বেতন,
বন্ধুরা বেতন পাইলে সবাই আনন্দে মেতে ওঠে কিন্তু যতক্ষণ পর্যন্ত না বেতন না আসে ততক্ষণ পর্যন্ত পকেট শূন্য মানে দেখ শূন্য যেন মনে হয় আমি নিজেও শূন্য।
কোম্পানির অবস্থা বর্তমানে খুব একটি ভালো নয়। আজকে মাসের শেষ দিন অর্থাৎ ৩১ তারিখ। দেশের অবস্থা ও ভালো নেই কোম্পানির অবস্থা ও ভালো নেই। এ কারণে বেতন দিতে অনেকটাই দেরি করে ফেলেছে আমাদের।
শুধু আজকে নয় এর আগেও কয়েকটি মাস ধরে এই অবস্থা। যেহেতু তিন মালিকানাধীন এই কোম্পানি পরিচালনা করে এ কারণে একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। বেশ কয়েকটি মাস ধরে এই অবস্থা। কোম্পানির শ্রমিক সকলেই মিলে আন্দোলন করেছিল এরপরেও এখনো ঠিক হয়নি।
তিনজন মালিকের মধ্যে দুজন বাংলাদেশি এবং একজন লেবানন এর। এছাড়াও এই কোম্পানি পরিচালনা করার মত দক্ষ মানুষ নেই কেননা কোম্পানির অবস্থা একদিন নয় দুই দিন নয় বেশ কয়েকটি মাস হল দিন দিন ডাউন হয়ে যাচ্ছে কিন্তু যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ রয়েছে তাদের কোন খবরই বোঝা যাচ্ছে না। তাদের কোন লক্ষণ বোঝা যাচ্ছে না যে, কোম্পানি ভালো করার লক্ষ্যে তাদের প্রচেষ্টা কী?
একে তো দেশের অবস্থা ভালো নেই অন্যদিকে কোম্পানি এর ম্যানেজমেন্ট খুবই বাজে। মনে হচ্ছে নেই কোন জবাবদিহিতা , যে যার মত আছে থাক। এভাবে কখনো একটি ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে না। আজ থেকে প্রায় এক বছর পূর্বের কথা আমি শুনেছি তখন ইন্ডাস্ট্রি অনেক ভালো চলত ম্যানেজমেন্ট অনেক ভালো ছিল। ম্যানেজমেন্ট এর লোক ধীরে ধীরে পরিবর্তন হওয়ায় এই অবস্থা একই সাথে দেশের পরিস্থিতিও এখন যুক্ত।
শুধুমাত্র কোম্পানির ক্ষেত্রে নয় বরং প্রত্যেকটি দ্রব্য মূল্য যেন দিন দিন বেড়েই চলছে নিম্নমুখী হচ্ছেই না। ৫ টাকা বৃদ্ধি হলে ১ টাকা কমতেছে। এরপরেও এই এক টাকা কমানোর জন্য কত কথা।
কোথায় যাব কি করব ভেবে পাচ্ছিনা কোন কুল; নেই উপায়! কর্মক্ষেত্র পরিবর্তন করব, একই অবস্থা অধিকাংশ সিরামিক ইন্ডাস্ট্রিতে। বিশেষ করে গ্যাস সরবরাহ একেবারেই স্বল্প। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক সমস্যার কারণে ইন্ডাস্ট্রি গুলো উদ্বোধন হচ্ছে না, চালু হচ্ছে না।
যে কারণে কর্মক্ষেত্র পরিবর্তন করাও কষ্টসাধ্য। দেখা যাক আল্লাহ তাআলা কি করেন। সবই তো আমাদের দুহাতের উপার্জনের প্রতিফল এগুলো।
দেশের পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহতার রূপ নিচ্ছে। ছাত্রদের উপর গুলি চালিয়ে এরপরে আবার সেই ছাত্রদেরকেই দোষারোপ।
ছাত্ররা তারা তাদের ন্যায্য দাবি নিয়ে শান্তশিষ্ট্য আন্দোলন করে সেখানে পুলিশের বাধা, রাজনৈতিক ভাবে তাদের ওপর আক্রমণ করা হচ্ছে গুলি চালানো হচ্ছে। অথচ দেশের সম্পদ নষ্ট হওয়ায় যেখানে সেখানে পুলিশের কোন নাম গন্ধ খুঁজে পাওয়া যায় না। এটাই হলো বর্তমান রাজনৈতিক অবস্থা।
আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া।
আমি লক্ষ্য করে দেখলাম আপনি দীর্ঘদিন এই কমিউনিটিতে কাজ করেন কিন্তু কমিউনিটি নিয়ে তেমন একটা সফলতা অর্জন করতে পারেননি। আপনি চাইলে আমাদের কমিউনিটিতে যুক্ত হতে পারেন।
Kivabe jogajok kora jay apnar sathe?
Amar Telegram username:- jakaria121
মধ্যে আমি আপনাকে আমার টেলিগ্রাম থেকে এসএমএস দিয়েছি। আপনি চাইলে আমার টেলিগ্রামে এসএমএস দিতে পারেন আমার টেলিগ্রাম আইডি - @mostafezur001
Ok