The beauty of the village is like a dream painted with paint.

in blurt-181795 •  3 months ago 

Brown Watercolor Floral SImple Family Photo Collage_20241104_140220_0000.png

This is our Bangladesh. Every time I saw this form of Bengal, I was amazed and looked at it. That's why the poet Jibanananda Das said that I have seen the form of Bengal, so I don't want to look for the form of the world. Our Bangladesh is surrounded by amazing beauty. Some mountains, some rivers and some green forests. My occasional farmer's green crop. So tourists from different countries come to Bangladesh and want to stay here after seeing the beauty of the countryside. Maybe you have seen in the news today that a citizen of Saudi Arabia wants to live in Bangladesh.
সুজলা সুফলা শস্য শ্যামলা ছায়ায় য়ায় ঘেরা পাখি ডাকা আমাদের এই বাংলাদেশ। আমি যতবার এই বাংলার রূপ দেখেছি ততবার মুগ্ধ হয়ে অপলক নয়নের চেয়ে থেকেছি। তাইতো কবি জীবনানন্দ দাশ বলেছেন আমি দেখিয়াছি বাংলার রূপ তাই খুঁজিতে চাই না পৃথিবীর রূপ। আমাদের এই বাংলাদেশ অপরূপ সৌন্দর্যে ঘেরা চারিপাশ। কোথাও পাহাড় কোথাও নদী আবার কোথাও সবুজ বনাঞ্চল। আমার মাঝে মাঝে কৃষকের সবুজ ফসল। তাইতো বিভিন্ন দেশ থেকে পর্যটকরা বাংলাদেশে এসে গ্রামাঞ্চলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে এখানেই থেকে যেতে চায়। হয়তো আপনারাও নিউজে দেখে থাকবেন আজকে সৌদি আরবের একজন নাগরিক তিনি বাংলাদেশে থাকতে চায়।


IMG_20241104_135614.jpg

IMG_20241104_135621.jpg
**The beauty of the village area so impressed him that he wants to build a house here and buy land to enjoy the beauty. In fact, the rural areas of Bengal are more beautiful than the pictures. So when this time Pi rushes to see the beauty in the village to frame it. Today's photography post will highlight some beauty. Hope you like it. The first beauty you see is a farmer at work running a cello machine while irrigating his paddy field. The water glistens in the sunlight. In fact, the current water level has gone down due to excessive heat. For which the agricultural land has to be watered from early morning and at night. The water does not rise in the middle of the day. I framed these two beauties just as a farmer was watering his paddy. Hope you like it.
গ্রাম অঞ্চলের সৌন্দর্য তাকে এমনভাবে মুগ্ধ করেছে সে এখানে ঘর বেঁধে জমি কিনে সৌন্দর্যগুলো উপভোগ করতে চায়। আসলে এই বাংলার গ্রাম অঞ্চলগুলো অপরূপ ছবির থেকেও বেশি সুন্দর। তাইতো যখন এই সময় পাই ছুটে যায় গ্রামে সৌন্দর্যগুলো দেখে ফ্রেমবন্দি করার জন্য। আজকের ফটোগ্রাফি পোস্টে বেশ কিছু সৌন্দর্য তুলে ধরবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে যে সৌন্দর্যটি দেখতে পাচ্ছেন এটি হলো একজন কৃষক সেলো মেশিন চালিয়ে তার ধান ক্ষেতে পানি দেওয়ার সময় কর্মরত অবস্থায় রয়েছে। সূর্যের আলোয় পানি চিকচিক করছে। আসলে বর্তমান সময়ে অতিরিক্ত গরমের কারণে পানির স্তর নিচে নেমে গিয়েছে। যার জন্য কৃষি জমিতে পানি দিতে হয় খুব ভোর থেকে এবং রাত্রে বেলায়। মধ্যবেলায় পানি ওঠে না বললেই চলে। একজন কৃষক যখন তার ধান খেতে পানি দিচ্ছিল ঠিক তখনই এই দুটি সৌন্দর্য ফ্রেমবন্দি করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG_20241104_135557.jpg

IMG_20241104_135604.jpg


Only those who wake up early in the morning can enjoy the freshness and beauty of the morning. My habit is to wake up early in the morning to soak up the morning weather and enjoy the beauty. I woke up early in the morning and ran to the river bank to watch the sunrise. I went there and framed some photographs of the paddy field and the sun in the middle of the river. You can see the dew on the tip of the paddy as well as the beauty of the rising sun in the eastern sky.
খুব সকালে যারা ঘুম থেকে জাগ্রত হন তারাই একমাত্র সকালের সতেজ হওয়া এবং সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। আমার অভ্যাস সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের আবহাওয়াটা গায়ে মেখে এবং সৌন্দর্যগুলো উপভোগ করা। খুব সকালে ঘুম থেকে উঠেই সূর্য উদয় দেখার জন্য নদীর পাড়ে ছুটে যাই। সেখানে গিয়ে নদীর মাঝে থাকা ধানক্ষেত এবং সূর্যের কিছু ফটোগ্রাফি ফ্রেমবন্দি করি। দেখতেই পাচ্ছেন ধানের ডগায় জমে থাকা বিন্দু বিন্দু শিশির সেই সাথে পূর্ব আকাশে রক্তিম আভায় উদীয়মান সূর্যের সৌন্দর্য।


IMG_20241104_135540.jpg

IMG_20241104_135548.jpg


Traveling along the banks of the river will introduce you to a variety of plants and wild flowers. As you can see above, I have shared the beauty of several types of flowers. Among them is a beautiful flower that looks like kashful. However, they are used as cattle feed by the people of our region. The morning sunlight falling on it brought out great beauty. Moreover, there is a type of flower like nose flower. They also look very nice as well as smell nice. You can also see sesame flowers. However, after waking up early in the morning and going to the river bank, the only purpose was to frame some beauty. By now the river is almost dead with little water and rice is cultivated on both sides of the river. However, through my post I have tried to present some beauty to you today. I hope you will like it.
নদীর পাড় ভ্রমণ করলে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং বুনো ফুলের সাথে পরিচিত হওয়া যায়। উপরে দেখতে পাচ্ছেন বেশ কয়েক রকমের ফুলের সৌন্দর্য শেয়ার করেছি। এর মধ্যে রয়েছে কাশফুলের মত দেখতে এক ধরনের সুন্দর ফুল। এগুলো অবশ্য আমাদের অঞ্চলের মানুষ গরুর খাবার হিসেবে ব্যবহার করে থাকে। সকালের সূর্যের আলো এটির উপর পড়ে দারুন সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। তাছাড়া রয়েছে নাকফুলের মত এক ধরনের ফুল। এগুলো দেখতেও বেশ চমৎকার সেই সাথে সুন্দর সুগন্ধি যুক্ত। আরো দেখতে পাচ্ছেন তিল ফুল। যাহোক সব মিলিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে নদীর পাড়ে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল কিছু সৌন্দর্য ফ্রেমবন্দি করার। এখনতো নদী প্রায় মৃত অল্প পানি এবং নদীর দুপাশ দিয়ে ধানের চাষ করা হয়েছে। যাইহোক আমার পোষ্টের মাধ্যমে চেষ্টা করেছি আজ কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!