পুশের পেন্সিল স্কেচ।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আজ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বেশে সুন্দর একটা আর্ট নিয়ে। এই আর্টটা আমার কাছে বেশ ভালো লাগে। পেন্সিল স্কেচ বলা যায়। এটি হলো একটা পুশের পেন্সিল স্কেচ। আমি কিছুদিন আগে এটা করেছিলাম। আসলে পুশ নিয়ে বেশ অনেক ভাবনা চিন্তা আমাদের দাদা করে রেখেছেন। আর এখন পুশ এতটাই জনপ্রিয় যে আমাদের কমিউনিটির বাইরেও এখন এর বিস্তার হচ্ছে। সবার মাঝে পুশ হোল্ড করা আছে। যাই হোক পুশ নিয়ে বেশি কথা বলবো না। তবে আজকে পুশের আর্টটা নিয়েই আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগবে আপনাদের।
পেইন্টিং এর জন্য উপকরণসমূহ |
---|
- পেন্সিল
- আর্ট খাতা
প্রথম ধাপ |
---|
প্রথম ধাপে পেন্সিলের সাহায্যে পুশের মানে বিড়ালের অবয়ব এঁকে নিয়েছি।
দ্বিতীয় ধাপ |
---|
এখন কান এবং কপালের অংশগুলো পেন্সিলের সাহায্যে ফুটিয়ে তুললাম।
তৃতীয় ধাপ |
---|
এইধাপে চোখ এঁকে নিলাম।তারপর নাক, মুখ এবং দাড়ি এঁকে নিলাম।
চতুর্থ ধাপ |
---|
এইধাপে শরীরে কিছু ডিজাইন করলাম।পিঠের দিকের জায়গাটায় পেন্সিল দিয়ে গাড় করে নিলাম।
পঞ্চম ধাপ |
---|
এই ধাপে যে ডিজাইন গুলো আগে করেছিলাম সেগুলো কালো রং করে নিলাম।
ষষ্ঠ ধাপ |
---|
এখন পেছনের অংশ এবং লেজের অংশটা জায়গায় জায়গায় কালো রং করলাম যাতে করে এগুলো ডার্ক শেড বোঝা যায়।
সপ্তম ধাপ |
---|
এখন সবদিকের অংশগুলোতে পশমের মতো বাইরে দাগ বের করে দিলাম যাতে করে এটির পশমগুলো বোঝা যায়।
ফাইনাল আউটলুক |
---|
এইতো অবশেষে তৈরি করে ফেললাম পুশের দারুন একটা আর্ট।
|