শাট ডাউন এর দ্বিতীয় দিন,
বিকেল বেলা বের হয়েছি একটু ঘুরতে কেননা সারাদিন রুম-বন্দির মত অবস্থা। বাহিরে যাওয়া হয়নি এই কারণে বিকেল বেলায় আমি সহ বন্ধু এবং ভাইদের সাথে নিয়ে বের হলাম।
বের হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের খবর জানা। কেননা বর্তমান এখন পর্যন্ত নেট কানেকশন একেবারেই বিচ্ছিন্ন এর মত অবস্থা। ২২ তারিখ সম্পূর্ণভাবে নেট কানেকশন বন্ধ।
দেশে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের কোন খবর জানতে পারতেছি না। বের হলাম খবর জানার জন্য কেননা ডিস লাইন চালু আছে আর সেই ডিস লাইনে শুধুমাত্র খবর প্রচারিত করতেছে।
বাজারে গিয়ে খবর জানতে পারলাম এখনো শিক্ষার্থীদের আন্দোলন আছে তবে ভয়াবহ অবস্থা তাদের। শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে গুলি চালানো হচ্ছে ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ইট পাটকেল নিক্ষেপ করছে।
নেট কানেকশনের বিষয়েও জানতে পারলাম এখন পর্যন্ত তারা নেট কানেকশনে বিষয়টি নিশ্চিত করতে পারতেছে না। তবে কাজ করতেছে, বলল ৫-৬ দিন সময় লাগতে পারে সম্পূর্ণরূপে কানেকশন পৌঁছাতে সমস্ত জায়গায় তবে নিশ্চিত নয়! খুবই হতাশা জনক।
MATADOR Industry
খবরগুলো জানলাম এরপর সবাই মিলে গ্রামের মধ্যে ঢুকলাম একটু ঘোরাফেরা করার জন্য গ্রামের মধ্য দিয়ে ঘোরাফেরা করার পর রাস্তায় আসলাম।
আমরা যে জায়গায় থাকি এই জায়গা থেকে ৭-৮ মিনিট ১০ মিনিট বামে হাঁটলেই ম্যাটাডোর MATADOR কোম্পানি। ভাবলাম মেটাডোর কোম্পানির আগে আরো একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজ দেখলাম এরপর না হয় কোম্পানির সামনে চলে যাই।
Catch fish
হারিয়ে যাওয়া দিনগুলো এর মধ্যে অন্যতম একটি আপনাদের মাঝে তুলে ধরেছি এই ছবির মাধ্যমে। যদিও এই ছবি বর্তমান সময়ে উঠানো কিন্তু স্মৃতিগুলো মনে করিয়ে দেয় বর্তমান ছবির মাধ্যমেই।
কেননা ছোটবেলায় এমন সময় অতিবাহিত হয়েছে আমাদের সকলেরই। বরশি দিয়ে মাছ ধরা 🎣 🎣 🎣, এছাড়াও পানির মধ্যে সবাই নামতাম এবং মাছ ধরতাম হাতিয়ে হাতিয়ে করাপুটি মাছ, ছাইতান মাছ, বাইলা মাছ, গোচোই মাছ ইত্যাদি আমাদের গ্রাম্য ভাষায় মাছগুলোর নাম।
brother's and friends
হাঁটতে হাঁটতে আমরা ম্যানেজার কোম্পানির সামনে দিয়েই আসলাম এবং কোম্পানির পাশ দিয়ে ছোট্ট একটি নালা বয়ে গেছে। সেখান দিয়ে অনেকেই মাছ ধরতেছে তাদের সাথে কথা বললাম বেশ ভালো লাগলো।
বিশেষ করে মাছ নিজের চেয়েছিলাম তাদের কাছ থেকে কিন্তু তারা তিনজন আর তিনজনের থলে দেখলাম কিন্তু মাছ একদমই কম। তাদেরকে জিজ্ঞাসা করলাম ভাই মাছ বিক্রি করবেন নাকি তাহলে আমরা কিনতাম!
কিন্তু তারা মাছ বিক্রি করতে চাইলো না কেননা তারা বাড়িতে নিয়ে যাবে। মাছগুলো খুবই সুস্বাদু হবে কেননা বারো মিশালি মাছ এবং কোন প্রকার কেমিক্যাল মিশানো মাছ নয় এগুলো।
এরপর কি আর করার আছে তাদের মাছ ধরা দেখতেছিলাম। বেশ কিছু সময় অতিবাহিত করলাম সন্ধ্যার হয়ে এলো তখন আমরা বাসায় যাওয়ার জন্য রওনা হলাম হাঁটি হাঁটি পা পা করে।
ফিরে যাওয়ার পথ বিকেলের গোধূলি
Telegram and Whatsapp