অফিসিয়াল কার্যাবলী নিয়ে আলোচনা ও আকর্ষণীয় সিরামিকের দ্রব্যাদি।

in blurt-184065 •  2 months ago 

শুভাকাঙ্ক্ষী বন্ধুরা,
কেমন আছেন সবাই? বেশ কিছু ফটোগ্রাফি এর সাথে অফিসিয়াল কার্যাবলী নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। অফিসিয়াল কার্যাবলী ভীষণ ব্যস্তময়। এরই মাঝে একটু নিজেকে ভালো রাখার জন্য সবার সাথে কুশল বিনিময় একই সাথে বেশ কয়েকটি ছবিও উঠেছি।

প্রথম যে ছবিটি আপনি দেখতে পারতেছেন এই ছবিটি ওঠা হয়েছে ফায়ারিং সেকশন থেকে। অবশ্য এই দিন কাজের ফাঁকে ফাঁকে যখন একটু সময় পেলাম এবং ফ্রি ছিলাম তখন আমার আরো একজন সহকর্মীদের সাথে নিয়ে গেলাম ফায়ারিং সেকশনে।

IMG-20240629-0004.jpg

ল্যাবরেটরীতে বেশ কিছু কাজ করার পর ফায়রিং সেকশনে এসেছিলাম। একটি উদ্দেশ্য ছিল বিস্কিট বোডি নেওয়ার জন্য। কেননা ডিপিং করার সময় সেই বডি গুলো খুবই প্রয়োজন। Barzin 22cm coup plate, কিন্তু এই প্লেট না পাওয়ায় কোম্পানির ফায়ারিং সেকশন এবং সর্টিং প্যাকিং সেকশন গুলো দিয়ে ঘুরে ঘুরে চলে গেলাম ল্যাবরেটরিতে।

IMG_20240629_125625_450.jpg

যাওয়ার পথে বেশ কিছু কর্পোরেট মগ দেখতে পেয়েছিলাম খুবই আকর্ষণীয় ডিজাইন এবং চোখ জুড়ানো ডিজাইনগুলো দেখে মনে চায় এখনই যদি নিয়ে যেতে পারতাম ক্রয় করে খুবই ভালো লাগতো!

বাংলাদেশ বর্ডার গার্ড এদের জন্য ডিজাইন করা হয়েছে এই মগ গুলো। শুধুমাত্র বাংলাদেশ বর্ডার গার্ড এদের জন্যই নয় বরং আরো অন্যান্য জায়গায় যেমন বিভিন্ন কোম্পানি অর্ডার দিয়ে থাকে তাদের নিজস্ব লোগো ব্যবহার এর মাধ্যমে মগ ডিজাইন করা এছাড়াও বিভিন্ন প্লেট এর মধ্যে আকর্ষণীয় ডিজাইন তৈরি করা তাদের কোম্পানির নাম এর সহযোগে।

IMG_20240629_125639_586.jpg

এইখানে আরো একটি মগ আপনাদের মাঝে তুলে ধরেছি। বাংলাদেশে পারমাণবিক প্রকল্পের মূল কাঠামো তৈরিতে যেই সিমেন্ট ব্যবহার করা হয় সেই সিমেন্ট এর কোম্পানির লোগো এবং তাদের একটি নিজস্ব কথা তুলে ধরা হয়েছে সুন্দর ভাবে আকর্ষণীয় ভালো!

এই মুখগুলো সাধারণত সাদা হয়ে থাকে আর এই সাদা মগ গুলোর উপর ডিকেল্স ব্যবহার করে এই ডিজাইনটি বসানো হয়। তাপমাত্রা দেওয়ার ক্ষেত্রে সাধারণত 800°c থেকে 850°c দেওয়া হয়। এছাড়াও প্রয়োজনের ক্ষেত্রে কমানো এবং বৃদ্ধি করানো হয়।

দ্রব্যাদি গুলোতে ডিকেল্স লাগানো হয়েছে এগুলো সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং বিভিন্ন অর্ডার আসলে করা হয় এক্সক্লুসিভ ভাবে। এছাড়াও রয়েছে ফুলদানি যেগুলো হয়তো আপনাদের মাঝে উপস্থাপন করা হয়নি তবে সেগুলো অসাধারণ সৌন্দর্যের লীলা।

IMG_20240702_082630_514.jpg

আরো একটি ম্যাটেরিয়াল আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি আর এই ম্যাটারেলস গুলোকে সচরাচর সেই দ্রব্যগুলোই তৈরি করা হয় অর্থাৎ যে দ্রব্যগুলো আপনাদের মাঝে তুলে ধরে মাঝেমধ্যেই এমনকি আজকেও তুলে ধরেছি আমি।

এই ম্যাটেরিয়ালস সেম্পল এসেছে আর এজন্য এই মেটেরিয়াল টেস্ট করার জন্য দেওয়া হয়েছিল ফায়ারিং সেকশনে। ফায়ারিং হওয়ার পর মেটেরিয়াল গুলো ভালোভাবে লক্ষ্য করে দেখা গেল এই মেটেরিয়াল গুলো ব্যবহার অযোগ্য। কেননা এদের মধ্যে অনেক আয়রন রয়েছে এবং অপ দ্রব্য।

আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন রানিং ম্যাটেরিয়াল এবং বাকি তিনটি মেটেরিয়াল এর কালার এছাড়াও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি ম্যাটেরিয়াল টেস্ট করা হয় যা গ্রহণযোগ্যতা পাবে না এই কোম্পানিতে কেননা এই ম্যাটেরিয়ালস এর মধ্যে গুণগত মান ভালো না, বিশেষ করে অপদ্রব্য বেশি!

IMG_20240623_190055_657.jpg

অফিস শেষ আর অফিস থেকে বের হয়ে দেখা যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে বিশেষ করে সন্ধ্যা বেলায় এই সূর্যটি দেখা যায়; আসলে সূর্য এর আলো দেখা যায় কেননা সূর্য এই সময় ডুবে যাচ্ছে অবস্থা থাকে কেননা আমরা সর্বসময় কোম্পানির ভেতরে থাকার কারণে সূর্যের আলো আমাদের চোখে পড়ে না খুবই কম যদি বাহিরে যায় তবে!

এভাবে বেশ কিছু সময় অতিবাহিত হল কোম্পানিতে কাজের তাগিদে। সমাপ্তির শেষে আপনি অবশ্যই আপনার মতামত জানাতে পারেন যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয়।

আসলে যেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এগুলো সাধারণত অন্য মানুষ সহজে বুঝতে পারবে না কেননা এগুলো হচ্ছে সিরামিক রিলেটেড লেখা। তবে দীর্ঘ সময়ের প্রয়োজন!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!