Pencil sketch of Push.

in blurt-1845409 •  yesterday 

পুশের পেন্সিল স্কেচ।

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20241226_212914.jpg

আজ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বেশে সুন্দর একটা আর্ট নিয়ে। এই আর্টটা আমার কাছে বেশ ভালো লাগে। পেন্সিল স্কেচ বলা যায়। এটি হলো একটা পুশের পেন্সিল স্কেচ। আমি কিছুদিন আগে এটা করেছিলাম। আসলে পুশ নিয়ে বেশ অনেক ভাবনা চিন্তা আমাদের দাদা করে রেখেছেন। আর এখন পুশ এতটাই জনপ্রিয় যে আমাদের কমিউনিটির বাইরেও এখন এর বিস্তার হচ্ছে। সবার মাঝে পুশ হোল্ড করা আছে। যাই হোক পুশ নিয়ে বেশি কথা বলবো না। তবে আজকে পুশের আর্টটা নিয়েই আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগবে আপনাদের।

20241226_212919.jpg

পেইন্টিং এর জন্য উপকরণসমূহ

  • পেন্সিল
  • আর্ট খাতা

20241220_204957.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে পেন্সিলের সাহায্যে পুশের মানে বিড়ালের অবয়ব এঁকে নিয়েছি।

20241220_205443.jpg

20241220_205655.jpg

দ্বিতীয় ধাপ

এখন কান এবং কপালের অংশগুলো পেন্সিলের সাহায্যে ফুটিয়ে তুললাম।

20241220_210709.jpg

20241220_210958.jpg

তৃতীয় ধাপ

এইধাপে চোখ এঁকে নিলাম।তারপর নাক, মুখ এবং দাড়ি এঁকে নিলাম।

20241220_211356.jpg

20241222_201511.jpg

চতুর্থ ধাপ

এইধাপে শরীরে কিছু ডিজাইন করলাম।পিঠের দিকের জায়গাটায় পেন্সিল দিয়ে গাড় করে নিলাম।

20241222_202415.jpg

20241222_203534.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে যে ডিজাইন গুলো আগে করেছিলাম সেগুলো কালো রং করে নিলাম।

20241222_204212.jpg

20241222_205523.jpg

ষষ্ঠ ধাপ

এখন পেছনের অংশ এবং লেজের অংশটা জায়গায় জায়গায় কালো রং করলাম যাতে করে এগুলো ডার্ক শেড বোঝা যায়।

20241222_205933.jpg

20241222_210030.jpg

সপ্তম ধাপ

এখন সবদিকের অংশগুলোতে পশমের মতো বাইরে দাগ বের করে দিলাম যাতে করে এটির পশমগুলো বোঝা যায়।

20241222_210822.jpg

20241226_212452.jpg

ফাইনাল আউটলুক

এইতো অবশেষে তৈরি করে ফেললাম পুশের দারুন একটা আর্ট।

20241226_212604.jpg

20241226_212551.jpg

20241226_212452.jpg

20241226_212627.jpg

20241226_212633.jpg

20241226_212914.jpg

|

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!