Bengali drama reviewEverything for Job

in blurt-1787181 •  14 days ago 

Hello!!
My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Sunday , December 08/2024


Assalamu Alaikum. Ecoer members, hope everyone is well. Today I will review a Bengali drama among you. The name of the Bengali drama I am reviewing is "Everything for Job".


আসসালামু আলাইকুম। Ecoer সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি বাংলা নাটক রিভিউ করবো। আমার রিভিউ করা বাংলা নাটকের নাম হলো "চাকরির জন্য সবকিছু "।


🎥"Everything for Job"🎥


Screenshot_20220114-095507.png

Screenshots have been taken through.

important information :


Name of the playEverything for the job.
DirectorAmit Hasan and Shahzada Shahed.
ActingAnwarul Alam Sajal, Mihi Ahsan, Kaya Moni, Sheikh Takhapana, Anwar Hossain.
Length41 minutes.
LanguageBengali.
Release date:January 6, 2022

|নাটকের নাম| চাকরির জন্য সবকিছু । |
|---|---|
পরিচালক| অমিত হাসান ও শাহাজাদা শাহেদ । |
অভিনয় |আনোয়ারুল আলম সজল, মিহি আহসান, কেয়া মনি, শেখ দোকাননা, আনোয়ার হোসেন। |
দৈর্ঘ্য | ৪১ মিনিট। |
ভাষা |বাংলা। |
মুক্তির তারিখ |৬ জানুয়ারী, ২০২২ইং।|


Synopsis of the play:


Screenshot_20220114-102329.png


The beginning of the play shows that the main hero of the play is named Sajal. Goes for a job interview but doesn't get the job. Then he comes to a park and sits. Just then the heroine of the drama comes to him with some flowers to sell. Then tell him that you are selling flowers dressed so politely. Then he said I helped a girl by selling her flowers. And thus they met for the first time.

নাটকের শুরুটা দেখা যায় যে নাটকের প্রধান নায়ক তার নাম সজল। চাকরির ইন্টারভিউ দিতে যায় তবে সে চাকরি পায় না। এরপর সে একটি পার্কে এসে বসে থাকে। তখনই নাটকের নায়িকা কিছু ফুল নিয়ে তার কাছে বিক্রি করতে আসে। তখন তাকে বলে আপনি এত ভদ্র ভাবে পোশাক পরে ফুল বিক্রি করে বেড়াচ্ছেন। তখন সে বলে আমি একটা মেয়েকে সাহায্য করেছি তার ফুলগুলো আমি বিক্রি করে। আর এভাবে তাদের প্রথম দেখা হয়।


Screenshot_20220114-102431.png


Now see the next scenes where the hero was sitting in a garden eating some nuts. Just then the heroine is holding a donation box to collect money to help a sick man. Then the hero says I don't have any money. But the heroine then tells him that you can help me raise money from people like this. Then he and the heroine joined hands in this work and they both went to people and collected money in this way.

এবার পরের দৃশ্য গুলো দেখি নায়ক একটা বাগানে বসে কিছু বাদাম খাচ্ছিল। ঠিক সেইসময় নায়িকা একটি দান বাক্স হাতে করে একজন অসুস্থ মানুষকে সাহায্য করার জন্য টাকা তুলছে। তখন নায়ক বলে আমার কাছে তো কোন টাকা পয়সা নাই। তবে নায়িকা তখন তাকে বলে আপনি আমার সাথে এভাবে মানুষের কাছে টাকা তুলব সাহায্য করে দিতে পারেন। তখন সেই ও নায়িকার এি কাজে হাত বাটা এবং তারা দুজনে মিলে মানুষের কাছে গিয়ে এভাবে টাকা আদায় করতে থাকে।


Screenshot_20220114-102508.png


Now it can be seen that they have a good match inside. They sometimes come to the park and talk together. But the heroine knows that the hero is not their job. And he tells the hero that tomorrow you are at a place and he has good news for you. Then the hero goes to the hospital and asks someone to donate blood and then gives him a letter and says tomorrow you will go to the office with this letter.

এবার দেখা যায় যে তাদের ভিতরে বেশ ভালো মিল হয়েছে। তারা মাঝে মধ্যে পার্কে এসে একসাথে কথাবার্তা বলে দেখা করে। তবে নায়ক এদের চাকরি হয় না এ বিষয়ে নায়িকা জানে। এবং সে নায়ককে তাকে বলে যে কাল আপনি একটা জায়গায় এবং তার সাথে আপনার জন্য খুশির সংবাদ আছে। তখন সেই নায়ক কে নিয়ে হাসপাতালে যায় এবং তার থেকে একজনকে রক্ত ডোনেট করা এবং তারপর তার হাতে একটি চিঠি দেয় এবং দিয়ে বলে যে কাল তুমি এই চিঠিটা নিয়ে অফিসে যাবা।


Screenshot_20220114-102542.png


Then he goes to the office with that letter and talks to the office and gets a good job. He is very happy with this.

তখন সে ঐ চিঠি নিয়ে অফিসে যায় এবং অফিসে গিয়ে কথাবার্তার বলে এবং তার একটা ভালো মানের চাকরি হয়ে যায়। এতে করে সে বেশ খুশি হয়।


Screenshot_20220114-102625.png


After the hero gets his job it is seen that he doesn't follow the heroine anymore and asks to meet her he gives the excuse of work and in the last stage he meets the heroine and says I am very busy these days and see you like before. No, the heroine is very upset about the matter. Then the heroine left without saying anything to him.

নায়ক এর চাকরি হয়ে যাওয়ার পর দেখা যায় সে নায়িকার তেমন আর খোঁজ-খবর নেয় না এবং তার সাথে দেখা করতে বলল সে কাজের বাহানা দেখায় এবং তবে লাস্ট পর্যায়ে সেই নায়িকার সাথে দেখা করে এবং বলে আমি আজকাল অনেক ব্যস্ত থাকি আর তোমার সাথে আগের মত দেখা হয় না বিষয়টা নিয়ে নায়িকার খুব মন খারাপ হয়। তখন সে তাকে কিছু না বলেই নায়িকা সেখান থেকে চলে যায়।


Screenshot_20220114-102741.png


After seeing the next scene, the heroine realizes that he has wronged the heroine. Then he can't work anymore. At one point he quits his office job to look for the heroine and goes to meet the heroine there first. And sits for a long time but at the end it is seen that the heroine comes in front of him and says that if you work like this there will be a job. Then he said that I started working for you, if I don't get you then what will I do with my job. Then the heroine says you will go to office again tomorrow.

এর পরের দৃশ্য দেখে দিয়ে নায়িকার এই বিষয়টি তার মনে ধরে সে বুঝতে পারে যে সে নায়িকার প্রতি অন্যায় করেছে। তখন তার আর কাজে মন বসে না। একপর্যায়ে সে নায়িকাকে খোঁজার জন্য তার অফিসে চাকরি ছেড়ে দেয় এবং নায়িকার সাথে আগে সেখানে দেখা করতে চলে যায়। এবং অনেকদিন ধরে বসে থাকে তবে শেষ পর্যায়ে দেখা যায় যে নায়িকা তার সামনে আসে এবং বলে যে এভাবে কাজ করলে চাকরি থাকবে। তখন বলে তোমার জন্য আমি কাজ শুরু করেছিলাম তোমাকে যদি না পাই তাহলে আমি চাকরি করে কি করবো। তখন নায়িকা বলে তুমি কাল আবার অফিসে যাবা।


Screenshot_20220114-102831.png


Then he goes to his office again as the heroine says and finds his office boss sitting facing the opposite direction. Then it says something bad about the heroine. Then hero gets angry and says I will not do your job. Then he turned his chair and came forward. Then his girlfriend sat in his office. Then say that you are cheering the boss. Then he says your boss is my elder brother. And there is a conversation between them. And at last thus ends the drama here.

তখন সে নায়িকার কথামতো আবার তার অফিসে যায় এবং অফিসে গিয়ে দেখেন তার অফিসের বস উল্টো দিকে মুখ করে বসে আছে। তখনই সেটা নায়িকার বিষয়ে খারাপ কিছু বলে। তখন নায়ক রেগে গিয়ে বলে আমি আপনার চাকরি করবনা। তখন সে চেয়ার ঘুরিয়ে সামনে হয়। তখন দেখে তার অফিসে বস হলো তার প্রেমিকা। তখন বলে যে তুমি বসের চিয়ারে। তখন সে বলে তোমার বস হলো আমার বড় ভাই। এবং তাদের মধ্যে কথাবার্তা হয়। এবং শেষ পর্যায়ে এইভাবে এখানে নাটকটি পরিসমাপ্তি ঘটে।


personal opinion :


According to my personal opinion the drama is quite well portrayed. However, there was no such dialogue in the play. But what is well established is that caring about people. Or benefits are never forgotten. That matter is well portrayed in the play.

আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী নাটকটি বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তবে নাটকের ভিতর এমন একটা কাহিনী সংলাপ ছিলনা। তবে যে বিষয়টি ভালোভাবে স্থাপন করেছে যে মানুষের প্রতি যত্নশীল হওয়া। বা উপকারিতা কোন সময় ভুলতে নেই। সেই বিষয়টি বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে নাটকের মধ্যে।


My YouTube


Picture of myself


My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.

আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর ও থানা গাংনী। ইউনিয়ন ষোল টাকা। আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারে চারজন। বিশেষ করে আমরা বাবা-মায়ের দুই ভাই। আমি পরিবারের বড় ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা হল আমি বাংলা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  13 days ago  ·  


** Your post has been upvoted (16.00 %) **