ঈদের ছুটি শেষ,
ছুটির শেষের ঘন্টা বেজে গিয়েছে এখন ফিরতে হবে কর্মস্থলে। একটা বিষয় আমি ভালোভাবেই লক্ষ্য করে দেখলাম যখন ছুটি হয় তার কয়েকদিন আগে গুনতে থাকি আর কয়দিন তারপরেই ছুটি দিবে কোম্পানি তখনই বাড়িতে যাব আর এই কয়েকটি দিন সহজে যেতে চায় না।
আবার যখন ছুটি হয় ঠিক সেই সময় কত দ্রুত চলে যায় বোঝাই যায় না অথচ সময় কিন্তু তার নিজস্ব গতিতেই চলতেছে আমাদের যা একটি ধারণা এগুলো। যাই হোক ছুটি একদিন দুইদিন এভাবে চলতে চলতে আজ ছুটির শেষ দিন তাই যেতে হচ্ছে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে।
যেদিন আমি চলে আসব বাড়ি থেকে সেই দিন সকাল বেলায় রাস্তায় এসে দেখতেছি কি ব্যাপার হঠাৎ করে এই পুকুরের মধ্যে পানি কোথায় থেকে এলো। যেদিন কোরবানি করা হয়েছিল তারপরের দিন তারপরের দিন পর্যন্ত পানি ছিল না একদম অল্প পানি ছিল কিন্তু এই দিন সকালবেলায় দেখতে পারতেছি পুকুর ভরে গিয়েছে।
হয়তো বা রাত্রিবেলায় পানি ঢুকেছে পুকুরে। হাফিজুর ভাইয়ের বাড়ির পাশ দিয়েই এই পুকুর। আর তার বাড়ির পাশেই আরো একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজ ভেঙে গিয়েছে খুবই দুঃখজনক।
আমি রওনা দিয়েছি সকাল ১০ : ৩০ মিনিটে। সাথে ছিলাম আমাদের আরো একটি ভাই সেও এই সিলেটে আসবে তার পরিবার নিয়ে সেও তার কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে আসতেছে আমি তার জন্যই অপেক্ষা করতেছি।
কিছুক্ষণ অপেক্ষা করার পর ভাইয়ের দেখা পেলাম তারপর আমার ছোট ভাইদের বিদায় জানিয়ে এবং আমার পরিবারের বাবা মা দাদা-দাদী চাচা চাচি সবাইকে বিদায় জানিয়ে উঠলাম গাড়িতে।
বুকের মধ্যে কত কষ্ট সেই সময় জমা হয়েছিল যা প্রকাশ করার মত নয়! মনে হচ্ছে বুকের ভেতরটা ফেটে যাচ্ছে চলে যেতে কিন্তু বুঝতে দিচ্ছি না, হাসিমুখে চলে যেতে হচ্ছে। কেননা ওই সময় যদি আমি আনমনা হয়ে চলে আসি তাহলে তারা আরো কষ্ট পাবে এমনিতেই মায়ের মুখে কান্না দাদির মুখে কান্না। ওই সময় যদি আমি তাদেরকে সান্তনা না দিয়ে আমি নিজেও কান্না বা আনমনা হয়ে থাকি তাহলে তারা আরো ভেঙে পড়বে।
হাজারো কষ্ট বেদনা দুঃখ মায়া মমতা সবকিছুই ছেড়ে চলে যেতে হচ্ছে কর্মস্থলে। আবার কবে দেখা হবে না হবে আল্লাহ তাআলা ভালো জানেন। বাড়ি থেকে আসার সময় কয়েকটি আম দিয়ে দিল ব্যাগের মধ্যে আমের আচার তুলে দিল যদিও আমি এগুলো কোন কিছুই নিতে চাইছি না আমার কাছে বিরক্ত লাগে এগুলো নিয়ে যাইতে কিন্তু নিয়ে আসার পর এগুলোই মজা লাগে খাইতে অথচ আনতেই বিরক্ত।
এখন আপনারা দেখতেই পারতেছেন নৌকার উপর কত মানুষ কেননা এখন সবাই কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুত সবাই এখন চলে যাচ্ছে তবে অনেক মানুষ এখনো বাড়িতেই আছে তাদের ছুটি রয়েছে আরো বেশ কয়েকদিন।
এখন নদীতে নতুন পানি আসতেছে আগে এত পানি ছিল না যখন আমি বাড়িতে এসেছি সেই সময়ও পানি একেবারেই কম ছিল। এখন পানি এসেছে নদী ভরে গিয়েছে পানির স্রোত এখনো রয়েছে অনেক।
কেননা সেই সময় মাত্র পানি আসতে শুরু করেছে নদীতে। একটি কথা শেয়ার না করলেই নয় যখন আমরা নৌকা থেকে দেখতে পারতেছি আর পাঁচ মিনিট সামনে অগ্রসর হলেই আমরা ঘাটে পৌঁছে যাব সেই সময় নৌকাটি পানির স্রোতে পাকের মধ্যে পড়ে নৌকা ঘুরে যায়। সবাই খুবই ভয় পেয়েছে।
আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন ছবিটির মধ্যে দেখতে পাচ্ছেন অনেক ধার অর্থাৎ পানির স্রোত অনেক অনেক বেশি। আল্লাহতালা সকলকেই হেফাজত করুন।
আমি এই লেখাটি শেয়ার করলাম আজকে অর্থাৎ আজকের তারিখ ১৭.০৭.২০২৪
আর এই ছবিগুলো এবং এই ঘটনাটি ২১.০৬.২০২৪ তারিখ এর।