একদিনের জন্য রান্না থেকে বিরতি

in blurt-1831602 •  13 days ago 

IMG_20240731_194828_020.jpg

প্রিয় বন্ধুরা,
বড় ভাই আজকে চলে যাবে বাড়িতে। এছাড়াও বাড়িওয়ালাকে বাড়ি ভাড়া দিতে হবে টাকা উঠাইতে হবে এজন্য চিন্তা করলাম ওলিপুর যাব।

রুমে থেকেই পরিকল্পনা করলাম, টাকা উত্তোলন করব আর হাজী নান্না বিরিয়ানি হাউজে বিরিয়ানি খাব। হাজী নান্না বিরিয়ানি হাউজ এখানে অনেক জনপ্রিয়তা লাভ করেছে।

IMG_20240731_194755_097.jpg

আমরা সচরাচর যখনই খাওয়া-দাওয়ার আয়োজন করি কিংবা রমজানের মধ্যে যখন আমরা এই খাবার খেয়েছি তখনই হাজী নান্না বিরিয়ানি হাউজ থেকে ক্রয় করে নিয়ে এসেছি। এছাড়াও শরিফুলের জন্মদিনের মধ্যে এখান থেকে খাবার ক্রয় করেছিলাম।

যাইহোক সন্ধ্যা বেলায় চিন্তা করলাম এখন যাওয়া যায়। বাসে উঠে শাহাপুর বাজার থেকে অলিপুর চলে গেলাম। ওলিপুরে যাইতে ১০ মিনিটের মত সময় লাগে। ওলিপুর নামাজ পর সর্বপ্রথম আমরা টাকা উত্তোলন করলাম।

IMG_20240731_194612_019.jpg

  • আমি টাকা উত্তোলন করলাম 7000 টাকা।
  • বাকি টাকা Dutch Bangla bank card এই রেখে দিলাম।

এর মধ্য থেকে বাড়িওয়ালাকে বাড়ি ভাড়া দিতে হবে এবং বাড়িতে টাকা পাঠাইতে হবে। হাত খরচের জন্য শরিফুলের থেকে আমি যে টাকা পাই উহার মধ্যে থেকেই হয়ে যাবে। আবার যদি টাকার দরকার হয় তাহলে অবশ্যই অলিপুরে আসবো টাকা উত্তোলন করার জন্য ডাচ বাংলা কার্ড থেকে।

আচ্ছা যাই হোক এরপর চলে গেলাম কাচ্চি বিরিয়ানি খাইতে।

  • স্পেশাল গরুর কাচ্চি বিরিয়ানি Price:- 1.05$ / 130 BDT
  • স্পেশাল বোরহানি Price:- 0.28$ / 35 BDT

IMG_20240731_194728_707.jpg

আলহামদুলিল্লাহ আমি আর জাহিদুল ভাই দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম। তবে শরিফুল কে মিস করতেছি কেননা বন্ধু এখন বাড়িতে।

খাওয়া দাওয়া করার পর আরো কিছু কেনাকাটা করলাম এরপর MAXI Care এ উঠে চলে গেলাম শাহাপুর বাজারে এবং সেখান থেকে রুমে।

রুমে এসে একেবারে ফাইনাল ডিসিশন নিলাম আজকে আর রান্নাবান্না করব না দুপুর পর্যন্ত হোটেলে খাওয়া-দাওয়া করব।

একদিন না হয়, রান্নাবান্না থেকে রেস্ট নেই। যাই হোক এরপর আমি রান্নাবান্নার করলাম না সকালে বা দুপুরের জন্য। সকালবেলা আমি অফিসে চলে যাই আর বড় ভাই দশটার দিকে মনে হয় বাড়িতে চলে যায়। কেননা বড় ভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম, আপনি তাহলে বাড়িতে যাবেন কখন? বলল 9 টা ১০ টার দিকে।

IMG_20240731_194733_419.jpg

আমি একেবারেই একা। সঙ্গী সাথীহীন, যদিও বিপ্লব ভাই রয়েছে বিপ্লব ভাই যথেষ্ট ভালো মানুষ তার সাথেও সময় কাটাতে পারব তবে বন্ধু আর বড় ভাই দুজনে নাই এই কারণে বেশ মন খারাপ।

শরিফুল আসবে রবিবারের দিন আর সোমবারের দিন অফিস করবে। জাহিদুল ভাই হয়তোবা দুই থেকে তিন দিন অথবা চার দিন এর জন্য ছুটি নিয়েছে এরপর আবার চলে আসবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

@jakaria121
লটারিতে অংশগ্রহণ করার জন্য অনুগ্রহ করে লটারি পোস্টটি পুনরায় ব্লগ করুন। শুধুমাত্র ব্যবহারকারী যারা আপভোট এবং রিব্লগ জয়ের যোগ্য।

শুভকামনা :)