My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Friday , December 13/2024
Assalamu Alaikum. Ecoer members, hope everyone is well. Today I will share with you the review of the play (One Day Without Phone).
আসসালামু আলাইকুম। Ecoer সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে ***(ফোন ছাড়া একদিন *** নাটকের রিভিউ শেয়ার করব।
important information
Name | One Day Without Phone |
---|---|
Director | Mursalin Shubo |
Acting | Mosharraf Karim, Nishat Priyam, Shahidullah Sabuj, Kaya Moni, Azam Khan, Sheikh Mahbubur Rahman. |
Length | 46 minutes. |
Genre | Romantic and Comedy. |
Language | Bengali. |
Release date | 12.09.2021 Eng. |
|নাম| ফোন ছাড়া একদিন। |
|---|---|
পরিচালক|মুরসালিন শুভ।|
অভিনয় |মোশাররফ করিম, নিশাত প্রিয়ম, শহীদুল্লাহ সবুজ, কেয়া মনি, আজম খান, শেখ মাহবুবুর রহমান,। |
দৈর্ঘ্য | ৪৬ মিনিট। |
ধরন |রোমান্টিক ও কমেডি । |
ভাষা |বাংলা। |
মুক্তির তারিখ |১২.০৯.২০২১ইং।|
Synopsis of the play:
In this play, Musharraf Karim's name is Bashir Uddin. In the first stage of the play, Musharraf Karim was sitting on a chair and changing his shoes. Just then his friend calls and says let's take a day off and party. Just then suddenly there is another phone call. And this is his office boss. Boss says he has to attend three meetings today. Saying this he fell into danger with two phones in both hands. Who will he talk to? Next time he is seen feeling annoyed and hangs up the two phones.In this play, Musharraf Karim's name is Bashir Uddin. In the first stage of the play, Musharraf Karim was sitting on a chair and changing his shoes. Just then his friend calls and says let's take a day off and party. Just then suddenly there is another phone call. And this is his office boss. Boss says he has to attend three meetings today. Saying this he fell into danger with two phones in both hands. Who will he talk to? Next time he is seen feeling annoyed and hangs up the two phones.
এই নাটকে মোশারফ করিমের নাম থাকে বশির উদ্দিন ।নাটকের প্রথম পর্যায়ে দেখা যায় মোশারফ করিম একটি চেয়ারে বসে তার জুতো চেঞ্জ করছিল। ঠিক সেই সময় তার বন্ধুর ফোন আসে এবং বলে বন্ধু একদিন ছুটি নিয়ে পার্টি করা যাক। ঠিক সেই সময় হঠাৎ করে আরেকটি ফোন আছে। আর এটি হলো তার অফিসের বসের। বস বলে তাকে তিনটা তিনটা মিটিং এটেন্ড করতে হবে আজ। এই বলে সে দুই হাতে দুটো ফোন নিয়ে বিপদে পড়ে যায়। সে কার সাথে কথা বলবে। পরবর্তী সময় দেখা যায় সে বিরক্ত বোধ হয় দুটি ফোন কেটে দেয় ।এই নাটকে মোশারফ করিমের নাম থাকে বশির উদ্দিন ।নাটকের প্রথম পর্যায়ে দেখা যায় মোশারফ করিম একটি চেয়ারে বসে তার জুতো চেঞ্জ করছিল। ঠিক সেই সময় তার বন্ধুর ফোন আসে এবং বলে বন্ধু একদিন ছুটি নিয়ে পার্টি করা যাক। ঠিক সেই সময় হঠাৎ করে আরেকটি ফোন আছে। আর এটি হলো তার অফিসের বসের। বস বলে তাকে তিনটা তিনটা মিটিং এটেন্ড করতে হবে আজ। এই বলে সে দুই হাতে দুটো ফোন নিয়ে বিপদে পড়ে যায়। সে কার সাথে কথা বলবে। পরবর্তী সময় দেখা যায় সে বিরক্ত বোধ হয় দুটি ফোন কেটে দেয় ।
After hanging up, his wife says that she will have dinner with him tonight. So he returned home immediately. After speaking he left for office. Goes to the office and meets the boss. And the boss repeatedly explained to him that. Attend three meetings and report back to him. But he then said that I will attend the meeting but I cannot give you the report. Because I will go out for personal work this evening. With this he left the office for the meeting.After hanging up, his wife says that she will have dinner with him tonight. So he returned home immediately. After speaking he left for office. Goes to the office and meets the boss. And the boss repeatedly explained to him that. Attend three meetings and report back to him. But he then said that I will attend the meeting but I cannot give you the report. Because I will go out for personal work this evening. With this he left the office for the meeting.
ফোন কাটার পর তার বউ বলে আজ তার সাথে রাতে বাইরে ডিনার করবে। তাই সে যেন তারাতারি বাসায় ফিরে। কথা বলার পর সে অফিসে চলে যায়। অফিসে যায় এবং বসের সাথে দেখা করে। এবং বস তাকে বারবার রিপিট করে বুঝিয়ে দেয় যে। তিনটি মিটিং এটেন্ড করতে হবে এবং সেগুলো আবার তাকে রিপোর্ট করতে হবে। কিন্তু সে তখন বলে যে মিটিং এটেন্ড করব কিন্তু রিপোর্ট আপনাকে আমি দিতে পারবো না। কারণ আজ সন্ধ্যার দিকে আমার পার্সোনাল কাজে একটু বাইরে যাব। এই বলে সে মিটিং এর উদ্দেশ্যে অফিস থেকে বেরিয়ে পড়ে।ফোন কাটার পর তার বউ বলে আজ তার সাথে রাতে বাইরে ডিনার করবে। তাই সে যেন তারাতারি বাসায় ফিরে। কথা বলার পর সে অফিসে চলে যায়। অফিসে যায় এবং বসের সাথে দেখা করে। এবং বস তাকে বারবার রিপিট করে বুঝিয়ে দেয় যে। তিনটি মিটিং এটেন্ড করতে হবে এবং সেগুলো আবার তাকে রিপোর্ট করতে হবে। কিন্তু সে তখন বলে যে মিটিং এটেন্ড করব কিন্তু রিপোর্ট আপনাকে আমি দিতে পারবো না। কারণ আজ সন্ধ্যার দিকে আমার পার্সোনাল কাজে একটু বাইরে যাব। এই বলে সে মিটিং এর উদ্দেশ্যে অফিস থেকে বেরিয়ে পড়ে।
While attending the first meeting, he kept receiving repeated calls. Especially once his wife called him from his home. And once his office boss called. He cut the phone repeatedly without picking it up. Once felt bored and received the call from the office boss. And says sir I am in meeting.While attending the first meeting, he kept receiving repeated calls. Especially once his wife called him from his home. And once his office boss called. He cut the phone repeatedly without picking it up. Once felt bored and received the call from the office boss. And says sir I am in meeting.
প্রথম মিটিং এটেন্ড করা অবস্থায় তার কাছে বারবার ফোন আসতে থাকে। বিশেষ করে একবার তার বাসা থেকে তার ওয়াইফ তাকে ফোন দিছিল। আর একবার তার অফিসের বস ফোন দিয়েছিল। তার মধ্যে ফোন না ধরে বারবার কেটে দিয়েছিল। একবার বিরক্ত বোধ হয় অফিসের বসের কলটি ধরে। এবং বলে স্যার আমি মিটিংয়ে আছি।প্রথম মিটিং এটেন্ড করা অবস্থায় তার কাছে বারবার ফোন আসতে থাকে। বিশেষ করে একবার তার বাসা থেকে তার ওয়াইফ তাকে ফোন দিছিল। আর একবার তার অফিসের বস ফোন দিয়েছিল। তার মধ্যে ফোন না ধরে বারবার কেটে দিয়েছিল। একবার বিরক্ত বোধ হয় অফিসের বসের কলটি ধরে। এবং বলে স্যার আমি মিটিংয়ে আছি।
He is out after finishing the first meeting and when he comes out to attend the second meeting. Just then he started getting calls again and again. Then, without going to that meeting, he switched off two switches. And after thinking for a while he turned on the phone again. The phone started coming with him again. Now he turned off both phones. And throw away. Then he opened the court of the village and started walking at will.He is out after finishing the first meeting and when he comes out to attend the second meeting. Just then he started getting calls again and again. Then, without going to that meeting, he switched off two switches. And after thinking for a while he turned on the phone again. The phone started coming with him again. Now he turned off both phones. And throw away. Then he opened the court of the village and started walking at will.
প্রথম মিটিং শেষ করে বাইরে আছে এবং বাইরে এসে দ্বিতীয় মিটিং যখন অ্যাটেন্ড করতে যাবে। ঠিক তখনই তার কাছে আবার অনবরত ফোন আসতে থাকে। তখন সেই মিটিং-এ না গিয়ে তারপর দুটো সুইচ অফ করে দেয়। এবং কিছুক্ষণ ভাবে কিছুক্ষণ ভাবার পর আবার ফোন অন করে। তার সাথে আবার ফোন আসতে থাকে। এবার সে ফোন দুটো অফ করে । আর ছুড়ে ফেলে দেয়। তারপর সে গাঁয়ের কোর্ট খুলে নিজের ইচ্ছামত হাঁটতে থাকে।প্রথম মিটিং শেষ করে বাইরে আছে এবং বাইরে এসে দ্বিতীয় মিটিং যখন অ্যাটেন্ড করতে যাবে। ঠিক তখনই তার কাছে আবার অনবরত ফোন আসতে থাকে। তখন সেই মিটিং-এ না গিয়ে তারপর দুটো সুইচ অফ করে দেয়। এবং কিছুক্ষণ ভাবে কিছুক্ষণ ভাবার পর আবার ফোন অন করে। তার সাথে আবার ফোন আসতে থাকে। এবার সে ফোন দুটো অফ করে । আর ছুড়ে ফেলে দেয়। তারপর সে গাঁয়ের কোর্ট খুলে নিজের ইচ্ছামত হাঁটতে থাকে।
Now he decides in his heart that he will spend today without the phone. So then he remembers his childhood story. Just then he got a bicycle from the small boys beside him and started cycling on the bicycle.Now he decides in his heart that he will spend today without the phone. So then he remembers his childhood story. Just then he got a bicycle from the small boys beside him and started cycling on the bicycle.
এবার সে মনে মনে সিদ্ধান্ত নেয় ফোন ছাড়া সে আজকের দিনটা কাটাবে। তাই তখন সে তার ছোটবেলার কাহিনী মনে করে। তখনই তার পাশে ছোট ছেলেদের কাছ থেকে একটি সাইকেল নায় এবং সাইকেলে চড়ে সাইকেল চালাতে থাকে।এবার সে মনে মনে সিদ্ধান্ত নেয় ফোন ছাড়া সে আজকের দিনটা কাটাবে। তাই তখন সে তার ছোটবেলার কাহিনী মনে করে। তখনই তার পাশে ছোট ছেলেদের কাছ থেকে একটি সাইকেল নায় এবং সাইকেলে চড়ে সাইকেল চালাতে থাকে।
Then he was met by a street lunatic. The madman is sitting well in his coat. But he does whatever he wants according to his free will and there is no one to order him. He then reasons with her and remembers it as a childhood story. How he used to play, how mischievous he used to be.Then he was met by a street lunatic. The madman is sitting well in his coat. But he does whatever he wants according to his free will and there is no one to order him. He then reasons with her and remembers it as a childhood story. How he used to play, how mischievous he used to be.
এরপর তার সাথে দেখা হয় রাস্তার পাগলের। পাগলটি কোট পরে ভাল ভাবে বসে আছে। তবে সেই স্বাধীন ইচ্ছামত যা খুশি তাই করে থাকে অর্ডার দেয়ার কেউ নেই। তখন সে তার সাথে যুক্তি পরামর্শ করে এবং সেটা ছোটবেলার কাহিনী মনে করতে থাকে। কিভাবে সে খেলা করতো কিভাবে দুষ্টামি করত।এরপর তার সাথে দেখা হয় রাস্তার পাগলের। পাগলটি কোট পরে ভাল ভাবে বসে আছে। তবে সেই স্বাধীন ইচ্ছামত যা খুশি তাই করে থাকে অর্ডার দেয়ার কেউ নেই। তখন সে তার সাথে যুক্তি পরামর্শ করে এবং সেটা ছোটবেলার কাহিনী মনে করতে থাকে। কিভাবে সে খেলা করতো কিভাবে দুষ্টামি করত।
After that they both started doing different kinds of mischief with people and they both got along well with each other. At one point they caught a man and colored his whole head. Then they chased after them. In this they keep remembering their childhood stories. How they enjoyed sports and everything back then without phones. And if he has to be so busy for the phone. As they do this, their evening time approaches. It was then that Musharraf Karim remembered that he had to take his wife to dinner this evening.After that they both started doing different kinds of mischief with people and they both got along well with each other. At one point they caught a man and colored his whole head. Then they chased after them. In this they keep remembering their childhood stories. How they enjoyed sports and everything back then without phones. And if he has to be so busy for the phone. As they do this, their evening time approaches. It was then that Musharraf Karim remembered that he had to take his wife to dinner this evening.
এরপর তারা দুইজন মিলে বিভিন্ন ধরনের দুষ্টামি করতে থাকে মানুষের সাথে এবং তারা দুইজন একে অন্যের সাথে ভালো মিল হয়ে যায়। একপর্যায়ে তারা একটি মানুষকে ধরে তার পুরো মাথা কালার করে দেয়। তারপর তারা তাদের পিছনে ধাওয়া করে। এর মধ্যে তারা তাদের ছোটবেলার কাহিনী মনে করতে থাকে। কীভাবে তারা ফোন ছাড়া তখনকার সময় খেলাধুলা ও সকল কিছু উপভোগ করেছে। আর যদি ফোনের জন্য তাকে এত ব্যস্ত থাকতে হয়। এরাকম করতে করতে তাদের সন্ধ্যার সময় চলে আসে। তখনই মোশারফ করিমের মনে পড়ে যায় আজ সন্ধ্যায় তার স্ত্রীকে নিয়ে ডিনারে যেতে হবে।এরপর তারা দুইজন মিলে বিভিন্ন ধরনের দুষ্টামি করতে থাকে মানুষের সাথে এবং তারা দুইজন একে অন্যের সাথে ভালো মিল হয়ে যায়। একপর্যায়ে তারা একটি মানুষকে ধরে তার পুরো মাথা কালার করে দেয়। তারপর তারা তাদের পিছনে ধাওয়া করে। এর মধ্যে তারা তাদের ছোটবেলার কাহিনী মনে করতে থাকে। কীভাবে তারা ফোন ছাড়া তখনকার সময় খেলাধুলা ও সকল কিছু উপভোগ করেছে। আর যদি ফোনের জন্য তাকে এত ব্যস্ত থাকতে হয়। এরাকম করতে করতে তাদের সন্ধ্যার সময় চলে আসে। তখনই মোশারফ করিমের মনে পড়ে যায় আজ সন্ধ্যায় তার স্ত্রীকে নিয়ে ডিনারে যেতে হবে।
After thinking about this, he needs to inform his wife. He came to the restaurant. But he doesn't have a phone. So he thinks I go ahead and wait for him. Meanwhile, his wife also worried about him. Because she could not reach her husband on the phone. At one point his wife thought that my husband might go to the restaurant earlier. So he also came to the restaurant at one point. came and saw that her husband was sitting there. There is a light conversation between them. Then at one point Musharraf is seen offering his love to Karim's wife with a flower. And thus the play ends.
এই কথা ভাবার পর সে ভাবে তার স্ত্রীকে জানানো দরকার। সে রেস্টুরেন্টে চলে এসেছে। কিন্তু তার কাছে তো ফোন নেই। তাই সে ভাবে যে আমি আগে চলে যায় এবং তার জন্য অপেক্ষা করি। এদিকে তার স্ত্রী ও তার জন্য দুশ্চিন্তা করেছিল। কারণ সে তার স্বামিকে ফোনে পাচ্ছিল না। একপর্যায়ে তার স্ত্রী ভাবে যে আমার স্বামী তো আগে ভাগেই রেস্টুরেন্টে চলে যেতে পারে। তাই সেও এক পর্যায়ে রেস্টুরেন্টে চলে আসে। এসে দেখে যে তার স্বামী সেখানেই বসে আছে। তাদের মধ্যে হালকা একটু কথাবার্তা হয়। তারপর একপর্যায়ে দেখা যায় মোশারফ করিমের তার স্ত্রীকে একটি ফুল দিয়ে তার ভালোবাসা নিবেদন করেন। আর এভাবেই নাটকটি শেষ হয়।
personal opinion
Through the drama, it wants to make us understand that people get bored and stressed by the extra phone. and become detached from the real world. Here is an example of that. And so one day you go without a phone and all your mental thoughts will change. And all your childhood memories will haunt you. How did you live without a phone then?
নাটকটির মাধ্যমে এটি আমাদের বোঝাতে চেয়েছে অতিরিক্ত ফোনের মাধ্যমে মানুষ বিরক্ত হয় এবং মানসিক চাপে পড়ে। এবং বাস্তব দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার একটি উদাহরণ হিসেবে এখানে তুলে ধরা হয়েছে। আর তাই ফোন ছাড়া একদিন চলে দেখেন সমস্ত মানসিক চিন্তা ভাবনা আপনার পরিবর্তন হয়ে যাবে। এবং আপনার ছোটবেলার সকল স্মৃতি আপনাকে তাড়া করে বেড়াবে। তখন আপনি ফোন ছাড়া কেমন করে চলতেন।
The lesson of the play
There is no education in the play but the play has given a social message. Do not use anything in excess. Overuse is stressful. Here is an example of that. Moreover, we are so addicted to our phones these days that we don't spend a single moment without them. So in the drama it showed how a day would go without a phone. Here's how you can and it's demonstrated through drama.
নাটকটিতে তেমন কোন শিক্ষা নেই তবে নাটকটিতে একটা সোশ্যাল ম্যাসেজ দিয়েছে। কোন কিছু অতিরিক্ত ব্যবহার করা ঠিক না। অতিরিক্ত ব্যবহারকারীই মানসিক চাপে পড়ে। তারই একটি উদাহরণ হিসেবে এখানে তুলে ধরছে। তাছাড়া আমরা বর্তমান সময়ে ফোনের পর এতটাই আসক্ত হয়েছি ফোন ছাড়া আমাদের একটা মুহূর্ত চলে না। তাই নাটকটিতে এটি দেখিয়েছে যে ফোন ছাড়া একটা দিন আপনার কেমন চলবে। কীভাবে আপনি পারবেন এবং নাটকের মাধ্যমে এটি এখানে তুলে ধরেছে।
My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.
আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর ও থানা গাংনী। ইউনিয়ন ষোল টাকা। আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারে চারজন। বিশেষ করে আমরা বাবা-মায়ের দুই ভাই। আমি পরিবারের বড় ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা হল আমি বাংলা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ।
** Your post has been upvoted (14.66 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan