Expand my bosom for me || আমার জন্য আমার বক্ষ প্রশস্ত করে দাও।

in blurt-184065 •  5 months ago 

pexels-photo-3782814.jpegsrc

প্রিয় শুভাকাঙ্ক্ষী,
তুমি কি বিশ্বাস করো জ্ঞান অর্জন সর্বোত্তম? আমার বিশ্বাস সকলেই এটা বিশ্বাস করে। কেননা যে ব্যক্তি জ্ঞান অর্জন করে সে সবচাইতে বেশি সম্মানিত। কেননা জ্ঞান কখনো ছিনিয়ে নেওয়া যায় না। জ্ঞান তুমি যত মানুষের মাঝে বিলিয়ে দিবে, তত জ্ঞান তোমার বৃদ্ধি পাবে।

আর কে আছে যে, সম্মানিত হতে চায় না, বড় হতে চায় না। আল্টিমেটলি সকলেই বড় হতে চায় সম্মানিত হতে চায়। কিন্তু জ্ঞান অর্জন করার জন্য যে পরিশ্রম যে সময় যে লক্ষ্য রাখতে হয় তাহা কতজনই বা রাখে।

প্রচুর পরিমাণে অধ্যায়ন করতে হবে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে এবং যেই বিষয়ে আপনি অধ্যয়ন করতেছেন যেই বিষয়ে আপনি পড়াশোনা করতেছেন সেই বিষয় নিয়ে চিন্তা ফিকির করেন। দেখেন একটু সময় নিয়ে, সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে আপনার সেই বিষয় সম্পর্কে সঠিক ধারণা চলে আসবে ইনশাআল্লাহ।

পড়াশোনার সর্বোচ্চ মর্যাদা রয়েছে তবে আমরা সেই মর্যাদা ধরতে পারতেছি না কেন? আমরা কি মনোযোগী নই। হ্যাঁ আমার বিশ্বাস অধিকাংশ ব্যক্তি মনোযোগী নয় এ কারণেই তার অধ্যায়ন সঠিক ফলাফল বয়ে আনছে না।

pexels-photo-8795389.jpegsrc

আল্লাহতালা বলেন, হে বান্দা তোমরা কে আছো যে তোমরা আমার কাছে চাও, আমি প্রথম আসমানে নেমে এসেছি। তোমার অভাব অনটন দূর করতে হবে আমার কাছে চাও, তুমি অভাবগ্রস্থ আছো আমার কাছে চাও, তুমি ঋণগ্রস্ত আছো আমার কাছে চাও, তুমি অসুস্থতার মধ্যে আসো আমার কাছে চাও, তুমি লেখাপড়ার জন্য এই শেষ রাতে উঠে অধ্যায়ন কর তোমার ব্রেন সচল থাকবে এবং অতি দ্রুত মাথার মধ্যে ধারণ করতে পারবে কেননা এই সময় ব্রেইন সতেজ থাকে এবং স্বচ্ছ থাকে।

আমরা কি আদৌ সকাল বেলা ঘুম থেকে উঠি? সকালবেলা আমাদের প্রচুর পরিমাণে অধ্যায়ন করতে হবে তাহলেই তো সেই অধ্যায়ন সঠিক মনে থাকবে। অনেক ছাত্র রয়েছে যারা প্রচুর পরিমাণে অধ্যায়ন করে কিন্তু মনে রাখতে পারে না।

আল্লাহর কাছে চাও হে আল্লাহ তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও মেধা প্রশস্ত করে দাও। চাইতে হবে রে ভাই চাইতে হবে। আবার আল্লাহতালা অনেক ব্যক্তি আছে যাদেরকে অনেক মেধা দিয়েছে। তারা যেকোনো সময় যে কোন পরিস্থিতিতে যে কোন ভাবেই অধ্যায়ন করুক না কেন তাদের মাথার মধ্যে দ্রুত ক্যাচ করে।

আল্লাহ তায়ালার অশেষ রহমত থেকে বঞ্চিত হয়ো না। যারা সকালবেলায় ঘুমিয়ে থাকে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে না, কেননা সকালবেলার মৃদু হাওয়া স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকার। আর এই সময় যারা ঘুমিয়ে থাকে অর্থাৎ সূর্য উদিত হওয়ার সময় তাদের সুস্বাস্থ্য নয়।

pexels-photo-258205.jpegsrc

হে আল্লাহ আমার জন্য আমার কাজকে সহজ করে দাও। আমি যেভাবেই থাকি না কেন সঠিক পথে যেন চলতে পারি। আমার কাজ যেন আমি সঠিকভাবে করতে পারি সেই তৌফিক দান করো।

এই জায়গায় কাজকে আমি বুঝিয়েছি, হতে পারে তোমার কর্মজীবন হতে পারে তোমার সাংসারিক জীবন, হতে পারে তোমার ধার্মিক কাজের ক্ষেত্র, সর্বোপরি তুমি তোমার মনের বাসনা প্রার্থনা করো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!