Some moments from a day spent in Chittagong.

in blurt-1845409 •  3 days ago  (edited)

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20241025_144014.jpg

সেদিন আপনাদের মাঝে শেয়ার করেছিলাম ফেনী থেকে চট্টগ্রামে ট্রেনে যাওয়ার মুহূর্তগুলো। তবে আজকে শেয়ার করব চট্টগ্রামে একদিন থাকা এবং ঘুরাঘুরি করার মুহূর্ত। আসলে আমরা সেদিন ডিরেক্ট ট্রেন পাইনি কক্সবাজার যাওয়ার জন্য।সেই হিসেবে একটাদিন চট্টগ্রামে থাকতে হয়েছে। তারপর দিন সকালবেলা আবার আমরা চলে গিয়েছিলাম কক্সবাজারে। যাইহোক আমরা স্টেশনে কিছুক্ষণ বসে ছিলাম। তারপর স্টেশনের পাশাপাশি একটা হোটেলের রুম বুক করেছিলাম। আমার মামার বাসা যদিও চট্টগ্রামেই ছিল। কাছাকাছি ছিল না বিধায় আমরা সেখানে যাইনি।সেখানে গেলে পরদিন সকাল ৭:০০ টায় ট্রেন ধরতে অনেক বেশি দেরি হয়ে যাবে।

20241025_095449.jpg

আমরা যখন সেখানে পৌঁছায় তখন বেলা দুপুর একটা বেজেছিল। আর খাওয়ার সময় হয়ে গিয়েছিল। তাই হোটেলে গিয়ে কিছুটা ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম পাশে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। সেখানে গিয়ে নিভৃত তো বেশ খুশি।খাবার আসার পর সে শসা নিয়ে বসে গিয়েছে।ছবিতে দেখেন সে বসে বসে শসা খাচ্ছে। তারপর খাওয়া শেষ করে আমরা বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। একটু দেরি করে খাবার খেয়েছি কারণ যেহেতু অনেক সময় বাকি আর আমরা কোথাও ঘুরাঘুরি করব সেই হিসেবে একটু লেট করে খাবার খেলাম।

20241025_140919.jpg

20241025_140850.jpg

তারপর আমরা বেশ অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম কোথায় ঘোরাঘুরি করা যায়। যেহেতু পতেঙ্গা যেতে আসতে অনেক সময় লেগে যাবে তাই ভাবলাম সেখানে না গিয়ে আগ্রাবাদ যাওয়া যাক। সেখানে জাম্বুরী পার্কে ঘুরাঘুরি করা যাবে।এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এখানে ঘোরাঘুরি করতে আমার বেশ মজাই লাগে। সিএনজি ছিল তবুও আমরা চারজন দুটো রিক্সা নিয়ে আগ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে অনেকটা খোলামেলা পরিবেশ অনেক মানুষজন থাকে। আর বসার জায়গাও প্রচুর সেজন্য আমি ভাবলাম সবাই মিলে সেখানে একটু ঘুরাঘুরি করব।

20241025_143946.jpg

20241025_144003.jpg

সেখানে যাওয়ার সময় ইচ্ছে করে রিক্সায় যাচ্ছিলাম আর আশেপাশের প্রকৃতিটা বেশ উপভোগ করছিলাম। চট্টগ্রামে রিক্সায় ঘুরতে বেশ ভালো লাগে আমার কাছে।ঘন মেঘ যখন সূর্যকে ডেকে দিয়ে যাচ্ছে তখন আকাশটা আরো বেশি দারুন লাগছিল। তার পাশাপাশি আশেপাশের পরিবেশটাও অনেক বেশি সুন্দর ছিল। আমি অনেকগুলো ফটোগ্রাফি করে নিয়েছিলাম।নিভৃতও বেশ খুশি ছিল রিক্সায় করে যাচ্ছে তাই।এদিক সেদিক বেশ ভালোভাবেই উপভোগ করছিল। তারপর আমরা পার্কের কাছাকাছি গিয়ে জানতে পারলাম গেট দেরীতে খুলবে। তখন মাত্র সাড়ে তিনটা বাজছিল।বাইরে ঘুরাঘুরি করেছিলাম তাই ভাবলাম এখানে ফুচকা খাওয়া যায়। তাই পাশে একটা দোকান থেকে ফুচকা নিয়েছিলাম। সবাই মিলে ২ প্লেট খেয়েছিলাম। বেশি খাওয়া হয়নি কারণ ভাত খেয়েছি তার কিছুক্ষণ আগে।

20241025_144027.jpg

20241025_143920.jpg

20241025_154120.jpg

যাইহোক এদিকে হাটতে হাটতে যখন পার্কের পাশে আরেকটা গেটের সামনে গেলাম তখন দেখলাম বেশ ভালো একটা চায়ের দোকান আছে। দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল। সবাই বসে পড়লাম চা খাওয়ার জন্য। আমরা দুজন খেলাম দুধ চা আর ওরা দুজন খেলো রং চা। পাশে নিভৃত রং চায়ের জন্য খুব আগ্রহে বসে আছে।সে রংচা দেখে তো সে খুব বেশি খুশি হয়ে গিয়েছে। দুধ চা টা এত বেশি মজার ছিল যে আমরা খাওয়ার পর তারা রং চা রেখে আবার দুধ চা অর্ডার করেছিল। যাই হোক তারপর যেতে যেতে দেখলাম গেট তো অলরেডি খুলে ফেলেছে। সবাই চলে যাচ্ছে পার্কের ভেতরে। আমরাও ভিড় কমার পর চলে গেলাম।

20241025_154107.jpg

20241025_154116.jpg

20241025_150514.jpg

আজকের মত এতটুকুই শেয়ার করলাম। আশা করি আপনাদের এই মুহূর্তগুলো ভালো লাগবে। আগামীতে আবারও চলে আসবো বাকি অংশ নিয়ে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

পোস্টের বিবরণ

ধরনভ্রমণ
ফটোগ্রাফার@bristy1
ডিভাইসSamsung Galaxy M12
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

Some words about myself.

Hello everyone! I am Bristy1, and I am delighted to introduce myself to you all. I am an active Blurt user, and I enjoy sharing my thoughts, creativity, and experiences with this wonderful community.I am a housewife, and my family means everything to me. My small loving family consists of me, my husband, my mother-in-law, and my son. They are my source of happiness and motivation in life. Besides them, I also have a brother and a sister, who are my best companions from childhood.I have a deep passion for art, craft, and painting. Creating something beautiful with my hands brings me immense joy. Whether it’s a small DIY project, a handmade gift, or a canvas painting, I always find peace in expressing my creativity.Apart from that, I love traveling. Exploring new places gives me a fresh perspective on life. Every journey teaches me something new, and I cherish the memories made along the way. Whether it’s nature, historical sites, or cultural experiences, I am always eager to visit new destinations. Another thing that brings joy to my life is singing. Music is my escape, and I love humming my favorite songs whenever I have free time. It lifts my mood and makes every moment more special.Cooking is another passion of mine. I love experimenting with different recipes and making delicious food for my family. Trying new dishes and perfecting traditional ones is something I truly enjoy.I have a close-knit friend circle of four people who always stay in touch with me. Friendship is precious to me, and I cherish the strong bond I share with them. They are my support system, and we always enjoy great conversations, laughter, and good times together.Blurt is a platform where I can express myself, share my creativity, and connect with amazing people. I look forward to posting my art, craft, painting, travel experiences, cooking recipes, and personal thoughts here.Thank you for taking the time to read about me. I hope to connect with many of you and share wonderful moments together. Looking forward to your support and friendship!Stay happy and keep smiling! ❤️

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Hello @bristy1! 🎉

Congratulations! Your post has caught the attention of the curator @baiboua from the Blurt LifeStyle community and has received our support. 🌟

We appreciate your contribution to the community and look forward to seeing more of your amazing content! Keep sharing your experiences and inspiring others. 🚀✨

image

  ·  2 days ago  ·  


** Your post has been upvoted (2.46 %) **