Foggy winter morning.

in blurt-181795 •  3 months ago 

The blanket of fog covered the whole village. Sunlight bounces off the wall of fog, then back. Looking through the window of the house, the mango garden next to the house seems to have sunk in the sea of fog. Not only the mango garden, but the whole village is like a huge sea of fog.
কুয়াশার চাদর টানিয়ে দিয়েছিল গোটা গ্রামটাকে। সূর্যের আলো এসে ঠেকে কুয়াশার দেয়ালে, তারপর ফিরে যায়। ঘরের জানলা দিয়ে তাকিয়ে দেখি, বাড়ির পাশের আমবাগানটা যেন কুয়াশার সাগরে ডুবে গেছে। শুধু আমবাগান নয়, গোটা গ্রামটাই যেন কুয়াশার এক বিশাল সমুদ্র।


IMG20241029053918.jpg


IMG20241029055207.jpg

IMG20241029053921.jpg

The first thing I did when I woke up on a winter morning was to open the window and look outside. I loved to see this magical view of fog. When the sunlight came through the fog, it was as if the entire village was covered in a golden color. I used to get dressed and walk outside. Walking through the fog is a lot of fun. The mist seemed to hold me. Suddenly I could hear the call of a cuckoo from somewhere. Hearing this sound, it was as if someone was calling me from the fog.
শীতের সকালে ঘুম ভেঙে উঠলেই প্রথম কাজ হতো জানালা খুলে বাইরে তাকানো। কুয়াশার এই মায়াবী দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগতো। কুয়াশার ভেতর দিয়ে রোদের আলো যখন এসে পড়ত, তখন যেন গোটা গ্রামটা একটা স্বর্ণালি রঙে ঢেকে যেত ।আমি জামা-কাপড় পরে বাইরে বের হয়ে পায়ে হাঁটতে শুরু করতাম। কুয়াশার ভেতর দিয়ে হাঁটাটা অনেক মজার। কুয়াশা যেন আমাকে জড়িয়ে ধরে রেখেছিল। হঠাৎ কোথাও থেকে কোকিলের ডাক শুনতে পেতাম। এই শব্দটা শুনে মনে হতো যেন কুয়াশার ভেতর থেকে কে যেন আমাকে ডাকছে।


IMG20241029053816.jpg

IMG20241029053826.jpg


Walking through the mist, I would come to the side of the pond behind the house. The water in the pond was mixed with fog. I used to spend hours sitting by the pool. Sometimes I would look at the leaves floating on the water, sometimes I would look at the sky and lose my mind.This winter morning mist was a mysterious thing to me. This fog took me to another world. In a world where everything is white and gray. In a world where there is only peace and quiet.
Walking through the mist, I would come to the side of the pond behind the house. The water in the pond was mixed with fog. I used to spend hours sitting by the pool. Sometimes I would look at the leaves floating on the water, sometimes I would look at the sky and lose my mind. This winter morning mist was a mysterious thing to me. This fog took me to another world. In a world where everything is white and gray. In a world where there is only peace and quiet.
কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমি বাড়ির পিছনের পুকুরের পাশে চলে আসতাম। পুকুরের পানি যেন কুয়াশায় মিশে গিয়েছিল। পুকুরের পাশে বসে আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম। কখনো পানির উপর ভাসমান পাতার দিকে তাকিয়ে থাকতাম, কখনো আবার আকাশের দিকে তাকিয়ে মন মাতিয়ে যেতাম। শীতের সকালের এই কুয়াশা আমার কাছে একটা রহস্যময় জিনিস ছিল। এই কুয়াশা যেন আমাকে অন্য এক জগতে নিয়ে যেত। একটা জগতে যেখানে সবকিছুই সাদা আর ধূসর। একটা জগতে যেখানে শুধু শান্তি আর নিরিবিলি। কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমি বাড়ির পিছনের পুকুরের পাশে চলে আসতাম। পুকুরের পানি যেন কুয়াশায় মিশে গিয়েছিল।


IMG20241029053807.jpg


The fog slowly cleared. Sunlight used to completely illuminate the earth. Then I knew that a new day had begun again. Even today, when I wake up on a winter morning, I feel like that foggy morning has returned.
কুয়াশা ধীরে ধীরে কেটে যেত। সূর্যের আলো পুরোপুরিভাবে পৃথিবীকে আলোকিত করে দিত। তখন আমি বুঝতাম যে, আবারও একটা নতুন দিন শুরু হয়েছে। আজও যখন শীতের সকালে ঘুম থেকে উঠি, তখন আমার মনে হয় যেন সেই কুয়াশাচ্ছন্ন সকালটা আবার ফিরে এসেছে।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!