My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Wednesday , November 13/2024
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ খুবই জরুরি। তাই আজকে আমি আমার বৃক্ষরোপণ শেয়ার করব এবং আপনাদের মাঝে বৃক্ষরোপণের বিষয়টি তুলে ধরব। বৃক্ষরোপণ শুরু করা যাক।
To maintain the balance of the environment, planting trees is very important. So today I will share my tree plantation and I will explain the tree plantation among you . Let's get started the plantation .
যে সব জিনিস আমার গাছ লাগানোর জন্য দরকার
- একটি ভাল তাজা গাছ
- কোদাল, বেলচা
- একটি ভাল জায়গা
- গোবর সার
- জল
Things I need to plant trees
- A good fresh tree
- Spade, shovel
- A good place
- Dung manure
- Water
প্রথমে রোপণের জন্য একটি ভালো চারা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সুস্থ সবল চারা রোগের প্রতি কম সংবেদনশীল। আর তাই আমি নার্সারিতে গিয়ে ভালো চারা তোলার জন্য স্বাস্থ্যকর ফলের চারা বাছাই করি। আর এই কামরাঙ্গা ফলের চারা।
It is very important to select a good sapling for planting first. Because healthy vigorous seedlings are less susceptible to diseases. And so I go to the nursery and pick a healthy fruit seedling to pick good seedlings. And this is Kamranga fruit sapling.
দ্বিতীয় ধাপ হল গাছ লাগানোর জন্য ভালো জায়গা বেছে নেওয়া। যাতে ওই জায়গায় ভালো আলো-বাতাস থাকে এবং যাতে সব সময় পানি জমে না থাকে, সেই জায়গাটা বাছাই করার পর কোদাল দিয়ে জায়গাটা খনন করতে লাগলাম। এবং আমি গর্ত থেকে সমস্ত মাটি সরিয়ে ফেললাম।
The second step is to choose a good place to plant the trees. So that there is good light and air in that place and so that water does not freeze all the time After picking the place, I started digging the place with a spade. And I removed all the soil from the hole.
তারপর গর্ত করা শেষ হলে গর্তের উপর হালকা পরিমাণ গোবর সার ছিটিয়ে দেওয়া হয়। তারপর সেই গর্তে আমার ফলের গাছ রাখলাম।
Then when the hole is finished, light amount of dung manure is sprinkled on the hole. Then I put my fruit tree in that hole.
গর্তে গাছ রাখার পর। প্রথমে কিছু চূর্ণ-বিচূর্ণ মাটি দেয়। তারপর পুরো গাছের চারপাশের মাটি ভালোভাবে ভরাট করে সেই মাটি দিয়ে গর্ত তৈরি করা হতো।
After putting the tree in the hole. At first it gives some crumbly soil. Then the soil around the whole tree is well filled with the soil that was used to make the hole.
গাছের গোড়ায় ভালো করে মাটি ভরাটের পর। এবার আমার গাছের পরিমান মত পানি দেই।
After filling the soil well at the base of the tree. This time I give water like the amount of my tree.
বৃক্ষকে মানুষের বন্ধু বলা হয় কারণ গাছ মানুষের জীবন-মৃত্যুর সব দিকের সাথে জড়িত। উদাহরণস্বরূপ, মানুষ যদি অক্সিজেন গ্রহণ করে তবে সে গাছ থেকে এই অক্সিজেন পায়। আবার, একটি গাছ তার খাদ্যের জন্য যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তা মানুষের দ্বারা নির্গত ডাই অক্সাইড। অর্থাৎ মানুষ ও গাছ একে অপরের সাথে নিবিড়ভাবে জড়িত। গাছের গুণাগুণ অনেক। গাছের প্রায় পুরোটাই ব্যবহার করা যায়। গাছটিকে আমরা অনেক কাজে ব্যবহার করি। বিশেষ করে গাছ থেকে আমরা ফল, ফুল, ওষুধ ও কাঠসহ বিভিন্ন জিনিস পাই। তাই গাছের গুরুত্ব অনেক।
The tree is called the friend of man because the tree is associated with all aspects of human life and death. For example, if human beings take oxygen, they get this oxygen from trees. Again, the carbon dioxide that a tree receives for its food is the dioxide emitted by humans. That is, people and trees are intimately involved with each other. The quality of the tree is many. Almost the whole of the tree can be used. We use the tree for many purposes. Especially from trees we get fruits, flowers, medicine and wood and various things. So the importance of trees is a lot.
বলা যায় পৃথিবীতে গাছ না থাকলে মানুষের জীবন থাকত না। কারণ আত্মা ও উদ্ভিদের মধ্যে সম্পর্ক রয়েছে। কারণ মানুষ যে অক্সিজেন গ্রহণ করে তা গাছ থেকে আসে এবং গাছপালা যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তা মানুষের কাছ থেকে আসে এবং তাই তারা একে অপরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে, বিশ্বের অনেক জায়গায় দাবানল অনেক গাছপালা এবং বন পুড়িয়ে দিয়েছে। বিশেষ করে, আমাজন দ্বারা বিশ্বের ফুসফুসের বেশিরভাগ ক্ষতি হয়েছে। ফলে আমাদের পৃথিবী কোনো হুমকি ছাড়াই তার দিকে ধাবিত হচ্ছে। আর তাই আমাদের সকলের একসাথে গাছ লাগানো খুবই জরুরী। গাছ ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। আর তাই আমার মতে গাছ লাগানো খুবই জরুরী।
It can be said that if there were no trees on earth, human life would not exist. Because there is a relationship between the soul and the plant. Because the oxygen that humans take in comes from trees and the carbon dioxide that plants take in comes from humans and so they are very important to each other. In recent times, wildfires have burned many plants and forests in many parts of the world. In particular, much of the world's lungs have been damaged by the Amazon. As a result, our world is running towards it without any threat. And so it is very important for all of us to plant trees together. For trees and the balance of the environment is maintained. And so in my opinion it is very important to plant trees.
My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.
আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর ও থানা গাংনী। ইউনিয়ন ষোল টাকা। আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারে চারজন। বিশেষ করে আমরা বাবা-মায়ের দুই ভাই। আমি পরিবারের বড় ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা হল আমি বাংলা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ।
Re🤬eD
🌳
** Your post has been upvoted (12.40 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan
আমাদের পরিবেশ রক্ষার জন্য আমাদের প্রত্যেকের উচিত খালি যে জায়গাগুলো আছে। সেগুলোর মধ্যে গাছ লাগানো, কেননা গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করে থাকি আর এই অক্সিজেনের মাধ্যমে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকি। আপনার গাছ লাগানোর পদ্ধতি সত্যিই অসাধারণ ধন্যবাদ ভালো থাকবেন।