মোবাইল রেখে যাওয়ায় চরম ভোগান্তি

in blurt-184065 •  2 months ago 

pexels-photo-3974775.jpeg
Source

বন্ধুরা,
আজকে একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি গতকালকের।

সন্ধ্যা বেলায় যখন আমি রান্না করবো তখন দেখতে পারতেছি তরী-তরকারি নাই। তাই বাজারে যাব। জাহিদুল ভাই বলতেছে চলো আমিও যাব এবং আমার কিছু ওষুধ ক্রয় করতে হবে একই সাথে খাওয়া-দাওয়া করব দুজনে মিলে।

বললাম জাহিদুল ভাই তাহলে ঠিক আছে দুজনে মিলে একসাথে যাই, আমি বাজার করব একই সাথে আপনি আপনার কাজগুলো শেষ করবেন এবং দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করব। দুজনে এমন পরিকল্পনা নিয়েই বাজারের উদ্দেশ্যে রওনা দেব।

এ সময় দেখতেছি আমার মোবাইলে চার্জ নেই বললেই চলে এ কারণে আমি মোবাইলটি চার্জে লাগিয়ে দিলাম এবং রুম থেকে বের হওয়ার সময় জাহিদুল ভাই তালা লাগিয়ে দিলো এবং চাবি রেখে দিল।

যাওয়ার সময় সর্বপ্রথম জাহিদুল ভাই নগদ একাউন্ট থেকে টাকা উত্তোলন করল এরপর ঔষধ কেনার জন্য একটি ফার্মেসিতে প্রবেশ করলাম দুজনেই। এরপর জাহিদুল ভাই ওষুধ ক্রয় করল। কিন্তু দোকানদার টাকা খুচরো করে দিতে পারতেছে না এজন্য জাহিদুল ভাই অন্য একটি দোকান থেকে খুচরো করতে গেল। সেখানেও পেল না পরে একজন হুজুরের কাছ থেকে খুচরো করে নিল।

আচ্ছা এরপর আমি এবং জাহিদুল ভাই দুজনেই ডক্টরের ফার্মেসী থেকে বের হয়ে কাঁচাবাজারে প্রবেশ করলাম। প্রথমে আমি আলু ক্রয় করব কেননা আমি শেষ হয়ে গিয়েছে।

প্রথমেই দেখতে পেলাম লাও এ কারণে আমি লাউ সর্বপ্রথম ক্রয় করলাম। লাউ এর দাম নিচে উল্লেখিত:-

লাউ :- ৩০ টাকা 💰
আলু :- ৬০ টাকা 💰
ডিম :- ৫০ টাকা 💰

লাউ ক্রয় করার পর আলু এবং ডিম ক্রয় করলাম। ও আচ্ছা লাউ ক্রয় করার পর ভাই বলতেছে আমার মোবাইল কি তোমার কাছে? বললাম না তো ভাই আমার কাছে তো মোবাইল আপনি দেন নাই!

পরে বললাম আপনি বোধহয় তাহলে ফার্মেসিতে ফেলে এসেছেন দ্রুত চলে যান আমি এখান দিয়ে বাজার করে যাচ্ছি।

ভাই সেখানে চলে গেল আর আমি এদিকে বাজার করে সেই ডক্টরের ফার্মেসিতে গেলাম গিয়ে দেখি ভাই নেই পরে আশেপাশে কয়েকটি দোকান দেখলাম এবং সেই দোকানের গিয়েছিলাম যে দোকান থেকে টাকা উত্তোলন করে আমি ভেবেছি হয়তোবা ওইখানে বসে আছে কেননা ওই জায়গা দিয়েই যেতে হয় এবং ওখানেই হোটেল রয়েছে।

pexels-photo-439818.jpeg
Source

কিন্তু আশেপাশেও পেলাম না সেই জায়গাতেও পেলাম না। এই কারণে ভাবলাম হয়তোবা আমাকে খোঁজার জন্য বাজারের মধ্যে প্রবেশ করেছেন।

আমি আবার ফার্মেসিতে গিয়ে ভাই কে জিজ্ঞাসা করলাম আপনার দোকানে কি সেই ভাই এসেছিল যে একটু আগে ঔষধ ক্রয় করেছে। দোকানদার ভাই বলল হ্যাঁ এসেছিল, সে তো মোবাইল রেখে গিয়েছিল মোবাইল নিয়ে আবার চলে গিয়েছে।

আমি আবার বাজারের মধ্যে প্রবেশ করলাম বাজারের মধ্যে দিয়ে খুঁজে পেলাম না এ কারণে ভাবলাম হয়তোবা ভাই রুমে চলে গিয়েছে।

IMG_20231110_101812_325.jpg
Old picture 🖼️

এদিকে আমি রুমে এসে দেখি ভাই এখনো আসে নাই। রুম তালা দেওয়া। কি আর করার আছে শরিফুল এর রুমে গিয়ে বসলাম। একটু পর দেখতেছি শুধু মোবাইলের রিংটোন বাজতেছে কিন্তু কিছুই করার নেই। ভাই এর মোবাইল নাম্বার আমার মুখস্থ না থাকার কারণে কল করতে পারতেছি না।

একটু পর ভাবলাম তাহলে আমি আবার বাজারের মধ্যে যাই। আমার ভাবতেছি না ভাই হয়তো চলে আসতেছে আমাকে খুঁজে না পাওয়াই হয়তো এখনি চলে আসবে।

IMG_20231113_163900_634.jpg
Old picture

প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর ভাই আসলো ভাই বলতেছে আমি অনেক খোঁজাখুঁজি করেছি তুমি কই ছিলা তোমাকে অনেকবার কল দিয়েছি তুমি কল ধরো নাই একাধারে বলতেছে অনেক কথা কিন্তু আর কি বলব আমি। বললাম ভাই মোবাইল রেখে দিয়েছি এতবার কল দিয়েছেন আমি শুনতেছি রিংটোন কিন্তু ধরার অপশন নেই!

এদিকে আপনাকেও আমি অনেকবার খুজেছি কিন্তু না পাওয়াতে চলে এসেছি। এই হলো মোবাইল রেখে যাওয়ার চরম ভোগান্তি। এদিকে আমি মোবাইল রেখে দিয়েছি চার্জে অন্যদিকে বড় ভাই মোবাইল রেখে গিয়েছে ফার্মেসিতে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!