আলহামদুলিল্লাহ আজকে আমার sp 600k সম্পন্ন হয়েছে ||Alhamdulillah, my sp 600k has been completed today.

in blurt-1787181 •  7 hours ago 

Bismillahir Rahmanir Rahim.

Dear friends hope everyone is well? Alhamdulillah I am also well with your prayers and love. serey coin crossed 600k with your prayers and love.

IMG_20250122_171549.jpg

I am very grateful to certain people whose tireless work and love have made it possible for me to come this far. Special thanks to Bangladesh community admin @opsin bhai for making our journey fairly easy. @mahmu552 whose guide line I have been inspired to move forward on this platform. I got the most support from @goldenrain @r3benok.

IMG_20250122_171601.jpg

In between I stopped working for 1 year, there were some people who still looked and gave me some motivation and interest to come back to work. There was a lot of reluctance at that time but I came back with a hope and showed the most patience of my life on this platform.

I thank all the people who made me hope so far today and right now I have 600k sp current my account value is 878.31$. I have turned around every time I have encountered obstacles in my journey. Gratitude to those who helped while standing.

IMG_20250122_171638.jpg

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভাল আছি। আপনাদের দোয়া এবং ভালবাসায় serey coin 600k পার হয়েছে।

কিছু মানুষের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যাদের কারণে আমার অক্লান্ত পরিশ্রম এবং তাদের ভালোবাসায় এতদূর পর্যন্ত আসা সম্ভব হয়েছে। বিশেষ করে আমি বাংলাদেশ কমিউনিটি এডমিন @opsin ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যার কারণে আমাদের পথ চলাটা মোটামুটি সহজ হয়েছিল। আমি এই প্ল্যাটফর্মে যার গাইড লাইনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছি তিনি হলেন @mahmu552 । সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি @goldenrain @r3benok এদের নিকট হতে।

মাঝখানে ১ বছর কাজ কর্ম বন্ধ রেখেছিলাম, কিছু মানুষ ছিল যারা তখনও খোঁজ নিয়েছে এবং কাজে ফিরে আসার কোন প্রেরণা দিয়েছে এবং আগ্রহ দেখিয়েছে। সেই সময়ে প্রচুর অনিহা সৃষ্টি হয়েছিল তবুও ফিরে এসেছিলাম একটা আশা নিয়ে এবং আমার জীবনে সবচেয়ে বেশি ধৈর্যশীলতার পরিচয় দিয়েছিলাম এই প্লাটফর্মে।

আমি সেই সকল মানুষদেরকে কৃতজ্ঞতা জানাই যাদের কারণে আজকে আমার এতদূর পর্যন্ত আশা এবং এই মুহূর্তে আমার 600k sp বর্তমান আমার অ্যাকাউন্ট মূল্য 878.31$ । আমি আমার এই যাত্রাতে যতবার বাধার সম্মুখীন হয়েছি ততবারই ঘুরে দাঁড়িয়েছি। দাঁড়ানোর সময় যারা সাহায্য করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!