ভিন্ন ভিন্ন ছবিতে আজকের ব্লগ || রেনডম ফটোগ্রাফি।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।
আজকে চলে এলাম কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। আসলে রেনডম ফটোগ্রাফি পোস্ট গুলো করতে একটু আলাদাই ভালো লাগে। কারণ বিভিন্ন জায়গার, বিভিন্ন মুহূর্তের ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি এবং স্মৃতিচারণ করতে পারি। ছবি মূলত আমাদের পুরনো মুহূর্তগুলোকে মনে করিয়ে দেয়। আর সেখানে কাটানো সুন্দর মুহূর্ত গুলো আবারও মনে করতে পারলে বেশি ভালো লাগে। যাইহোক খুব বেশি কথা না বাড়িয়ে আজকে রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা যাক।
টয় ট্রেন
What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12
প্রথমে যে ছবিটা শেয়ার করলাম এটা ছিল গোল্ডেন শিশুপার্ক এর টয় ট্রেন বা মিউজিক ট্রেন এর ফটোগ্রাফি। আমরা যখন গোল্ডেন শিশুপার্কে গিয়েছিলাম তখন এক পাশে এই টয় ট্রেনটা দেখলাম। এখানে একজনের টিকিট ছিল ১০০ টাকা করে।যেহেতু নিভৃত একা একা উঠতে ভয় পাবে সে জন্য আর সেখানে তাকে উঠানো হয়নি। আমরা সবাই মিলে এমনিতে বাইরে থেকে কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। যদিও নিভৃত ট্রেনে উঠার জন্য কান্নাকাটি করে নি,দেখেই খুশি ছিল ।
আকাশে রংধনু
What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12
এই ফটোগ্রাফি টা আমার ভীষণ পছন্দের একটা ফটোগ্রাফি। কারণ এখানে খুব সুন্দর ভাবে আকাশের রংধনু দেখা যাচ্ছে। একদিন বিকেল বেলা যখন বাইরে হাটাহাটি করছিলাম তখন হঠাৎ দেখলাম দূর আকাশে খুব সুন্দর রংধনু উদিত হয়েছে। অল্প সময়ের জন্য রংধনু ছিল।যদিও বেশি রং ছিল না অল্প কিছু রঙের রংধনু ছিল। এই রংধনু দেখাটা বেশ ভাগ্যের একটা ব্যাপার।
চন্দ্রমল্লিকা ফুল
What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12
এখানে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। এই চন্দ্রমল্লিকা ফুলের রংটা আমার কাছে বেশ মায়া লাগে। কারণ এটা দেখতে অসম্ভব সুন্দর। এই ফুলটা দেখলে অনেক বেশি ভালো লাগে। নার্সারিতে যখন গিয়েছিলাম তখন বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি করেছিলাম। সেখান থেকে একটা ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
পাম গাছের ফল
What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12
গোল্ডেন শিশুপার্কে গিয়ে দেখলাম বেশকিছু গাছ রোপন করা হয়েছে। আর মাঝে মাঝে দেখলাম অনেকগুলো পাম গাছ আছে। পাম গাছের মাঝে খুব সুন্দর কিছু বীজ ধরেছে। যেগুলো সুপারির মত লাগছে। যাই হোক যখন চোখের সামনে পড়লো তখন ফটোগ্রাফিটা করে নিলাম। আর আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে
ফটো স্টেশন
What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12
এখানে খুব সুন্দর একটা ফটো স্টেশন আছে। যেখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। দেখতেই ভালো লাগে জায়গাটা। প্রথমে ঢুকতে হাতের ডান পাশে এই জায়গাটা পড়ে। যদিও আমরা ঘুরে ফিরে এসে তারপর এখানে কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম।
সফেদা ফল
What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12
সেদিন যখন নার্সারিতে গিয়েছিলাম তখন কিছু ফল গাছ দেখেছিলাম। সেখানে একটা ছিল সফেদা ফল গাছ। সফেদা ফল দেখতে দারুন লাগে। গাছে যখন পাতার ফাঁকে এগুলো দেখা যায় অনেক সুন্দর লাগে। এখানে কয়েকটা ফল গাছে ধরে রয়েছে। নার্সারিতে যখন যাই তখন এরকম ফল ওয়ালা গাছ দেখতে বেশি ভালো লাগে।
মহেষখালির মিষ্টি পান
What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12
কক্সবাজারে যেদিন মহেশখালী গিয়েছিলাম তখন মেইন ঘাটে উঠেই আমরা প্রথমে পান নিলাম। পানগুলো যখন এভাবে সুন্দর করে সাজানো থাকে তখন দেখতে খুব বেশি ভালো লাগে। আমার কাছে মিষ্টি পান গুলো অনেক ভালো লাগে। তবে আগুন পান কখনো খাওয়া হয়নি। সেদিন অবশ্য লোকটা বলেছিল আগুন পান ট্রাই করার জন্য। কিন্তু ভয়েই ট্রাই করিনি নিয়ে। যাই হোক এই ছবিটা আমার কাছে খুব ভালো।
|