Bangla drama rewriting Sada Manoos

in blurt-1787181 •  last month 

Hello!!
My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Thursday , November 21/2024


Assalamu Alaikum. Ecoer members, hope everyone is well. Today I will review a Bengali drama among you. The name of the Bengali play I reviewed is "Sada Manoos".


আসসালামু আলাইকুম। Ecoer সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি বাংলা নাটক রিভিউ করবো। আমার রিভিউ করা বাংলা নাটকের নাম হলো " সাদা মানুষ"।


🎥"Sada Manoos"🎥


Screenshot_20211008-205102.png

Screenshots have been taken through.

Important information:


Name of the playwhite man
DirectorSuman Anwar
ActingMosharraf Karim, Faria Shahreen, Shahed Ali, Saika, Mosharraf Hossain Abul.
Length38 minutes.
LanguageBengali.
Release date22.05.2021 Eng.

|নাটকের নাম| সাদা মানুষ। |
|---|---|
পরিচালক| সুমন আনোয়ার।|
অভিনয় |মোশাররফ করিম, ফারিয়া শাহরিন, সাহেদ আলী, সাইকা, মোশাররফ হোসেন আবুল। |
দৈর্ঘ্য | ৩৮ মিনিট। |
ভাষা |বাংলা। |
মুক্তির তারিখ |২২.০৫.২০২১ইং।|


Synopsis of the play


Screenshot_20211008-204115.png

Screenshots have been taken through.


In the play, Mosharraf Karim's name is Kamal and his heroine's name is Polly. In the first play we see Musharraf Karim walking along the village road. At this time he met an old uncle. And that uncle tells him that you were not at home for last five days. Your mother is very worried. And also asks this girl with you. Then Musharraf Karim says that her name is Polly and he met her last night. I am taking the identity from the station and so home because uncle wants to know about him. We will stay at home for a few days. After saying this the uncle gets excited and says that he has no identity. He lives in the station, you are getting very bad. This cannot be allowed to continue. And he cannot be brought into the village like this. By saying this, there is slight demoralization between them. Still Musharraf Karim says I have brought him as a guest and will take him to my house. And will keep him for several days and then come back. The guest cannot be brought back now. The uncle got angry and went out of their way and Musharraf Karim then took him home.

নাটকে মোশারফ করিমের নাম থাকে কামাল এবং তার নায়িকার নাম থাকে পলি । সর্বপ্রথম নাটকে দেখতে পাই যে মোশারফ করিম গ্রামের রাস্তা ধরে হাঁটছে। এই সময় এক মুরুব্বী চাচা সাথে তার দেখা হয়। এবং সেই চাচা তাকে বলে যে তুমি গত পাঁচ দিন ধরে বাসায় ছিলে না। তোমার মা খুব চিন্তিত করছে। এবং আরো জিজ্ঞেস করে তোমার সাথে এই মেয়েটিকে। তখন মোশারফ করিম বলে যে এর নাম পলি আর গত রাতে তার সাথে পরিচয়। চাচা তার সম্পর্কে জানতে চাই বলেই স্টেশন থেকে পরিচয় আর তাই বাসায় নিয়ে যাচ্ছি। আমাদের বাসায় কয়েক দিন থাকবে। এই কথা বলার পর চাচা উত্তেজিত হয়ে পড়ে এবং বলে যে তার কোনো পরিচয় নেই। সে স্টেশনে থাকে তুমি তো বেশ খারাপ হয়ে যাচ্ছ । এভাবে তো চলতে দেয়া যাবে না। এবং গ্রামের মধ্যে এভাবে যাকে তাকে নিয়ে আসা যাবে না। এ কথা বলে তাদের মধ্যে হালকা মনোমালিন্য হয়। তারপরও মোশারফ করিম বলে মেহমান হিসাবে আমি তাকে নিয়ে এসেছি আমার বাসায় নিয়ে যাব। এবং বেশ কয়েকদিন তাকে রাখবো তারপর দিয়ে আসবো। মেহমানকে এখন নিয়ে এসে এখন আবার দিয়ে আসা যাবেনা। চাচা রাগান্বিত হয়ে তাদের পথ ছেড়ে চলে যায় এবং মোশারফ করিম তখন তাকে নিয়ে বাসায় চলে যায়।


Screenshot_20211008-204236.png

Screenshots have been taken through.


After taking him home, he first met his mother and told her the details of the incident. This girl lives in the station. I met him last night and I want to make him a better person. So brought him home and want to treat him well. His mother accepted everything and entertained him warmly at home.

বাসায় নিয়ে গিয়ে প্রথমে তার মায়ের সাথে তাকে সাক্ষাৎ করে দেয় এবং বিস্তারিত ঘটনা তার মাকে খুলে বলে। এই মেয়েটা থাকে স্টেশনে। গতরাতে তার সাথে আমার পরিচয় এবং তাকে আমি একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। তাই তাকে বাসায় নিয়ে এসেছি এবং তাকে ভালো করতে চাই। তার মা তখন তার সমস্ত কিছু মেনে নিয়ে তাকে সাদরে ঘরে আদর আপ্যায়ন করতে থাকে।


Screenshot_20211008-204251.png


But it can be seen on the other side. That Murubbi uncle in the village. All the people in the village are saying that they cannot accept that Musharraf has brought Karim's spoiled daughter to the village and raised her in his house. Either way the girl has to be chased away from our village. By saying this, the people of the village began to gather together.

কিন্তু অপরপক্ষে দেখা যায়। গ্রামে সেই মুরুব্বী চাচা। গ্রামের সমস্ত লোককে বলে বেড়াচ্ছে মোশারফ করিমের নষ্ট মেয়েকে গ্রামে নিয়ে এসেছে এবং সে তার বাসায় তুলেছে এই বিষয়টি তারা মেনে নিতে পারছে না। যে কোন ভাবেই হোক মেয়েটিকে আমাদের গ্রাম থেকে তাড়াতে হবে। এই কথা বলে গ্রামের মানুষজনকে একসাথে জড়ো করতে থাকে।


Screenshot_20211008-204528.png


Now we can see in the play. Several people of the village are in the house of Mosharraf Karim. And kept shouting from outside the house saying that girl cannot be allowed to stay in the house. After hearing that the girl has to be expelled anyway, Musharraf's mother comes out of the house and says that this is the guest of my house. I can keep it if I want and ask to get out. Who are you to say and I want to stay in my house. As soon as he said this, everyone fell silent and after a while everyone left.

এবার নাটকে আমরা দেখতে পারি। গ্রামের বেশ কয়েকজন মানুষ মিলে মোশারফ করিমের বাড়িতে আছে। এবং বাসার বাইরে থেকে চিৎকার করে বলতে থাকেন ঐ মেয়েকেই বাসায় রাখতে দেওয়া যাবে না। যেভাবেই হোক মেয়েকে বিতাড়িত করতে হবে এ কথা শোনার পর মোশারেফের মা বাসা থেকে বের হয়ে আসে এবং বলে যে এ হলো আমার বাসার মেহমান। আমি চাইলে রাখতে পারি আবার বের হয়ে যেতে বলতে পারি। তোমরা বলার কে এবং আমি চাই আমার বাসায় থাক। এই সব কথা বলার সাথে সাথে সবাই চুপ হয়ে যায় এবং তার কিছুক্ষণ পর সবাই সেখান থেকে চলে যায়।


Screenshot_20211008-204650.png


In the next scene we can see that all the people of the village go to the chairman of the village and say that the girl who is in Mr. Musharraf's house is not good. Street girl or bad girl. A girl like her cannot live in our village. Presented all these matters to the chairman. The chairman then heard their words and thought about the matter and came to Musharraf's house. And a Shali sits on top of Musharraf's house about the girl.

পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে গ্রামের সকল মানুষ মিলে গ্রামের এর চেয়ারম্যান এর কাছে গেছে এবং গিয়ে বলে যে মোশারফ সাহেবের বাড়ি যে মেয়েটি আছে সে ভাল না। রাস্তার মেয়ে না খারাপ মেয়ে। তার মতন মেয়ে আমাদের গ্রামে থাকতে পারেনা। এই সব বিষয়ে চেয়ারম্যানের কাছে তুলে ধরে। চেয়ারম্যান তখন তাদের কথায় শুনে বিষয়টি চিন্তাভাবনা করে মোশারেফের বাড়িতে আসে। এবং মেয়েটার বিষয় নিয়ে মোশারেফের বাড়ির উপরে একটা শালির বসে।


Screenshot_20211008-204811.png


The girl was present during the arbitration. Then the girl raised her words. why am i bad I am bad for this society. I am bad because this society made me bad. Everyone knows that I am bad, but why everyone comes to me. Why doesn't anyone want to give me a chance to be good for once. When someone gave me a chance, why do we take that chance away again, it makes me feel worse. There is a lot of talk. No one can answer these words of the girl. Everyone falls silent and at one point everyone leaves with their heads bowed.


সালিশের সময় মেয়েটির সেখানে উপস্থিত ছিল। তখন মেয়েটি তার কথা তুলে ধরে। আমি খারাপ কেনো। আমি খারাপ এই সমাজের জন্যই। আমি খারাপ কারণ এই সমাজে আমাকে খারাপ করেছে। আমি যে খারাপ এটা সবাই জানে, তবে কেন আমার কাছে সবাই আসে। কেন আমাকে একটিবার কেউ ভাল হওয়ার সুযোগ দিতে চায় না। যখন আমাকে কেউ সুযোগ দিয়েছে কেন আমরা আবার সেই সুযোগ কেড়ে নিয়ে আমাকে খারাপের দিকে ধাবিত করছে। সেখানে অনেক কিছু কথাবার্তা হয়। মেয়েটির এইসব কথার উত্তর কেউ দিতে পারে না। সবাই নিস্তব্ধ হয়ে থাকে এবং এক সময় সকলের মাথা নিচু করে চলে যায়।


Screenshot_20211008-204845.png


Then we can see Musharraf's mother taking her son Musharraf and the girl inside the house and sitting them down. Sitting down, her mother took out a saree and some jewelery from the cupboard and handed it to the girl. And said I am arranging to marry both of you today. This made the girl cry. And says this is the first time someone is giving him a chance to get better. And Musharraf agreed to this.


এরপর আমরা দেখতে পারি মোশারেফের মা তার ছেলে মোশারফ ও মেয়েটিকে বাসার ভেতর ডেকে নিয়ে গিয়ে বসায়। বসিয়ে তার মা আলমারী থেকে একটি শাড়ি ও কিছু গহনা বের করে করে মেয়েটির হাতে ধরিয়ে দেয়। আর বলে আমি আজকের মধ্যেই তোমাদের দুজনাকে বিয়ে দেয়ার ব্যবস্থা করছি। এতে মেয়েটির সাথে সাথে কাঁদতে থাকে । এবং বলে এই প্রথম কেউ তাকে ভালো হওয়ার সুযোগ করে দিচ্ছে। আর এতে মোশারফ করিমের রাজি হয়ে যায়।


Screenshot_20211008-204946.png


And in the last scene of the drama we can see that Musharraf Karim and the girl get married and they enter a living room. And here is some talk. And through this the story of the drama ends.

এবং নাটকের লাস্ট সিন আমরা দেখতে পারি যে মোশারফ করিম এবং মেয়েটির বিয়ে হয়ে যায় এবং তারা একটা বাসর ঘরে প্রবেশ করে। আর এখানে কিছু কথাবার্তা হয়। আর এর মাধ্যমে নাটকের গল্পটি শেষ হয়ে যায়।


Personal opinion:


I really like the drama Sad Man. I especially liked the story here. Especially the word here matches the reality. Because no human being is born bad. People deteriorate due to circumstances, associations and surroundings. Just like that the girl was given as an example. He's not really that bad. The current society has made him bad and when he is given a chance to become a good person from that bad person, everyone is behind him with clenched fists to drive him back to evil. This is completely true. In my opinion the drama was quite good and a real educational picture was portrayed in the drama. For which I like it.


সাদা মানুষ নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে এখানকার কাহিনীটি আমার কাছে সবচেয়ে দারুণ লেগেছে। বিশেষ করে এখানকার কথাটা একদম বাস্তবতার সাথে মিলে যায়। কারণ কোন মানুষ জন্মগতভাবে খারাপ নয়। পরিস্থিতি সংঘ এবং পারিপার্শ্বিকতার কারণে মানুষ খারাপ হয়ে থাকে। ঠিক এমনি ভাবে যে মেয়েটিকে উদাহরণ হিসেবে তুলে ধরা যায়েছে। সে আসলেই খারাপ নয়। বর্তমান সমাজে তাকে খারাপ করে তুলেছে এবং যখন সেই খারাপ মানুষ থেকে একজন ভালো হওয়ার সুযোগ করে দিয়েছে তখনই তাকে আবার খারাপের দিকে ধাবিত করার জন্য সকলের মুষ্টি বদ্ধ ভাবে তার পিছনে লাগে। এই বিষয়টি একদম বাস্তবতার সাথে মিলে যায়। আমার মতে নাটকটি বেশ ভালো ছিল এবং শিক্ষামূলক একটি বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে নাটকটি মধ্যে। যার জন্য আমার কাছে ভালো লেগেছে।


My YouTube


Picture of myself


My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.

আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর ও থানা গাংনী। ইউনিয়ন ষোল টাকা। আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারে চারজন। বিশেষ করে আমরা বাবা-মায়ের দুই ভাই। আমি পরিবারের বড় ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা হল আমি বাংলা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!