Bangla drama review Character Dhila

in blurt-1787181 •  17 days ago 

Hello!!
My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Thursday , December 05/2024


Assalamu Alaikum. Ecoer members, hope everyone is well. Today I will review a Bengali drama among you. The title of my reviewed Bengali play is "Character Dhila".

আসসালামু আলাইকুম। Ecoer সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি বাংলা নাটক রিভিউ করবো। আমার রিভিউ করা বাংলা নাটকের নাম হলো "ক্যারেক্টার ঢিলা "।


🎥"Character Dhila "🎥


Screenshot_20211122-113140.png

Screenshots have been taken through.

Important information:


Name of the playCharacter Dhila.
DirectorMaidul Rakib.
ActingMosharraf Karim, Tanya Barshti, Shamima Nazneen, SM Ashraful Alam, Zainal Jack, Himel, Zahid.
Length49 minutes.
LanguageBengali.
Release date04.11.2021 Eng.

|নাটকের নাম| ক্যারেক্টার ঢিলা। |
|---|---|
পরিচালক| মাইদুল রাকিব। |
অভিনয় |মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, শামীমা নাজনীন, এস এম আশরাফুল আলম, জয়নাল জ্যাক, হিমেল, জাহিদ।। |
দৈর্ঘ্য | ৪৯মিনিট। |
ভাষা |বাংলা। |
মুক্তির তারিখ |০৪.১১.২০২১ইং।|


Synopsis of the play:


Screenshot_20211122-115238.pngScreenshot_20211122-115308.png

At the beginning of the play, it is seen that Musharraf Karim and his wife are going to the market together in a rickshaw. At that time there were rumors between Musharraf Karim and his wife. While going in a rickshaw, suddenly met Musharraf Karim's sister-in-law. Then he jumps from the rickshaw and meets her and says bhabhi how are you don't go to my shop anymore. I really thought that Musharraf was a customer of Karim's shop. And Musharraf Karim was a sari trader. Seeing such a thing of Musharraf Karim, his wife gets angry but does not say anything to him.

নাটকের শুরুতে দেখা যায় যে মোশারফ করিম ও তার স্ত্রী একসাথে একটি রিক্সায় করে বাজারের দিকে রওনা হয়েছে । ঠিক সেই সময় মোশারফ করিম ও তার স্ত্রীর মধ্যে গল্পগুজব হচ্ছিল। রিক্সায় করে যেতে যেতে হঠাৎ করে মোশারফ করিমের ভাবির সাথে দেখা হয়। তখন সে রিক্সা থেকে ঝাঁপ মেরে তার সাথে দেখা করে এবং বলে ভাবী কেমন আছে আপনি তো আর আমার দোকানে যান না। আসলেই ভাবি ছিল মোশারফ করিমের দোকানের একজন ক্রেতা। আর মোশারফ করিম ছিল শাড়ি ব্যবসায়ী। মোশারফ করিমের এমন বিষয়টি দেখে তার স্ত্রী রাগ করতে থাকে তবে তাকে কিছু বলে না।


Screenshot_20211122-115403.png


In the next scene, a lady comes to Mosharraf Karim's saree shop to buy a saree. Then she and her employee both treated her warmly, so that they took sarees from her shop. He sees many sarees but he does not take the saree till the last one. Then she thinks how to sell her saree more. Then he figured out that he would build a relationship with all the customers in his store. From then on he forms a relationship with the person who comes to pick up sarees from his shop and helps him in all his work wherever they meet. So that her sarees are sold extra.

পরের দৃশ্যে দেখা যায় মোশারফ করিমের শাড়ির দোকানে একটি ভাবি আসে শাড়ি নেওয়ার জন্য। তখন সে এবং তার কর্মচারী দুজনে মিলে তাকে আদর আপ্যায়ন করে ,যাতে করে তার দোকান থেকে শাড়ি নেয় । অনেকগুলো শাড়ি দেখে কিন্তু লাস্ট পর্যন্ত সে শাড়ি নেয় না । তখন সে মনে করে যে কিভাবে তার শাড়ী বেশি বিক্রি করা যায় । তখন সে বিষয়েও বের করে যে তার দোকানে খরিদ্দার সকলের সাথে একপ্রকার সম্পর্ক তৈরি করবে। এরপর থেকে তার দোকানে যে শাড়ি নিতে আসে তার সাথে একটা সম্পর্ক তৈরি করে এবং তার সমস্ত কাজে হেল্প করতে থাকে পথে-ঘাটে যেখানে দেখা হয়। যাতে করে তার শাড়ী অতিরিক্ত বিক্রি হয়।


Screenshot_20211122-115501.pngScreenshot_20211122-115514.png

In the next scene, a lady comes to Mosharraf Karim's saree shop to buy a saree. Then she and her employee both treated her warmly, so that they took sarees from her shop. He sees many sarees but he does not take the saree till the last one. Then she thinks how to sell her saree more. Then he figured out that he would build a relationship with all the customers in his store. From then on he forms a relationship with the person who comes to pick up sarees from his shop and helps him in all his work wherever they meet. So that her sarees are sold extra.

এবার পরের দৃশ্য দেখে যে মোশারফ করিম ও তার কর্মচারী দুইজন দোকান বন্ধ করে রাতে বাসায় ফিরছে। ঠিক সেই সময় তারই এক ভাবী বাজারের ব্যাগ হাতে বাসায় যাচ্ছে। তখন সে তাকে হেল্প করতে যায় কিন্তু এখানে ঘটনা ঘটে মোশাররফ এর স্ত্রীরির বড় বোন তাকে দেখে। এবং বলে যে এত রাতে আরেকটা মেয়েকে বাজার হাতে করে দিয়ে আসতেছে। বিষয়টা মোশারফ এর স্ত্রীর বড় বোন ভালো চোখে দেখেনা । তখনই সে বাসায় যাই গিয়ে তার বোনকে সব বলে দেয় এবং তাদের মধ্যে একটা ভেজাল বেঁধে যায়। তখন মোশারফ এর উপরে নজর রাখে যে তার স্বামী কি করে ।তখন তাকে বোঝায় দেখো এটা আমার ব্যবসা । আমার ব্যবসাটি হচ্ছে মেয়েদের নিয়ে তাই আমার মেয়েদের সাথে বেশি মিশতে হয় । আর এর জন্য তুমি আমাকে খারাপ ভেবো না ।এ কথা বোঝানোর পর ও তার বউ কোনভাবেই বোঝেনা।


Screenshot_20211122-115719.png


The next scene saw de Mosharraf's wife's elder sister summoning his wife for some advice. Then tell him that just like your husband mixes with girls, you mix with your friends to discipline him. So that he will feel a little bad. Then he will stay away from you girls.

এর পরের দৃশ্য দেখে দে মোশারফ এর বউয়ের বড় বোন তার বউকে ডেকে নিয়ে যায় কিছু পরামর্শ করার জন্য। তখন তাকে বলে যেমন মেয়েদের সাথে তোর স্বামী মিশে ঠিক তেমনি ভাবে তাকে শায়েস্তা করার জন্য তুই তোর বন্ধুবান্ধবের সাথে মিশবি। যাতে করেও ওর কিছুটা খারাপ লাগবে। তখন সে আপনা আপনি মেয়েদের থেকে দূরে থাকবে।


Screenshot_20211122-115751.png


This time it is seen that Musharraf Karim's wife and his son call their friends home and chat with them and sing and it is also seen that when Musharraf Karim and his wife were going in a rickshaw, they met a friend on the way. Then he stopped her and coddled her. The matter comes to the notice of Musharraf Karim but he does not say anything at first.

এবার দেখা যায় মোশারফ করিমের বউ ও তার ছেলে বন্ধুদেরকে বাসায় ডাকে তাদের সাথে আড্ডা দেয় গান করে এবং আরও দেখা যায় যে মোশারফ করিম ও তার বউ যখন রিক্সায় যাচ্ছিল তখন পথে বন্ধুর সাথে দেখা হয়ে যায়। তখন সে তাকে থামিয়ে তার সাথে কোলাকুলি করে। বিষয়টি মোশারফ করিমের নজরে আসে তবে সে প্রথম পর্যায়ে কিছুই বলে না।


Screenshot_20211122-115835.png


In the next scene we can see that Musharraf Karim's wife leaves the house at night. At night to party with his friends. And after many nights back home. When she came back, her husband was still not asleep. Then her husband explained to her why you are doing these things. Then a slight quarrel broke out between them, just when a sound came from outside, Musharraf Karim opened the door. He opened the door and saw that his wife's elder sister.

এর পরের দৃশ্য দেখতে পারি যে মোশারফ করিমের বউ রাত্রে বাসা থেকে বের হয়ে যায়। রাতে তার বন্ধুদের সাথে পার্টি করা জন্য। এবং অনেক রাত্র করে বাসায় ফিরে। ফিরে এসে দেখে তার স্বামী এখনও ঘুমায় নি। তখন তার স্বামী তাকে বোঝায় কেন তুমি এগুলো করছ। তখন তাদের মধ্যে হালকা ঝগড়া বাধে ঠিক সেই সময় তাদের বাইরে থেকে একটা শব্দ আসে তখনই মোশারফ করিম দরজা খুলে। দরজা খুলে দেখে যে তার বউ এর বড় বোন।


Screenshot_20211122-115905.png


Now let's see the next scene De Musharraf Karim's wife's elder sister suddenly requests him. When she asks why Zeno saved her husband, she says that her husband had an affair with another woman and was arrested by the police because of that affair. He bails him out. Then Musharraf Karim says that it is a bad relationship and I can't help. Then his wife also requested him. Then she says ok I have a sister whose husband is a police officer. I told him then agreed after talking to him. Then Musharraf Karim came to police station and brought her elder sister's husband on bail. After bringing them, Musharraf Karim then told them that it is not right to judge people's character by looking at them. Like you my daughter talks more to people and flirts with them. You thought I was characterless, but you can't tell by looking at a person's character. And so they realize the mistake and Musharraf Karim's wife apologizes to him and then smilingly forgives him and that's how the play ends.

এবার পরের দৃশ্য দেখি দে মোশারফ করিমের বউয়ের বড় বোন হঠাৎ করে তাকে অনুরোধ করে। সে জেনো তার স্বামীকে বাঁচায় কারণ হিসেবে জানতে চাইলে সে বলে তার স্বামী অন্য আরেকটা মহিলার সাথে সম্পর্ক করেছিল এবং সেই সম্পর্কের জেরে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। সে তাকে জামিন করে নিয়ে আসে। তখন মোশারফ করিম বলে যে এটা তো খারাপ সম্পর্কে আমি কোন হেল্প করতে পারবনা। তখন তার বউ ও তাকে রিকোয়েস্ট করে। তখন সে বলে ঠিক আছে আমার এক ভাবি আছে তার স্বামী একটা পুলিশ অফিসার। আমি তাকে বলে দেখি তখন তার সাথে কথা বলার পর রাজি হয়ে যায়। তখন মোশারফ করিম থানা এসে তার বড় বোনের স্বামী জামিন করে নিয়ে আসে। নিয়ে আসার পর মোশারফ করিম তখন তাদেরকে বলে মানুষের উপর দেখে তার চরিত্র বিচার করা ঠিক না। তোমরা যেমন আমার মেয়ে মানুষের সাথে বেশি কথা বলি এবং তাদের সাথে মিশি বলে। তোমরা আমাকে চরিত্রহীন ভেবেছিলে আসলে মানুষের এর চরিত্র উপর দেখে বোঝা যায় না। আর তাই তারা তখন ভুল বুঝতে পারে এবং মোশারফ করিম বউ তার কাছে ক্ষমা চায় এবং তখন হাসি মুখে থাকে ক্ষমা করে দেয় এবং এভাবেই নাটকটি সমাপ্তি হয়।


Personal opinion:


In my personal opinion I liked the drama quite well. Because the drama was a good lesson, that looking at people sometimes takes people to judge good and bad. This matter is very well portrayed in the play. I like the play so much to go.

আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে। কারণ নাটকটি একটি ভালো শিক্ষা ছিল, যে মানুষের উপর দেখে কোন সময় মানুষকে ভালো-মন্দ বিচার করতে নেয়। এই বিষয়টি নাটকের মধ্যে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। যাওয়ার জন্য নাটকটি আমার কাছে এত সুন্দর লেগেছে।


My YouTube


Picture of myself


My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.
আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর ও থানা গাংনী। ইউনিয়ন ষোল টাকা। আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারে চারজন। বিশেষ করে আমরা বাবা-মায়ের দুই ভাই। আমি পরিবারের বড় ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা হল আমি বাংলা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  16 days ago  ·  


** Your post has been upvoted (12.86 %) **