One day, I went to the big market in Cox's Bazar to buy dried fish.

in blurt-1845409 •  6 days ago 
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

শুটকি কিনতে একদিন কক্সবাজারের বড় বাজার অবস্থান।

20241029_124226.jpg

বন্ধুরা শুটকি অনেকে পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না। তবে কিছু কিছু শুটকি আমার অনেক পছন্দের, তাই কক্সবাজার যখনই যাই তখন অল্পস্বল্প হলেও শুটকি নিয়ে আসি। এবারও তার ব্যতিক্রম নয়। অল্প কিছু শুটকি নেওয়ার জন্য গিয়েছিলাম বড়বাজার এবং আমার সাথে আমার বন্ধুও গিয়েছিলো। যদিও আমি অল্প কিনেছি তবে আমার বন্ধু অনেক শুটকি কিনেছিল।

20241029_123957.jpg
তবে এ শুটকি কেনার জন্য বড় বাজার না গেলেও চলে। যেহেতু কক্সবাজার শুটকির জন্য বিখ্যাত, তাই কক্সবাজারের মেইন যে পয়েন্টগুলো রয়েছে লাবনী পয়েন্ট এবং সুগন্ধা পয়েন্ট এগুলোর মধ্যেও অসংখ্য শুটকির আড়ত রয়েছে। তবে সত্যি বলতে সেখানে আরতের মধ্যে ভালো মানের শুটকি কম থাকে। ম্যাক্সিমাম শুটকি থাকে যেগুলো লবণ দেয়া। আর যদিও লবণ ছাড়া কোন শুটকি থাকে তাহলে অনেক বেশি প্রাইজে বিক্রি করে।

20241029_124036.jpg

আবার তারা লবণ দেওয়া শুটকিও অনেক বেশি প্রাইসে বিক্রি করে। যেহেতু এখানে কাস্টমারের অভাব নেই। স্বদেশ থেকে শুরু করে বিদেশি কাস্টমার পর্যন্ত এইসব দোকানে ভিড় জমায়। তাই তারাও প্রচুর পরিমাণে রেট বসিয়ে রাখে শুটকিতে। সেই হিসেবে সেখান থেকে না কিনে চিন্তা করলাম বড় বাজার থেকে কিনবো। আর বড় বাজারে গেলে সেখানে অনেক ধরনের শুটকি দেখবো,আর ভালো ভালো শুটকি পাব। সর্বোপরি সব দিক থেকে ভালো হবে তাই চলে গেলাম বড়বাজার।
20241029_124154.jpg
আসলে কক্সবাজার থেকে বড়বাজার বেশি দূরে নয়, অটো রিক্সায় করে ৯০ টাকার ভাড়া। আমি আমার বন্ধু জুয়েল ও কক্সবাজারের স্থানীয় এক বন্ধুসহ অটো রিক্সায় করে চলে গেলাম বড়বাজার।২০ থেকে ২৫ মিনিট সময় লাগলো যেতে। যেহেতু টুরিস্ট এলাকা হিসেবে সেখানে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে। আর আমাদের মত সেখানে বার্মিজ মার্কেটে ও শুটকি কিনতে অনেকেই যায়।যাই হোক যথারীতি সেখানে পৌঁছে গেলাম।

20241029_124130.jpg

আমরা অটো রিক্সা থেকে নেমে সরাসরি শুটকির আড়তের দিকে যেতে লাগলাম। সেখানে গিয়ে প্রথমত আমরা অনেকগুলো শুটকির নাম জানতে চাইলাম। তারপর নিজেরা যে আইটেমের শুটকিগুলো নিব সেগুলোর নাম বললাম এবং তিনি এগুলোর দাম বলল। দামের সাথে শুটকি সাথে মিলিয়ে দেখালো। লবণ দেওয়া শুঁটকি কত দামে এবং লবণ ছাড়া ভালো মানের গুলো কত দামে এবং ভালো-মন্দ সব ব্যাপারে সে আমাদের সাথে আলোচনা করলো।

শুটকি কেনার আগে আধা ঘন্টা উপরে আমরা শুধু কথোপকথন চালিয়ে গেলাম। কোনটা ভালো হবে, কোনটার মান ভালো, কোনটা কেন খারাপ, কোনটার দাম বেশি কেন, এভাবে বিভিন্ন রকম প্রশ্ন এবং উত্তরের মাঝে আধা ঘন্টার উপরে সময় চলে গেল। তারপরে যখন কনফার্ম হলাম দাম এবং মানের দিকে। তারপরে শুরু করলাম কেনার অর্ডার।লোকটা আমাদের দুজনের জন্য সবগুলো শুটকি মেপে রাখল এবং আরেকটি লোক এগুলো সুন্দরভাবে প্যাক করে দিলো।
20241029_124115.jpg
সত্যি বলতে বড় বাজারে যে আড়তগুলো রয়েছে এগুলো কক্সবাজারের মেইন পয়েন্টের দশটা মিলে একটা আড়ত হবে। কারণ এখানে অনেক বেশি শুটকি রয়েছে। যাইহোক অবশেষে সবগুলো শুটকি সুন্দর প্যাক করে দুই ভাগে ভাগ করে আমরা দুজনে নিয়ে নিলাম।তারপর সেখানে টাকা পেইড করে চলে এলাম আমাদের গন্তব্যে।তো বন্ধুরা আসলে ভালো শুটকির জন্য ভালো জায়গা তো অবশ্যই যেতে হবে। আর কক্সবাজার অনেক ভালো একটি জায়গা ভালো মানের শুটকির জন্য। যারা শুটকি পছন্দ করেন, তারা সেখান থেকে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।যাইহোক আজকে এ পর্যন্ত কথা আর না বাড়িয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণভ্রমণ।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
লোকেশন- বাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  6 days ago  ·  


** Your post has been upvoted (2.01 %) **