The beauty of the river and the banks of the river.

in blurt-181795 •  2 months ago 

Photography is my hobby. I do photography as a hobby. I try to show the beauty of nature. Nature fascinates people with its beauty. Today I spent a beautiful afternoon in the midst of green nature. The atmosphere was very beautiful and charming. This afternoon was amazing. With the passage of time, nature changes its form and reveals its beauty in different forms. Who doesn't like to enjoy it. I love to enjoy beauty at different times. Which I enjoy constantly. There is no end to describing the form of nature which changes its form with time. Which nature lovers love to enjoy. I also try to capture the beauty of nature through photography. Today I have photographed some of the amazing beauty of nature.
ফটোগ্রাফি আমার শখ। শখের মতো ফটোগ্রাফি করি। প্রকৃতির সৌন্দর্য দেখানোর চেষ্টা করি। প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে মানুষকে মুগ্ধ করে। সবুজ প্রকৃতির মাঝে আজ সুন্দর একটা বিকেল কাটিয়ে দিলাম। পরিবেশটা ছিল খুবই সুন্দর এবং মোহনীয়। এই বিকাল আশ্চর্যজনক ছিল. সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ পরিবর্তন করে বিভিন্ন রূপে তার সৌন্দর্য প্রকাশ করে। এটা উপভোগ করতে কার না ভালো লাগে। আমি বিভিন্ন সময়ে সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসি। যা আমি প্রতিনিয়ত উপভোগ করি। সময়ের সাথে সাথে প্রকৃতির যে রূপ বদলে যায় তার বর্ণনার শেষ নেই। যা প্রকৃতিপ্রেমীরা উপভোগ করতে ভালোবাসেন। আমিও ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য ধারণ করার চেষ্টা করি। আজ আমি প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের কিছু ছবি তুলেছি।


IMG_20241028_162311.jpg

IMG_20241028_162305.jpg


Photographing the flowing water of the river gives a different kind of pleasure. The reflection of sunlight, the touch of water, the movement of the stream - all these things create a unique beauty in photography. The green vegetation, flowers, birds, human activities on the banks of the river - all these things make the river banks interesting for photography. Photographs taken from the embankment on the river present a different scene. The expanse of the river in the distance, the view of the riverside village or the city - all these can be framed.
নদীর প্রবাহমান জলের ছবি তোলা এক অন্য রকম আনন্দ দেয়। সূর্যের আলোর প্রতিফলন, জলের ছোঁয়া, স্রোতের গতি - এই সব কিছুই ফটোগ্রাফিতে এক অনন্য সৌন্দর্য তৈরি করে। নদীর তীরের সবুজ গাছপালা, ফুল, পাখি, মানুষের কর্মকাণ্ড - এই সব কিছুই নদীর তীরকে ফটোগ্রাফির জন্য আকর্ষণীয় করে তোলে। নদীর উপর বাঁধ থেকে তোলা ছবি এক অন্য রকম দৃশ্য উপস্থাপন করে। দূর থেকে নদীর বিস্তীর্ণতা, নদীর পাশের গ্রাম বা শহরের দৃশ্য - এই সব কিছুই ফ্রেমবন্দি করা যায়।


IMG_20241028_162340.jpg

IMG_20241028_162356.jpg

IMG_20241028_162348.jpg

IMG_20241028_162332.jpg


Focusing on the underwater world by snorkeling or diving offers a different kind of beauty. Aquatic animals, aquatic plants, rocks on the bottom of the river - all these can be captured by the camera lens. Photographing the lifestyle of the people living along the river reveals a rich culture and tradition. Fishermen catching fish, children bathing in the river, farmers working by the river - all these scenes are very interesting for photography. River photography is not just a hobby, it is a means of capturing the beauty of nature. So, get out with a camera today and try to capture the beauty of the river.
স্নরকেলিং বা ডাইভিং করে নদীর নিচের জগতকে ফোকাস করলে অন্যরকম এক সৌন্দর্য পাওয়া যায়। জলজ প্রাণী, জলজ উদ্ভিদ, নদীর তলদেশের পাথর - এই সব কিছুই ক্যামেরার লেন্সে আটকে রাখা যায়। নদীর পাশে বসবাসরত মানুষের জীবনযাত্রা ফটোগ্রাফ করলে একটি সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা যায়। জেলেরা মাছ ধরছে, নদীতে স্নান করছে বাচ্চারা, নদীর পাশে কাজ করছে কৃষকরা - এই সব দৃশ্যই ফটোগ্রাফির জন্য অত্যন্ত আকর্ষণীয়। নদী ফটোগ্রাফি শুধু একটি শখ নয়, এটি প্রকৃতির সৌন্দর্যকে ধরে রাখার একটি মাধ্যম। তাই, আজই একটি ক্যামেরা নিয়ে বের হয়ে নদীর সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!