then I went home.
After the end of the coronavirus, I moved to Dhaka and started studying by getting admitted to Jatrabari Madrasa. Now I am studying in Jatrabari Big Madrasa, our madrasa is called Jamia Islamia Darul Uloom Madania, Jatrabari, Dhaka. I am still studying in Jatrabari Madrasa at Mishkat Jamaat, I will finish my Maulana here next year, InshaAllah. That is, another stage of my education will be over. After that, if I get admitted to the Ifta department for higher education, it will be a different matter. But you should pray that Allah accepts me on the path of religion. So that I can move forward with more strength by doing my daily work.
Anyway, I discussed my educational life again, and again, there are many things I like, of which I will present a few to you, I love traveling, especially enjoying traveling to different tourist places. Along with that, I like eating different things, if I go somewhere, I pay the most attention to eating there. Again, there are many other things I like, one of which is working online. I work online along with my studies. I started working online a long time ago, for example, I started working on the blurt platform in 2021.
Anyway, I just finished my introduction today so that I don't have to face any problems in the future. So friends, I am saying goodbye here today. May everyone be well and healthy. I am ending my brief speech here, may Allah protect us.
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হ্যালো Blurt dear friends! আপনার সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া ও ভালবাসায় অনেক ভালো আছি সুস্থ আছি। আমি আজকে আমার পরিচয় মূলক পোস্ট আপনাদের সামনে তুলে ধরব। যদিও আমি এই প্লাটফর্মে অনেক আগে থেকেই কাজ করি কিন্তু আমার সত্যতা যাচাই করার জন্য আমি আমার পরিচয় মূলক পোস্ট সাবমিট করতে বাধ্য হয়েছি। আমি এই পোষ্টের মাধ্যমে আমার সত্যতা যাচাই করতে চাই যাতে করে ভবিষ্যতে কোন প্রকার ইফেক্ট আমার উপর না পড়ে তাই আমি আগে থেকেই ক্লিয়ার হতে চাই।
আমার blurt প্লাটফর্মে উপস্থিত হওয়ার নির্ধারিত সাল হচ্ছে ২০২১ সাল, ২০২১ সালে যখন আমি এই প্ল্যাটফর্মে লেখা শুরু করি তখন থেকে আমার অনেক বড় আশা ছিল কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছানোর আগেই টোকেনের দাম একেবারে নিচে নেমে যায় তাই অনেকটাই আশঙ্কার মধ্যে ছিলাম কিভাবে কাজ করে এগিয়ে যাওয়া যায়, অবশেষে টোকেনের দাম একটু একটু করে বেড়ে যাচ্ছে এবং সকলেরই কাজের প্রতি মনোযোগ বেড়ে যাচ্ছে, আমরা আশা করি খুব তাড়াতাড়ি টোকেনের দাম আরো উপরে যাবে ইনশাআল্লাহ। এই প্লাটফর্মে আমি আমার সত্যতা যাচাই করার জন্য আমি আমার পরিচয় মূলক পোস্ট আপনাদের সামনে উপস্থাপন করছি।
আমার নাম মোঃ মোনারুল ইসলাম, আমার ইউজার নেম @abdulmomin আমরা তিন ভাই আমাদের কোন বোন নেই। তিন ভাই ও মা-বাবাকে নিয়ে আমাদের একটি সুখী পরিবার। আমি ভাইদের মধ্যে সবার বড় আমার ছোট ভাই মেরিন ইঞ্জিনিয়ারিং শেষ করেছে, এখন সে মামার জেনারেটর কোম্পানিতে চাকরি করে। আর সবার ছোট যেটা ওর নাম আব্দুল আলিম , ছোট ভাই আব্দুল আলিম আই এস টি থেকে লেখাপড়া শেষ করে বাংলাদেশ স্পেশাল হসপিটালে চাকরি করে। অর্থাৎ শ্যামলীতে বাংলাদেশ স্পেশাল হসপিটাল রয়েছে সেখানে চাকরি করে যেটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ভিআইপি হসপিটাল। আমি মাদ্রাসা লাইনে লেখাপড়া করি আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করি।
আমি প্রাথমিক শিক্ষা আমার গ্রামেই সমাপ্ত করেছি, এরপরে আমি মাদ্রাসা লাইনে ভর্তি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি, তখন আমার আব্বা আমাকে একটি মাদ্রাসায় ভর্তি করে দেয় মাদ্রাসার নাম হচ্ছে আলমপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা যেটি আমাদের কাজীপুরে অবস্থিত। আমি সেখানে আমার শিক্ষা জীবনের অনেকটাই সময় ব্যয় করেছি সেখানে নূরানী নাজের থেকে শুরু হাফেজ হয়েছি সেখানে প্রায় পাঁচটি বছর অতিবাহিত করেছি। সেখানে যখন আমি লেখাপড়া করতাম তখন আমি লজিং বাড়িতে খাবার খেতাম লজিং বাড়িতে খাবার খেয়ে মাদ্রাসায় এসে লেখাপড়া করতাম। তখনকার দিনগুলো ছিল খুবই উজ্জ্বল, তখন লেখাপড়া করতাম,খেলাধুলা করতাম বিভিন্ন কিছু করতাম কিন্তু এখন কি হয়ে গেল সবসময়ই ফোন নিয়ে ব্যস্ত থাকি আগের চাইতে এখনকার দিনগুলো অনেক পরিবর্তন।
এরপরে আমি কুরআনুল কারীম শুনানি করার জন্য সেখান থেকে এসে দত্তবাড়ি দারুল হিফজ ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি হই যা সিরাজগঞ্জে অবস্থিত। আমি সেখানে দুটি বছর কুরআনুল কারীম শুনানি করি। দুই বছর অতিবাহিত করি, তার থেকে ভালোভাবে শুনানি করার জন্য ঢাকায় ভর্তি হই। ঢাকায় এক বছর শুনানি করার পরে আমার কুরআনুল কারীম আয়ত্ত হয়ে যায় এবং আমি কিতাব বিভাগে ভর্তি হয়ে যাই। সিরাজগঞ্জ হাজীবাড়ী মাদ্রাসায় দুই বছর কিতাব বিভাগে লেখাপড়া করি অতঃপর উচ্চশিক্ষা লাভের জন্য ঢাকায় চলে আসি। এরপরে মাঝখানে এক বছর করোনা ভাইরাসের কারণে সকল প্রতিষ্ঠান যখন বন্ধ ছিল তখন আমি সিরাজগঞ্জে অবস্থিত নূরানী তালিমুল কুরআন মহিউস সুন্নাহ্ মাদ্রাসায় ভর্তি হই। সেখানে কয়েক মাস অধ্যায়নরত থাকি অতঃপর বাসায় চলে আসি।
করোনা শেষ হওয়ার পরে ঢাকাই চলে আসি এবং যাত্রাবাড়ী মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া শুরু করি। এখন আমি যাত্রাবাড়ী বড় মাদ্রাসায় লেখাপড়া করি আমাদের মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ী, ঢাকা। আমি এখনো যাত্রাবাড়ী মাদ্রাসায় মিশকাত জামাতে লেখাপড়া করতেছি, আগামী বছর এখানে মাওলানা শেষ করবো ইনশাআল্লাহ । অর্থাৎ আমার লেখাপড়ার আরেক ধাপ শেষ হয়ে যাবে। এরপরে যদি উচ্চশিক্ষা লাভের জন্য ইফতা বিভাগে ভর্তি হয় সেটা ভিন্ন কথা। তবে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন দ্বীনের পথে কবুল করেন। আরো মজবুতের সাথে যেন দিনের কাজ করে এগিয়ে যেতে পারি।
যাইহোক আবার লেখাপড়ার জীবন আলোচনা করলাম, আবার পছন্দের অনেক কিছুই আছে তার মধ্যে সামান্য কিছু আপনাদের সামনে তুলে ধরব, আমি ভ্রমণ করতে ভালবাসি বিশেষ করে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে উপভোগ করি। সেই সাথে বিভিন্ন কিছু খাওয়া দাওয়া পছন্দ করি যদি কোথাও ভ্রমণ করতে যায় সেখানে সবচেয়ে বেশি খাওয়া দাওয়ার দিকে মনোযোগ দিয়ে থাকি। আবার পছন্দের আরো অনেক জিনিস রয়েছে তার মধ্যে একটি হচ্ছে অনলাইন এ কাজ করা। আমি লেখাপড়ার পাশাপাশি অনলাইনে কাজ করে থাকি আমি অনেক আগে থেকেই অনলাইনে কাজ শুরু করেছি যেমন blurt প্লাটফর্মে আমি ২০২১ সাল থেকে কাজ শুরু করেছি।
যাই হোক আমি শুধু আমার আজকে পরিচয়পর্ব শেষ করলাম এজন্য যে, যাতে যাতে করে ভবিষ্যতে যেন কোন সমস্যার সম্মুখীন না হতে হয়। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ।
Device | Name |
---|---|
Android | Realme 12 Pro |
Camera | 50MP 32MP 8MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
Welcome to Blurt! 🙂
I invite you to take part in our survey to tell us how did you find a blurt:
https://blurt.blog/blurt/@khrom/how-did-you-come-across-blurt-take-part-in-the-survey-and-get-strong-upvotes-1719947984376
Thank you for letting me know by commenting, I have written about how I got involved in Blurt and submitted it in the comments section. Thank you.
X promotion
https://x.com/Monarul265535/status/1868907369138467201?t=BiAupZGJ9xOzZPoltaypUQ&s=19