My Power Up Season-1 || Today I power up 800 Blurt.( আজ আমি 800 Blurt শক্তি আপ)

in blurt-1787181 •  16 hours ago 

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা blurt.blog এই আমি বেশ কিছুদিন যাবত কাজ করছি। এটা আমার দ্বিতীয় অ্যাকাউন্ট যদিও আমি ২০২২ সাল থেকে এই প্লাটফর্মে আছি। আজকে আমি এখানে ৮০০ blurt power up করব। সেই পদ্ধতি গুলোকে আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

১ম ধাপঃ
IMG_20250123_072245.jpg

প্রথমে উপরে থাকা আইকন গুলোর মধ্য থেকে wallet option এ ক্লিক করতে হবে এবং wallet এর মধ্যে প্রবেশ করতে হবে। সেখানে প্রবেশ করার পর দেখতে হবে কতগুলো লিকুইড কয়েন রয়েছে এবং সেই অনুযায়ী পোস্ট করার জন্য নির্দিষ্ট পরিমাণ কয়েন দেখে তারপর বাকিটুকু পাওয়ার আপ করা যেতে পারে। তবে খেয়াল রাখা অতি জরুরি যেন কোনভাবেই সবগুলো পাওয়ার আপ না হয়।

দ্বিতীয় ধাপঃ
IMG_20250123_072405.jpg

আমার ওয়ালেট এ প্রবেশ করার পর এরকম দেখাবে। শুধু আমার নয় প্রত্যেকের একই হবে এবং এখানে উপরের গুলো হচ্ছে লিকুইড কয়েন ও নিচেরগুলো হচ্ছে পাওয়ার। এই মুহূর্তে আমার 4 হাজারের উপরে পাওয়ার রয়েছে যেটা গত মাসেও প্রায় ২০ হাজার ছিল। এবং লিকুইড কয়েন হিসেবে এখানে আছে ৮৯০। আমি এখান থেকে ৯০ টি কয়েন রেখে দেবো পোস্ট এবং কমেন্ট করার জন্য এবং বাকিগুলোকে পাওয়ার আপ করব।

তৃতীয় ধাপঃ
IMG_20250123_074828.jpg

লিকুইড কয়েন এর ওপরে চাপ দিলে এরকম তিনটি অপশন দেখাবে যেহেতু আমি এখান থেকে power up করব তাই আমি সেই অপশনের উপরে ক্লিক করব। অবশ্য এখান থেকে যদি আমি উইথড্রো করে একদম বের করতে চাই তাহলে ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। যেহেতু আমি এই মুহূর্তে পাওয়ার আপ করতে চাচ্ছি তাই আমি পাওয়ার আপ অপশনে ক্লিক করব। এবং তারপর ভেতরে প্রবেশ করা হবে।

চতুর্থ ধাপঃ
IMG_20250123_072551.jpg

পাওয়ার আপ অপশনে ক্লিক করার পর ভিতরে প্রবেশ করানো হবে এবং তারপর ছবিতে দেখানো অবস্থায় যে পরিমাণ এমাউন্ট আমি পাওয়ার আপ করতে চাচ্ছি তার পরিমাণ সেখানে লিখতে হবে। আমি আবারো বলছি কোনভাবেই যেন সবগুলো কয়েন পাওয়ার আপ না করা হয়। যদি সবগুলো কয়েন পাওয়ার আপ করা হয় তাহলে পোস্ট করতে পারা যাবে না। যাইহোক এরপর ছবিতে দেখানো নিয়ম অনুযায়ী power up অপশনে ক্লিক করতে হবে।

পঞ্চম ধাপঃ
IMG_20250123_072640.jpg

এটাই সর্বশেষ ধাপ এবং এখানেই power up সম্পূর্ণ করা হবে। প্রথমে বলে রাখি এটা করার জন্য কিন্তু ট্রানজেকশন ফি দিতে হবে। blurt এমন একটি প্লাটফর্ম যেখানে কোন একটা কাজ করতে গেলে অবশ্যই ফি দিতে হয়। এবং সব শেষ ওকে বাটন এর উপরে ক্লিক করে সম্পন্ন করতে হবে ও আমার আজকের ৮০০ কয়েন পাওয়ার আপ নিরাপদে ও সুন্দরভাবে সম্পূর্ণ হলো। এর আগেও অনেকবার পাওয়ার আপ এবং পাওয়ার ডাউন দুইটাই দিয়েছি তবে এবার প্রথম এই বিষয় নিয়ে বিস্তারিত আমি লিখলাম

সবাইকে অনেক ধন্যবাদ।

English:

Bismillahir Rahmanihir Rahim.

Dear friends, I hope everyone is well? Alhamdulillah, I am also very well with your prayers and love. Dear friends, blurt.blog, I have been working for quite some time. This is my second account, although I have been on this platform since 2022. Today I will power up 800 blurt here. I will share those methods with you step by step, InshaAllah.

Step 1
IMG_20250123_072245.jpg
-

First, you have to click on the wallet option from the icons above and enter the wallet. After entering there, you will see how many liquid coins there are and accordingly, after seeing the specific amount of coins to post, the rest can be powered up. However, it is very important to take care that not all the power ups are done.

Step 2:
IMG_20250123_072405.jpg
-

After entering my wallet, it will look like this. Not only mine, but everyone will be the same and here the top ones are liquid coins and the bottom ones are power. At the moment, I have over 4 thousand power, which was about 20 thousand last month. And here is 890 as liquid coins. I will keep 90 coins from here for posting and commenting and power up the rest.

Third step:
IMG_20250123_074828.jpg

If you click on liquid coins, three options will appear, since I will power up from here, I will click on that option. Of course, if I want to withdraw from here, I will have to click on the transfer option. Since I want to power up right now, I will click on the power up option. And then I will enter.

Fourth step:
IMG_20250123_072551.jpg
-

After clicking on the power up option, I will enter and then the amount that I want to power up as shown in the picture should be written there. I am saying again that in no case should all the coins be powered up. If all the coins are powered up, then it will not be possible to post. However, after that, I have to click on the power up option as shown in the picture.

Fifth step:
IMG_20250123_072640.jpg

This is the last step and the power up will be completed here. First of all, let me tell you that you have to pay a transaction fee to do this. Blurt is a platform where you have to pay a fee to do any work. And finally, you have to click on the OK button and my 800 coin power-up today was completed safely and beautifully. I have given both power-ups and power-downs many times before, but this is the first time I have written in detail about this topic.

Thank you very much to everyone.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!