The popular sport of winter season has started || শীতের সময়ের জনপ্রিয় খেলা শুরু হয়ে গেল

in blurt-184065 •  8 months ago 

pexels-photo-14605729.jpegsrc

বহুদিন পরে আমি আপনাদের মাঝে আবারো উপস্থিত হয়েছি ব্যাডমিন্টন খেলা নিয়ে। প্রায় দীর্ঘ এক বছর পর এই খেলার সাথে যুক্ত হয়েছি আবারও সেই দিনে। অবশ্য যখন আমি সিলেটে আসি সেই দিন সকালবেলায় এমনিতেই ছোট ভাইদের সাথে খেলেছিলাম।

সেই দৃশ্যটি আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম অবশ্য। আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন সেই ছবির মধ্যে কোন প্রকার নেট টানানো হয়নি। এরপরেও খুবই ইচ্ছা এবং প্রবল আগ্রহে শুরু করেছিলাম, কেননা আমি সেই দিন চলে আসতেছি ছোট ভাইয়েরা চাচ্ছে, আমি যেন তাদের সাথে কিছু সময়ের জন্য খেলি ব্যাডমিন্টন।

আজ প্রায় ১৩ থেকে ১৪ দিন হয়ে গেল আমি সিলেট শহরে অবস্থান করতেছি। যাওয়া-আসা করি যখন ইন্ডাস্ট্রিতে তখন পাশেই দেখতে পায় ব্যাডমিন্টন খেলার মাঠ কিন্তু কখন খেলে আমি সঠিক জানিনা।

IMG_20231128_211112_165.jpg

অবশ্য রাত্রিবেলায় আমি যখন খাবার খেতে যাই তখন রাস্তার পাশেই অনেকেই খেলাধুলা করে ব্যাডমিন্টন। তবে এটুকু শুনেছি ইন্ডাস্ট্রির মাঠেও খেলাধুলা হয় রাত্রিবেলায়।

তো হঠাৎ করে গতকাল রাত্রিবেলায় এশার নামাজের পর অর্থাৎ ৮ টা ৩০ মিনিটে খাবার খাইতে যাই আমি এবং আকাশ। আমি যেতে চাচ্ছিলাম না কিন্তু বলল চল খেলা দেখতে যাই। যাই হোক খাওয়া দাওয়ার পর দুজনে মিলে ইন্ডাস্ট্রিতে ঢুকলাম।

ঢোকার পরেই দেখতে পেলাম বড় ভাইয়েরা এবং স্যারেরা সহ খেলাধুলা করতেছে। এমনকি কোম্পানির এজিএম স্যার সহ খেলাধুলা করতেছে ব্যাডমিন্টন।

এজিএম স্যার এবং কিউ সিটি ডিপার্টমেন্টের এক বড় ভাই দুজনে মিলে একটি টিম এবং অন্য টিমে ছিল এক বড় ভাই এবং আরো একবার ভাই। আমি অবশ্য তাদের নাম জানিনা।

প্রথমে দেখি তো আমি হতভম্ব এজিএম স্যার সহ ভালই খেলছে অর্থাৎ দুর্দান্ত ডাউন মারে একই সাথে, স্যারের সাথে যে বড় ভাই খেলাধুলা করতেছে সেই ভাই ও বেশ ভালই পারফরম্যান্স দেখাচ্ছে।

যাইহোক বেশ হাড্ডাহাটি খেলাধুলা করার পর এজিএম স্যার এর দল জিতে গেল। এরপর আমি এবং এক ভাই একটি টিম এবং অপর পাশে একজন স্যার এবং এক ভাই । অনেকদিন পর রানিং করেছি খেলাধুলা তাই হয়তো একটু সময় লাগবে আয়ত্ত নিয়ে আসতে।

প্রথমে খুব একটা ভালো খেলতে পেলাম না এমনকি একদম লুজ যাকে বলে। প্রথম প্রথম একটা গেম খাইলাম বড় ভাইয়ের সাথে এবং স্যার। পরবর্তীতে যে গেম খেলো আমার সাথে সেই ব্যক্তি এবং আল আমিন ভাই দুজনে মিলে এক টিম।

IMG_20231128_211118_155.jpg

এরপর তাদের খেলাধুলা হয় পরবর্তীতে আমি আবার মাঠে নামে এবং সেই সময় বেশ ভালোই পারফরম্যান্স হয়েছিল আমার। জাহিদ ভাই এবং আমি অপর পাশে আকাশ এবং রাশেদ ভাই। বেশ ভালো পারফরম্যান্স হয়েছে এবং অনেক সময় ধরে খেলাধুলা করেছি রাত দশটার দিকে আমরা মাঠ ত্যাগ করি।

ও আচ্ছা আমি এবং জাহিদ ভাই দুজনে মিলে খেলাধুলা করলাম এবং সেই ম্যাচটাই সর্বশেষ ম্যাচ ছিল। তবে শেষ ম্যাচে আমরাই উইন হয়েছি। সর্বশেষ ধন্যবাদ জানাই ধৈর্য ধরে আমার এই লেখাটি অধ্যায়ন করার জন্য।

আমার কাছে মনে হয় শীতের সময় জনপ্রিয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন। সুতরাং ব্যাডমিন্টন খেলা শুরু করেছি তবে খুব বেশিদিন রানিং করতে পারব না, এর পেছনে ব্যক্তিগত বিশেষ কারণ রয়েছে তবে খেলাধুলা করার ইচ্ছা অনেক বেশি। আমার কাছে সবচাইতে ভালো লাগে ব্যাডমিন্টন খেলা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!