My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Tuesday , December 10/2024
Assalamu Alaikum. Ecoer members, hope everyone is well. Today I will review a Bengali drama among you. The name of my reviewed Bengali drama is.
আসসালামু আলাইকুম। Ecoer সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি বাংলা নাটক রিভিউ করবো। আমার রিভিউ করা বাংলা নাটকের নাম হলো
🎥"Service Holder"🎥
Important Information:
Name of the play | Service Holder. |
---|---|
Director | Salahuddin Lovelu |
Composition | Vrindavan Das. |
Acting | Chanchal Chowdhury, Sadia Jahan Prabha, Brindavan Das, Shahnaz Khushi, AK M Hasan, Shamim Zaman. |
Length | 39:13 minutes. |
type | instructive |
Language | Bengali. |
Release Date | 16.11.2016 |
|নাটকের নাম| সার্ভিস হোল্ডার। |
|---|---|
পরিচালক|সালাহউদ্দিন লাভলু।|
রচনা | বৃন্দাবন দাস। |
অভিনয় |চঞ্চল চৌধুরী, সাদিয়া জাহান প্রভা,বৃন্দাবন দাস, শাহনাজ খুশি,আ খ ম হাসান, শামীম জামান। |
দৈর্ঘ্য | ৩৯ঃ১৩ মিনিট। |
ধরন | শিক্ষণীয়। |
ভাষা |বাংলা। |
মুক্তির তারিখ |১৬.১১.২০১৬ইং।|
Synopsis of the play:
Chanchal Chowdhury is seen in the role of service holder, he studies and works big in Dhaka city, his wife Sadia Jahan Prabha, a girl from a big house. Chanchal Chowdhury's elder brother is played by Brindavan Das and his wife Shahnaz Khushi and Chanchal Chowdhury's childhood friend is played by AK M Hasan and Chanchal Chowdhury's car driver by Shamim Zaman.
সার্ভিস হোল্ডার এর ভূমিকায় দেখা যায় চঞ্চল চৌধুরীকে, সে পড়ালেখা করে ঢাকা শহরে বড় চাকরি করে, তার স্ত্রী সাদিয়া জাহান প্রভা, একজন বড় ঘরের মেয়ে। চঞ্চল চৌধুরীর বড় ভাইয়ের ভূমিকায় অভিনয় করেন বৃন্দাবন দাস এবং তার স্ত্রী শাহনাজ খুশি এবং চঞ্চল চৌধুরীর ছোটবেলার বন্ধু হিসাবে অভিনয় করেন আ খ ম হাসান এবং চঞ্চল চৌধুরীর গাড়ির ড্রাইভার হিসেবে অভিনয় করেন শামীম জামান।
Chanchal Chowdhury has a big job in Dhaka city so he came to the village house with his wife Prabha. He brought a car for the visit along with Shamim Zaman as his diver. On reaching the village, his brother welcomed them.
চঞ্চল চৌধুরী ঢাকা শহরে বড় চাকরি করেন সেই সুবাদে তিনি গ্রামের বাড়িতে তার স্ত্রী প্রভাকে নিয়ে বেড়াতে আসেন। বেড়াতে আসার জন্য তিনি একটি গাড়ি নিয়ে আসেন সাথে তার ডাইভার হিসেবে শামীমকে জামানকে নিয়ে আসেন। গ্রামে পৌঁছাতেই তার ভাই তাদের সাদরে আমন্ত্রণ জানান।
After arriving in the village, Chanchal Chowdhury wears a coat-tie and sunglasses and walks around with the villagers. But through his speech it is understood that he is a man of eccentric nature. After studying as a child, he is doing a big job in Dhaka city, so he does not want to care about the village people. Even his elder brother, Bhabhi, and their two sons, he does not speak well, and behaves strangely in all manner of conversation with them.
গ্রামে আসার পর চঞ্চল চৌধুরী কোট-টাই এবং সানগ্লাস পরে গ্রামের মানুষের সাথে ঘুরে বেড়াই। কিন্তু তার কথাবার্তার মধ্য দিয়ে বোঝা যায় তিনি একজন উদ্ভট প্রকৃতির লোক। ছোটবেলায় লেখাপড়া করে ঢাকা শহরে বড় চাকরি করছেন তাই তিনি গ্রামের মানুষদেরকে পাত্তা দিতে চান না। এমনকি তার বড় ভাই, ভাবি,এবং তাদের দুটি ছেলের সাথে সে ভালোভাবে কথা বলতে পারেনা সর্বপ্রকারে কথা বার্তায় তিনি উদ্ভট আচরণ করে থাকে তাদের সাথে।
Chanchal Chowdhury's childhood friend AKM Hasan, they used to study together in school. But due to lack of money Akh M Hasan could not study far. On hearing about the arrival of the big jobber friend, he comes to meet Chanchal Chowdhury and calls Chanchal Chowdhury by his name which makes Chanchal Chowdhury angry and forbids him to call him by name. And started insulting in different ways. Akham Hasan tells his wife Prabha everything about their childhood, there Chanchal Chowdhury and his elder brother Brindavan Das were present.
চঞ্চল চৌধুরী ছোটবেলার বন্ধু আ খ ম হাসান তারা দুজনে একসাথে স্কুলে পড়তেন। কিন্তু অর্থের অভাবে আ খ ম হাসান বেশিদূর লেখাপড়া করতে পারেনি। বড় চাকরিওয়াল বন্ধুর আগমনের কথা শুনে সে চঞ্চল চৌধুরীর সাথে দেখা করতে আসে এবং চঞ্চল চৌধুরীর নাম ধরে ডাকে এতে চঞ্চল চৌধুরী রেগে যায় এবং তার নাম ধরে ডাকতে নিষেধ করে। এবং বিভিন্ন ভাবে অপমান করতে থাকে। আ খ ম হাসান তার স্ত্রী প্রভাকে সবকিছু খুলে বলেন তাদের ছোএবেলার কথা, সেখানে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী তার বড় ভাই বৃন্দাবন দাস।
Chanchal Chowdhury's elder brother is a poor farmer, he could not study far, so he taught his younger brother education with what he got. But at night time when everyone gathers together for food, Chanchal Chowdhury says I can't eat without a spoon so his wife brings a spoon from her bag and Chanchal Chowdhury gets angry and scolds Bhai Bhabhi.
চঞ্চল চৌধুরীর বড় ভাই একজন গরীব কৃষক তিনি বেশি দূর লেখাপড়া করতে পারেননি ছোট ভাইয়ের লেখাপড়া করানোর জন্য তিনি যা পেয়েছেন তা দিয়ে তার ছোট ভাইকে লেখাপড়া শিখিয়েছেন। কিন্তু রাতের বেলায় খাবারের সময় যখন সবাই মিলে একত্রিত হয় খাবার জন্য তখন চঞ্চল চৌধুরী বলে আমি চামচ ছাড়া খেতে পারি না তাই তার স্ত্রী তার ব্যাগের ভেতর থেকে একটি চামচ আসে এতে চঞ্চল চৌধুরী রাগান্বিত হয়ে যায় এবং ভাই ভাবিকে বকাঝকা করতে থাকে।
The women of the village and Vrindavan Das's wife and Prabha sat together and discussed Chanchal Chowdhury's childhood education expenses and how he grew up so much. Meanwhile, Chanchal Chowdhury came back and saw everyone criticizing him, so he got angry and said to leave the village.
গ্রামের মহিলারা এবং বৃন্দাবন দাসের স্ত্রী এবং প্রভা সবাই মিলে বসে চঞ্চল চৌধুরী ছোটবেলার পড়াশোনার খরচ ও কিভাবে এত বড় হয়েছে এই বিষয়ে সে তারা আলাপ আলোচনা করতে থাকে। এসময় চঞ্চল চৌধুরী ফিরে এসে দেখে সবাই তার সমালোচনা করছে এতে তিনি রাগান্বিত হয়ে যায় এবং গ্রাম থেকে চলে যাওয়ার কথা বলে।
Chanchal Chowdhury is a senior officer so he is not taking proper care of the village people so he is leaving the village with his wife Prabha along with his elder brother's two sons to whom he is giving some money and he is preparing to leave the village. .
চঞ্চল চৌধুরী একজন বড় অফিসার তাই তিনি গ্রামের মানুষদেরকে ঠিকমতো পাত্তা দিচ্ছেন না এই জন্য তিনি তার স্ত্রী প্রভাকে নিয়ে গ্রাম থেকে চলে যাওয়ার জন্য বের হচ্ছেন সাথে ছিল তার বড় ভাইয়ের দুই ছেলে যাদের কে তিনি কিছু টাকা-পয়সা দিচ্ছেন এবং তিনি গ্রাম থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
Chowdhury's wife Prabha is a big man's daughter but she is a conscious person. She understands the tastes, respects, different aspects of the people of these villages without neglecting her husband, so she hugs Chanchal Chowdhury's brother and sister and cries while leaving, saluting their two sons as she leaves.
চৌধুরীর স্ত্রী প্রভা একজন বড় লোকের মেয়ে বটে কিন্তু তিনি একজন সচেতন মানুষ। তিনি তার স্বামীর উপর উপেক্ষিত না হয়ে এ সকল গ্রামের মানুষদের মন রুচি, সম্মান, বিভিন্ন দিক বুঝতে পারেন তাই তিনি যাওয়ার সময় চঞ্চল চৌধুরীর ভাই ও ভাবিকে জড়িয়ে ধরে কান্না করেন এবং তাদের দুটি ছেলেকে যাওয়ার সময় স্যালুট জানিয়ে তিনি বিদায় নেন।
Personal opinion:
What I understood from this play is that a poor farmer in the village, the elder brother made his younger brother suffer a lot and instead of suffering happily, he gave the younger brother an opportunity to study and get a big job. But then the younger brother came back to the village and did not keep the previous memories with the elder brother. According to me it is not right to do such thing because every human being is equal in the world. Every human being has the right to live in the world, but whether it is the fault of fate or the writing of God, it can never be refuted as the character of the elder brother of this play.
এই নাটকটি থেকে আমি যা বুঝতে পেরেছি তা হলো গ্রামের একজন দরিদ্র কৃষক বড় ভাই তার ছোট ভাইকে অনেক কষ্ট করে সুখে দুখে না খেয়ে ছোট ভাইকে পড়াশোনা করে বড় চাকরির সুযোগ করে দিয়েছেন। কিন্তু তাতে ছোট ভাই গ্রামে ফিরে এসে বড় ভাইয়ের সাথে আগের স্মৃতি না রক্ষা করে তিনি তার ভাই এবং ভাবীকে যে অকথ্য কথাবার্তা ও বিভিন্ন আবেদনময়ী কার্যকলাপ করেছেন তাতে বড় ভাই অত্যন্ত মনখুন্ন হয়েছেন। আমার মতে এ ধরনের কাজ করা ঠিক নয় কারণ পৃথিবীতে প্রত্যেক মানুষই সমান। প্রত্যেক মানুষের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে কিন্তু ভাগ্যের দোষ হোক বা বিধাতার লেখন ই হোক এটা কোনদিনই খন্ডন করা যায় না এমন হয়েছে এই নাটকের বড় ভাই চরিত্রের।
Lessons from the play
The great lesson from the play is that little knowledge is a terrible person. By saying this, it is understood that those who are employed with little education from childhood forget their past roots. From this we learn to live in the world by treating every human being with respect and respect and honoring all human beings no matter where they work. worship
নাটকটি থেকে বড় ধরনের শিক্ষা হলো অল্প বিদ্যা ভয়ংকরী ব্যক্তি। এ কথা বলতে গেলে বোঝা যায় যারা ছোটবেলা থেকে অল্প মাত্রায় পড়াশোনা করে চাকরি করছেন তারা তাদের অতীতের শিকড় কে ভুলে যায় এ থেকে শিক্ষণীয় যে আমরা পৃথিবীতে বসবাসের জন্য প্রত্যেক মানুষের সাথে সদাচরণ করা এবং যে যেখান থেকেই বড় চাকরি করুক না কেন সকল মানুষকে সম্মানের সাথে শ্রদ্ধা ও ভক্তি করা।
My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.
আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর ও থানা গাংনী। ইউনিয়ন ষোল টাকা। আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারে চারজন। বিশেষ করে আমরা বাবা-মায়ের দুই ভাই। আমি পরিবারের বড় ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা হল আমি বাংলা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ।
** Your post has been upvoted (15.20 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan