বড়ভাই ও বন্ধুরা মিলে প্রকৃতির সৌন্দর্যের মাঝে এবং খেলাধুলার আয়োজনের মধ্য বিনোদন।

in blurt-184065 •  3 months ago 

A team of Sub Assistant Engineers,
All elder brothers including my friend present here. Here we are all gathered in this field to play football.

20240712_223535799.jpg

আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত ফুটবল খেলার জন্যই। নোয়াপাড়া মাঠে আমরা উপস্থিত হয়েছি। আমি, শরিফুল, আল আমিন ভাই, জাহিদ ভাই এবং শফিক ভাই আমরা এই কয়েকজন Star Porcelain Ltd থেকে ফুটবল খেলার জন্য এসেছি এবং অপরপ্রান্ত অর্থাৎ BHL Ceramic LTD থেকে আমাদের সহপাঠী এবং বড় ভাইয়েরা উপস্থিত এই ফুটবল খেলার জন্য।

মূলত আমরা সকলেই এই জায়গায় এসেছি কর্মস্থলে একেকজনের বাসা একেক জায়গায় কেউ এই জায়গায় স্থায়ী নয়! মাঝেমধ্যে বিনোদনের প্রয়োজন রয়েছে কেননা সারাদিন অফিস করার পর রুমে গিয়ে রান্নাবান্না করতে হয় এছাড়াও অনেক কাজ থাকে এভাবে রেগুলার।

IMG-20240712-0003.jpg

তাই মাঝে মধ্যে আমরা এভাবে হ্যাংআউট করি এবং খেলাধুলার আয়োজন করি দেখা করি ভালো লাগে। যদিও জাহিদুল ভাই যাইতে চাইছিল না, বলতেছে আমার পেটে ব্যথা দিতে পারব না!

কিন্তু আমরা তো জানি জাহিদুল ভাই এই কথাটি বলতেছি সে যাইতে পারছে না এজন্য। মাত্র আমি অফিস থেকে বের হয়েছি এই সময়ে শরিফুল আমাকে কল দিচ্ছে বন্ধু চল যাই খেলাধুলা করতে হবে BHL Ceramic LTD থেকে আমাদের বন্ধুরা এবং বড় ভাইয়েরা আসতেছে নোয়াপাড়ায় আমরাও যাব সবাই মিলে খেলাধুলা করবো কথা হবে গল্প হবে।

IMG_20240707_184557_510.jpg

তুললাম সবাই মিলে রাস্তায় গিয়ে একটি অটো গাড়ি উঠলাম এবং 15 মিনিট পর আমরা কাঙ্খিত জায়গায় পৌঁছে গেলাম। সেই 15 মিনিট আমরা সবাই গল্প করতে করতে চললাম।

যার পর দেখি সেখানে বড় ভাইয়ের আয়োজন বন্ধুরা আছে। তো ফুটবল খেলার জন্য আমরা প্রস্তুত হইলাম সবাই। প্রথমেই আমরা সবাই মিলে প্লেয়ার ডিস্ট্রিবিউশন করে নিলাম।

IMG_20240707_185840_167.jpg

দুই বড় ভাই দুটি দলে এবং আমাদের সবাইকে একে একে টেনে নিল এবং খেলা শুরু করে দেব এখনই। গোলের বার দেয়া হলো 6 পা মেপে মেপে। কেননা আমরা খুব বেশি লোক নিয়ে খেলাধুলা করতেছি না অল্প কিছু সংখ্যক এবং মাঠ বড় ঠিক কিন্তু এই একটি মাঠের মধ্যে তিন-চারটি দল খেলাধুলা করতেছে।

প্রথম গোল আমি করেছি আমার পা দিয়ে। কিন্তু দুঃখের বিষয় খেলাধুলা করি না এ কারণে কিছুক্ষণ খেলার পরে আমি ইনজুরিতে বসে পড়লাম।

IMG_20240707_184605_254.jpg

খেলাধুলার শেষে বড় ভাই এবং বন্ধুরা সবাই মিলে গ্রুপ ছবি উঠালাম। এই সময় প্রচন্ড আনন্দ হয়েছে বিশেষ করে আবহাওয়া পরিবেশ খুবই সুন্দর ছিল চমৎকার। বাতাস বইতে ছিল ঠান্ডা হিমেল হাওয়া। খেলাধুলার পর শরীর খুবই ঘেমে গিয়েছিল কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাকৃতিক বাতাসে শরীর শীতল ঠান্ডা হয়ে গেল।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord

Thank you for sharing such great content!
Congratulations on your post in #blurt-131902 or #blurtconnect
Blurt to the Moon
Most welcome Votes for our community Witness Here
Your publication has been manually upvoted by @oadissinOfficial Blurtconnect-ng Page
Please delegate Blurt power to @blurtconnect-ng and help support this curation account
Also, keep in touch with Blurtconnect-ng family on 

Telegram and Whatsapp