Friends of my Blurt LifeStyle Community
I'm @kingparvez from Bangladesh
Bangladesh is a country with very natural beauty. There is no shortage of natural beauty here, but now they are slowly being destroyed because the beauties are slowly being lost. One of the natural beauties of Bangladesh is the best. The rivers, canals, and beels. Currently, the rivers of Bangladesh are almost disappearing because due to the lack of rivers, the management and various activities, the rivers are losing their original form. Today, I am trying to present such a picture with you. The river is in a bad condition, but the current condition of the river is very bad. Currently, it is in a very dirty condition. You can see that the common people here face many problems in traveling and transporting goods by river. And the river is in a bad condition, but this is a big sign that the beauty of Bangladesh is being destroyed. I think they say this because all the new canals and beels in Bangladesh have become like this. This is the condition of the river, I am trying to show you the subject called the lungs of Bangladesh, that is, the river is called the flower of Bangladesh, the lungs of Bangladesh, Bangladesh riverism, but it is impossible to imagine this country without the Bangladesh river, and the condition of that river is currently ending day by day, and because of the end of that river, but you can see here what is the condition of the river, so basically today's block post is to show you this condition. We will give guidance on how to overcome the river and get a good river, and what the government should do or take initiatives to overcome this situation, and you, as a married couple, do you need this awareness to protect the river? It will be shown to you and explained to you, this is a very important matter.
Bangladesh is a country where if there are rivers, the country will remain, if there are no rivers, the country will be threatened because in many parts of this country, but the rivers are our country, but day by day that river is disappearing, day by day the river is disappearing because due to encroachment, people are occupying and building their own structures inside the river and filling the river. In addition, it is seen that soil is being taken from the river to make bricks and along with that, chemicals are being transported here and along with that, garbage is being dumped around the river, but a lot of damage is being done to the river, which is a very bad thing that you need to know and you all need to be aware of this. If you cannot move away from this issue, the river will be under threat and if the river is under threat, your life will be under threat because the life of the rural areas depends on the river, so of course the river has to be settled, if you cannot settle the river, there will be a lot of damage, which is a very important issue and an important aspect that you need to keep in mind. Of course, if you do not save the river, you will be damaged and you have to work keeping all these issues in mind, which is a very important issue. Has the Bangladesh government formed a central river protection committee before? They formed a river protection committee but they could not bring much speed to the work. If they had had much speed, these rivers would have been protected. These rivers would not have been filled with garbage in such a situation, which is a very bad aspect. And these rivers are actually discharged by large ships every day. These issues are very important and very harmful. You need to have an idea about these harmful issues and prevent these remedial issues and increase awareness among ourselves. This is a very important issue and one that we need to keep in mind.
If you keep these things in mind, will you face many problems with people? Since you do not have to work and you have to try to protect this river. If you do not try your best, then you will have to think about the damage to the environment, which is a very important matter. You have to keep these important things in mind because if you do not keep this important thing in mind, it will harm everyone including you and the nature and will end up in great harm to the country, starting from the villages and towns. You have to keep these important things in mind and if you do not work with these things in mind, you can face a lot of damage, so you must keep these things in mind and you will face damage because if you do not, you have to take the steps that should be taken to avoid these damage aspects and if you do not take those steps, you can be very damaged and you can face a lot of damage so that you do not face damage, you have to keep those things in mind. This is a very important matter, but not everyone thinks about it, so you have to think about it. If you do not think about it, you will agree to a lot of damage because everyone including you and the river in your village or the region will be damaged, which is very important. The local river is a popular place in Bangladesh. It fulfills all kinds of non-vegetarian needs of people. Most of the people in the country like rivers and keep it on their travel list. There are rivers in different places in Bangladesh. I mostly go to see local rivers. Today I will share my experience of going to the river. There is a local river next to where I live. I go there regularly. Many types of fish are available here, both local and foreign fish. Among them, I like local fish. Yesterday I bought 2 kg of local fish. Every day thousands of people come here in rows to see the river. The beauty of the rivers is very beautiful. Needless to say, even though it is a local river, it is very clean. The entire rivers are very clean. The surrounding environment is very beautiful. The behavior of those who came with us to see the river was also very beautiful. This river is very important economically. Especially the daily cargo ships expect to pass through this river. Because these rivers are very important and have high water depth. Many rivers are also seen in the city. The river has become an important commercial route in Bangladesh. Therefore, people of all ages and classes prefer rivers. I suggest everyone around me to protect the river. So, from today onwards, you will work to protect the river and take whatever steps are necessary to protect the river because it is your moral responsibility to restore the river's life by restoring it for the day.
You have to keep this slogan in your heart because the river is a very important thing for the country. The river is a very important resource for the country. The current state of the river is very sad. In the future, the river will have to suffer in a very sad way. This is the situation of the river in almost every place in Bangladesh. Therefore, it is necessary to take steps to protect the river. The local people must be united. Later, with the help of the administration and the help of the government, these steps must be taken and those who are influential and who occupy the river and fill it with garbage and garbage must be resisted socially and administratively, which will play a very important role in the future. To protect it in the future, those of you who are in the conscious circle must keep this issue in mind. Only those of you who are in the conscious circle can work on this issue because they are them, but no one can work on this issue. If this is a very important issue, you must keep this important issue in mind. If you do not keep this important issue in mind, you may suffer a lot.You have to keep this slogan in your heart because the river is a very important thing for the country. The river is a very important resource for the country. The current state of the river is very sad. In the future, the river will have to suffer in a very sad way. This is the situation of the river in almost every place in Bangladesh. Therefore, it is necessary to take steps to protect the river. The local people must be united. Later, with the help of the administration and the help of the government, these steps must be taken and those who are influential and who occupy the river and fill it with garbage and garbage must be resisted socially and administratively, which will play a very important role in the future. To protect it in the future, those of you who are in the conscious circle must keep this issue in mind. Only those of you who are in the conscious circle can work on this issue because they are them, but no one can work on this issue. If this is a very important issue, you must keep this important issue in mind. If you do not keep this important issue in mind, you may suffer a lot.
Thank you all for reading my blog with such attention. I hope you all will stay with me and read my blog regularly. I write every blog from my real life experience. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today with the prayer that I can write new blogs regularly and share them with you.
বাংলাদেশ অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত একটা দেশ এখানে প্রাকৃতিক সৌন্দর্যের কোন অভাব নেই কিন্তু বর্তমানে সেগুলো আস্তে আস্তে নষ্ট হতে যাচ্ছে কারণ আস্তে আস্তে সৌন্দর্যগুলো হারিয়ে যাচ্ছে কারণ বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য সেটা সেরা হয়েছে নদ-নদী খাল বিল আর বর্তমানে বাংলাদেশের নদী কিন্তু হারিয়ে যাচ্ছে প্রায় কারণ নদীর অভাবে ব্যবস্থাপনা এবং বিভিন্ন কার্যক্রমের কারণে নদী কিন্তু তার আসল রূপ কিন্তু হারাতে যাচ্ছে সেই রকম একটা চিত্র আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। জরো জন্য নদীতে কিন্তু বর্তমানে নদীর অবস্থা কিন্তু খুবই খারাপ বর্তমানে কিন্তু এখানে অত্যন্ত নোংরা অবস্থায় আছি আপনারা দেখতে পাচ্ছেন যেটা এখানে সাধারণ মানুষ গুলোর যাতায়াত করতে এবং নদীপথে মালামাল পরিবহন এর ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয় এবং শুধুমাত্র বাংলাদেশের সৌন্দর্য নষ্টের জন্যই জরাজ জন্য নদী কিন্তু নদীর অবস্থা এটাই কিন্তু বড় একটা নিদর্শন হিসাবে তারাই বলে আমি মনে করি কারণ বাংলাদেশের নতুন খাল বিলগুলো প্রত্যেকে এরকম অবস্থা হয়ে গেছে। এটাই নদীর অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের ফুসফুস নামে যে বিষয়টি পড়ছিল সেটি হচ্ছে নদী নদীকে বলা হয় বাংলাদেশ ফুল বাংলাদেশের ফুসফুস বাংলাদেশ নদীবাদকে বাংলাদেশ নদী ছাড়া কিন্তু এই দেশ কল্পনা করা কিন্তু অসম্ভব আর সেই নদীর অবস্থা বর্তমানে দিন দিন শেষ হয়ে যাচ্ছে এবং সেই নদীর অবস্থা শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নদীর কি অবস্থা তাই এই অবস্থা আপনাদেরকে দেখানোর জন্যই বেসিক্যালি আজকের এই আমাদের ব্লক পোস্টটি। ধরাধরি নদী থেকে কিভাবে কাটিয়ে উঠে আমরা ভালো নদী পাবেন সে বিষয়টি দিক নির্দেশনা দেয়া হবে এবং এই অবস্থা থেকে কাটি উঠার জন্য সরকারকে কি করা উচিত কি উদ্যোগ নেওয়া উচিত এবং আপনি বিয়ে একটি হিসেবে আপনার কি এই সচেতনতা দরকার নদী রক্ষায় সেটি আপনাকে দেখানো হবে এবং বোঝানো হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।
বাংলাদেশ এমন একটা দেশে বাংলাদেশের নদী থাকলে দেশ থাকবে নদী না থাকলে দেশ হুমকির মুখে পড়ে যাবে কারণ এই দেশের কিন্তু অনেক অংশে কিন্তু নদী নদীমাতৃক আমাদের দেশ কিন্তু দিন দিন সেই নদী হারিয়ে যাচ্ছে দিনদিন নদী হারিয়ে যাচ্ছে কারণ দখলদারিত্ব কারণে মানুষ দখল করে নিজের স্থাপনা তৈরি করছেন নদীর ভিতরে এবং নদী ভরাট শুরু করেছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে নদী থেকে মাটি তুলে ইটের ভাটার কাজ করা হয় এবং তার পাশাপাশি এখানে কেমিক্যাল পরিবহন করা হয় এবং তার পাশাপাশি নদীর আশপাশে ময়লা আবর্জনা ফেলে কিন্তু নদীর অনেক ক্ষতি সাধন করা হয় যেটা খুব খারাপ একটা বিষয় যে বিষয়টা আপনাদের জানতে হবে এবং এ বিষয়ে থেকে আপনাদের সবাইকে সচেতন হতে হবে। এ বিষয় থেকে দূরে সরে না আসতে পারলে কিন্তু নদী কিন্তু হুমকির মুখে পড়বে এবং নদী হুমকির মুখে পড়লে কিন্তু আপনাদের জীবন বর্ষিত হুমকি মুখে পড়বে কারণ গ্রাম অঞ্চলের জীবন বৈচিত্র কিন্তু নদীর উপর নির্ভর করে তাই অবশ্যই নদীকে বসাতে হবে নদীকে বাসাতে না পারলে কিন্তু অনেক ক্ষতি সম্পর্কে হবে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং গুরুত্বপূর্ণ একটা দিক এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। তা অবশ্য কিন্তু নদী রক্ষার কথা নদীরক্ষা না করলে কিন্তু আপনার এগুলো ক্ষতিগ্রস্ত হবেন এবং সব বিষয়গুলো আপনাদের একটা বিষয় গুলো মাথায় রেখে কাজ করতে হবে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশ সরকার কেন্দ্রীয় এর আগে নদী রক্ষা কমিটি গঠন করেছে কিনা নদী রক্ষা কমিটি গঠন করে কিন্তু খুব একটা ভালো কার্যকর্তারা আনতে পারেনি কাজের খুব গতি তারা কিন্তু আনতে পারেনি তাদের যদি খুব গতি থাকে তাহলে এইসব নদীগুলো কিন্তু রক্ষা হতো এসব নদীগুলো কিন্তু এরকম অবস্থায় ময়লা আবর্জনা ভর্তি থাকতো না যেটা খুব খারাপ একটা দিক এবং এই নদীগুলো কিন্তু আসলে দিনে দিনে বড় বড় জাহাজের নিষ্কাশন করে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ক্ষতিকর এই ক্ষতিকর বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে এবং এই প্রতিকার বিষয়গুলো রুখে দিতে হবে এবং নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে।
এ বিষয়গুলো মাথায় রেখে কান্না করলে কি অনেক সমস্যার সম্মুখীন হবে মানুষের সাথে যেহেতু না হয় সেটা আপনাদের কাজ করতে হবে এবং এই নদীর রক্ষায় আপনাদেরকে সচেষ্ট হতে হবে এই নদীর রক্ষা যদি আপনারা সব চেষ্টা না হতে পারেন সেক্ষেত্রে আপনাদের অনেক পরিবেশের ক্ষতির সাথে ভাবে যেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে কারণ এই গুরুত্বপূর্ণ বিষয় মাথায় না রাখলে আপনার সহ প্রকৃতির সকলের ক্ষতি এবং গ্রাম গঞ্জ থেকে শুরু করে দেশের অত্যন্ত ক্ষতির দিকেই এন্ডিংগুলো যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে মাথায় রেখে কাজ করতে হবে এবং এগুলো মাথায় রেখে কাজ না করলে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই আপনাকে অবশ্যই এগুলো মাথায় রেখে কাজ করতে হবে এবং আপনাকে ক্ষতির সম্মুখীন যেহেতু আপনি যদি আপনি না হয় সে বিষয়গুলো আপনাকে মাথায় রেখে করতে হবে। এবং এই ক্ষতির দিকগুলো এড়িয়ে চলার জন্য যে যে পদক্ষেপ নেওয়া উচিত সেই পদক্ষেপ নিতে হবে এবং সেই পদক্ষেপ না নিলে কিন্তু আপনি অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং অনেক ক্ষতি সম্মুখীন হতে পারেন যেন আপনি ক্ষতির সম্মুখীন না হন সেই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটি সবাই কিন্তু ভাবেনা তাই আপনাকে ভাবতে হবে আপনি না ভাবলে কিন্তু অনেক ক্ষতি সম্মত হবেন কারণ আপনি সহ আপনাদের গ্রামের অথবা যে অঞ্চলের নদী কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবে যেটা খুব গুরুত্বপূর্ণ। দেশি নদী বাংলাদেশের জনপ্রিয় একটি স্থান। যা মানুষের সকল ধরনের আমিষের চাহিদা পূরণ করে ।দেশের সিংহভাগ মানুষ নদী পছন্দ করে এবং তাদের ভ্রমনের তালিকায় এটি রাখে। বাংলাদেশে নদী বিভিন্ন জায়গাতে আছে। আমি বেশিরভাগ সময় লোকাল নদী দেখতে যাই। আজকে আমি আমার নদীতে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। আমি যেখানে থাকি তার পাশে একটা স্থানীয় নদী আছে। সেখানে আমি রেগুলার যাই। এখানে অনেক রকম মাছ পাওয়া যায় দেশি মাছ এবং বিদেশী মাছ। এরমধ্যে আমার দেশি মাছ টাই ভালো লাগে। গতকাল আমি ২ কেজি দেশি মাছ কিনে এনেছি। প্রতিদিন হাজার হাজার মানুষ সারি সারি বেঁধে এখানে নদী দেখতে আসে। অনেক সুন্দর নদীগুলোর সৌন্দর্য। একটা কথা না বললেই নয় এটা লোকাল নদী হলেও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সম্পূর্ণ নদী গুলো। আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। আমাদের সাথে যারা নদী দেখতে এসেছিল আসছিল তাদের ব্যবহারটাও অনেক সুন্দর ছিল। এই নদী অর্থনীতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রতিদিনের কার্গো জাহাজ গুলো এই নদী দিয়ে যাওয়া আশা করে । কারণ এই নদীগুলো অনেক গুরুত্বপূর্ণ পানির গভীরতা বেশি । শহরেও অনেক নদী দেখা যাই। নদী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হিসাবে পরিনত হয়ে গেছে। তাই সকল বয়সের সকল শ্রেণীর মানুষ নদী বেশি পছন্দ করে। আমি আমার আশেপাশের সবাইকে নদী রক্ষার জন্য সাজেস্ট করি। তাই আজকে থেকে নদীর রক্ষায় কাজ করবেন এবং নদীর রক্ষায় কাজ করার জন্য যা যা করার প্রয়োজন সেই পদক্ষেপ গুলো আপনি নিবেন কারণ যারা দিনের জন্য নদীর সংস্কার করে নদীর প্রাণ ফিরিয়ে আনা আপনার নৈতিক দায়িত্ব।
নদী থাকলে থাকবে দেশ এই শ্লোগান বুকে নিয়ে আপনাদেরকে চলতে হবে কারণ নদী খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেশের জন্য নদীকে দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সম্পদ বর্তমানে নদীর যে অবস্থা সেই অবস্থাতে কিন্তু অনেক করুণ পরিনীতে ভবিষ্যতে ভোগ করতে হবে বাংলাদেশের প্রায় প্রত্যেক জায়গাতেই নদীর কিন্তু এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তাই নদীর রক্ষায় যেয়ে পদক্ষেপ গ্রহণ প্রয়োজন এলাকাবাসী একত্ববদ্ধ হতে হবে একত্ববদ্ধ একতাবদ্ধ হয়ে পরবর্তীতে প্রশাসনের সাহায্য নিয়ে এবং সরকারের সাহায্য নিয়ে এই পদক্ষেপ গুলো দিতে হবে এবং প্রভাবশালী মহল যারা আছে যারা নদী দখল করে এবং নদীতে ময়লা আবর্জনা ফেলে ভরাট করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে ভবিষ্যৎ এর মধ্যে রক্ষার জন্য এই বিষয়টি আপনাদের সচেতন মহলে যারা আছেন তাদেরকে মাথায় রাখতে হবে মাথায় রেখে কাজ করতে হবে। আপনারা সচেতন মহলে যারা আছেন তারাই পারেন এই বিষয়টি নিয়ে কাজ করতে কারণ তারা তারা কিন্তু কেউ এ বিষয়টি মাথায় রেখে কাজ করতে পারবেনা যদি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি মাথায় না রাখা না রাখলে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন। নদী থাকলে থাকবে দেশ এই শ্লোগান বুকে নিয়ে আপনাদেরকে চলতে হবে কারণ নদী খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেশের জন্য নদীকে দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সম্পদ বর্তমানে নদীর যে অবস্থা সেই অবস্থাতে কিন্তু অনেক করুণ পরিনীতে ভবিষ্যতে ভোগ করতে হবে বাংলাদেশের প্রায় প্রত্যেক জায়গাতেই নদীর কিন্তু এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তাই নদীর রক্ষায় যেয়ে পদক্ষেপ গ্রহণ প্রয়োজন এলাকাবাসী একত্ববদ্ধ হতে হবে একত্ববদ্ধ একতাবদ্ধ হয়ে পরবর্তীতে প্রশাসনের সাহায্য নিয়ে এবং সরকারের সাহায্য নিয়ে এই পদক্ষেপ গুলো দিতে হবে এবং প্রভাবশালী মহল যারা আছে যারা নদী দখল করে এবং নদীতে ময়লা আবর্জনা ফেলে ভরাট করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে ভবিষ্যৎ এর মধ্যে রক্ষার জন্য এই বিষয়টি আপনাদের সচেতন মহলে যারা আছেন তাদেরকে মাথায় রাখতে হবে মাথায় রেখে কাজ করতে হবে। আপনারা সচেতন মহলে যারা আছেন তারাই পারেন এই বিষয়টি নিয়ে কাজ করতে কারণ তারা তারা কিন্তু কেউ এ বিষয়টি মাথায় রেখে কাজ করতে পারবেনা যদি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি মাথায় না রাখা না রাখলে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন।
ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।