This is the first time we have seen flooding in our area.

in blurt-1845409 •  2 days ago 
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

আমাদের এলাকায় এই প্রথম বারের মত বন্যা দেখলাম।

20240823_131924.jpg
বিগত ইতিহাসে আমি এমন বন্যা দেখিনি। সিলেটের বন্যা দেখেছিলাম টিভিতে। তবে আমাদের এদিকে এর আগে কোনোদিন এমন বন্যা হয়নি।আমাদের এলাকা অনেক উঁচু সাধারণত আমাদের আশে পাশের এলাকায় ও এমন বন্যা হয়নি।আর আশেপাশের এলাকার চাইতেও আমাদের এলাকা অনেক উঁচু।তবে এইবার সেই উঁচু এলাকায় বন্যা এটা আসলেই অনাকাঙ্ক্ষিত।

চারিদিকে মানুষের বাড়ি পানিতে ডুবে যাচ্ছে, সবাই যার যার প্রাণের বিটা ছেড়ে খুঁজে বেড়াচ্ছে নিরাপদ আশ্রয়।আমাদের গ্রাম যদিও এখনো ভালোই আছে তবে ধীরে ধীরে পানি বাড়ছে এটা চিন্তার বিষয়।আমাদের স্থানীয় বাজারে গেলে সেখানে কোন পানি নেই।পানি নেই বলতে বাজার এলাকাও অনেক উঁচু।আর চারিদিক থেকে মানুষ এসে আমাদের দাগনভূঞা বাজারে উঠছে।
20240823_131325.jpg

বর্তমানে আমাদের মানবিক এক দল চারিদিকে ট্রাক্টর নিয়ে বন্যায় বিপদগ্রস্ত মানুষদের উদ্ধার করছে।আমাদের মানবিক দল ছাড়াও অনেক অনেক দল আছে যারা মানুষদের রক্ষা করতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।আবার একদল মানুষ আমাদের বাজারে মাইকিং করে বন্যাদূর্গত মানুষদের জন্য সবার কাছে সহযোগীতা চাচ্ছে।

সবাই যার যার মত করে সহযোগীতা করছে।আর আমাদের দাগনভূঞা বাজারে এই পর্যন্ত ৩০টার ও বেশি আশ্রয় কেন্দ্র খুলেছে।চারিদিক থেকে মানুষ সেখানে আশ্রয় নিচ্ছে।আর তাদের কে সাহায্য করার জন্যই মূলত আমাদের দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে সবার থেকে টাকা উঠাচ্ছে।এটা ছাড়াও যার যার প্রেক্ষাপট থেকে খাওয়ার রান্না করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে মানুষকে খাওয়ানোর জন্য।
20240823_131654.jpg

আমাদের এলাকায় পানি রোডে উঠেছে মাত্র।তবে পানি যদি আরো বাড়ে তখন রিস্ক জোন এ পরিনত হবে।তবে এখনো বাড়িতে পানি ডুকেনি,কিন্তু বৃষ্টি হলে রিস্ক একটু বেশি থাকবে।কারণ পানি তো বাংলাদেশে ডুকতেছে আবার সেগুলো অল্প অল্প করে সুইচ গেট দিয়ে সাগরে চলে যাচ্ছে।এখন যদি বৃষ্টি হয় তখন বিপদ আরো বেড়ে যাবে।

যাইহোক চারিদিকে মানুষদের কষ্ট দেখে খারাপ লাগছে।আবার বাজারে জিনিসপত্রের দামও বেড়ে যাচ্ছে।তবে এর মাঝেও কিছু ভালো মানুষ আছে যারা বন্যাদুর্গত মানুষদের জন্য কিছু টাকা কমে রাখছে।আবার কিছু অমানুষ আছে যারা আগের চাইতে বেশি টাকা নিচ্ছে।যাইহোক যার যার কর্মফল সে একদিন পাবে।

20240823_131216.jpg
যাইহোক আজকে আর বেশি কথা বাড়াবো না।তবে সবার কাছে দোয়া কামনা করি।যাতে করে এই বিপদ থেকে সবাই মুক্তি পায়।আজকে আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে আরো আপডেট নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো।সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 days ago  ·  


** Your post has been upvoted (2.54 %) **