দিনের আলোচনায় পরিবর্তন হওয়া

in blurt-184065 •  3 months ago 

মানব সমাজ,
আমাদের এই মানব সমাজে সকলেই আমরা একত্রে বসবাস করি। আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার নির্দেশে এই দুনিয়াতে এসেছি আবার তার নির্দেশেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।

আল্লাহতালা আমাদের একটি নির্দিষ্ট সময়সীমা দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। নিশ্চয়ই প্রেরণ করার পেছনে রহস্য রয়েছে। আর সেই রহস্য আমাদের উন্মোচিত করে দিয়েছে পবিত্র কুরআন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাযিল এর মাধ্যমে আমাদের প্রত্যেকের গাইড লাইন।

pexels-photo-460680.jpeg
Source

পৃথিবীতে অনেক নবী-রাসূল এসেছে এবং কিতাব প্রেরণ করেছিলেন সর্বশেষ নবী এবং সর্বশেষ কিতাব আল কুরআন। আর এই গ্রন্থ আমাদের প্রত্যেকের পথপ্রদর্শক।

পবিত্র গ্রন্থ সবকিছু নিয়েই আলোচনা করেছে
  • রাষ্ট্র পরিচালনা করা
  • ব্যক্তিগত জীবন
  • বৈবাহিক জীবন
  • অর্থনীতি
  • রাজনীতি
  • ইতিহাস
  • বিজ্ঞান
  • পরিবেশ
  • বন্ধুত্ব
  • সঠিক পথ উল্লেখিত বিষয় তো আছে আরো অনেক অনেক যা আমার আপনার কল্পনাতেও নেই সমস্ত কিছু এই পবিত্র কুরআন এর মধ্যে যুক্ত রয়েছে। আর এই পবিত্র কুরআন স্বয়ং আল্লাহ তায়ালা লাওহে মাহফুজ এ সংরক্ষিত করে রেখেছেন।

pexels-photo-8278688 (1).jpeg
Pexels

জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং আখেরাতে আপনার কেমন হবে অর্থাৎ মৃত্যুর পর যে অনন্তকাল এর জীবন শুরু সেই জায়গায় আমি আপনি কেমন থাকবো সমস্ত কিছু included all everything.

শুধু পড়তে হবে এবং সেই অনুযায়ী আমাকে আয়ত্ত করতে হবে জীবন ধারা পরিবর্তন করতে হবে change to lifestyle then you will success to your life. আমি আমার জীবনকে পরিবর্তন করতে চাই এবং জীবনের সাকসেস বলতে যে শব্দটি ব্যবহার করা হচ্ছে এই সাকসেস দুনিয়া এবং আখেরাত দু ক্ষেত্রেই যেন ইফেক্ট পড়ে সে বিষয়ে নিজেকে খেয়াল রেখে মাথার ব্রেন কাজে লাগিয়ে সৃষ্টি কর্তা যেভাবে আমাদের চলতে বলেছে সেভাবে নিজেদেরকে পরিচালিত করা এটাই হচ্ছে সাকসেস সফলকাম।

pexels-photo-14145715 (1).jpeg
pexels

বর্তমান সমাজ ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা সরকারি ব্যবস্থা সমস্ত ক্ষেত্রেই এখন পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে মানুষ কুরআন থেকে বিমুখ হচ্ছে। অথচ এই কোরআন রিচার্জ করেই প্রযুক্তি এত উন্নত হচ্ছে আমার আপনার জ্ঞান আরো বৃদ্ধি পাচ্ছে এই কোরআনের মাধ্যমেই অথচ সেই কোরআন আমরা ভুলে যাচ্ছি।

নাস্তিকেরা আমাকে আপনাকে এখন কোরআন থেকে সঠিক পথ থেকে আল্লাহকে পাওয়ার পথ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে। আর সেই সমস্ত বিষয় আপনাকে justify করতে হবে এবং নাস্তিকের সেই পাতানো ফাঁদ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে।

pexels-photo-7249288 (1).jpeg
Source

শুধুমাত্র বেরিয়ে আসলেই হবে না বরং পরিপূর্ণভাবে বেরিয়ে আসতে হবে এবং দিনের জন্য নিজেকে পরিপূর্ণভাবে নিযুক্ত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর জ্ঞান অন্বেষণ করতে হবে।

আজ আমরা কি লেখাপড়া করতেছি কাদের লেখা পড়তেছি আমরা নিজেও জানিনা। কেউবা পড়তেছে দুই টাকা পাওয়ার আশায় আবার কেউবা জ্ঞান অন্বেষণের আশায় আবার কেউবা জ্ঞান অন্বেষণ করে সঠিক পথে চলার নেশায়।

আমি বলব তাহলে তুমি পবিত্র কুরআন অধ্যায়ন কর তবেই সঠিক জ্ঞান অন্বেষণ করতে পারবে। রসুলের জীবনী সাহাবাদের জীবনী অধ্যায়ন কর ইতিহাস পড়ো বড় বড় জ্ঞানী লোকের সংস্পর্শে যাও তাদের সাথে কথা বল তাদের সাথে থেকে তুমি জ্ঞান অন্বেষণ কর সঠিক জ্ঞান। জ্ঞান পিপাসু হও।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!